for Add
নিজস্ব প্রতিবেদক : ২৮ আগস্ট ২০১৬, রবিবার, ১৩:১৫:৩১
ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে ভালো করলেও ওয়ানডে সিরিজে ধরাশায়ী পাকিস্তান। প্রথম ম্যাচে হারের পর এবার দ্বিতীয় ম্যাচেও হারই জুটেছে পাকিস্তানের। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। গতকাল(শনিবার) পাকিস্তানের বিপক্ষে ৪ উইকেটে জয় পেয়েছে স্বাগতিকরা । টসে জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে। । আর জবাবে ইংল্যান্ড ১৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায়।
পাকিস্তানের ওপেনিং জুটিতে নামা দুই ব্যাটসম্যানই এদিন ব্যর্থতার পরিচয় দেন। শামি আসলাম ১০ বলে ১ রান ও শারজিল খান ২ বলে শূন্য রানেই ফিরে যান। এরপর আজহার আলীও তাদের দেখানো পথ ধরেই শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরেন।
এরপর চতুর্থ ও পঞ্চম ব্যাটিং অর্ডারে নামা বাবর আজম ও সরফরাজ আহমেদ দলের হাল ধরেন। আজম ৩৩ বলে ৩০ রান করে আউট হন। আর সরফরাজ ১৩০ বলে ১০৫ রান করেন। এছাড়া ইমাদ ওয়াসিম ৭০ বলে ৬৩ রান করেন। ইংল্যান্ডের হয়ে মার্ক উড ও ক্রিস ওক ৩টি করে উইকেট নেন। এ ছাড়া লিয়াম প্লাঙ্কেট ২টি ও আব্দুল রশিদ ১টি উইকেট নেন।
২৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ড প্রথমেই জেসন রয় ও অ্যালেক্স হেলসকে হারায়। এরপর জো রুট ও অধিনায়ক ইয়ন মর্গান দলের হাল ধরেন। রুট ও মর্গানের জুটি থেকে দলে রান আসে ১১২। মর্গান ৬৮ রান করে আউট হন। এরপর রুট বেন স্টোকসকে নিয়ে জুটি গড়েন। স্টোকস ৩০ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন। রুট তখনও ক্রিজে দলের হাল ধরে রয়েছেন। জস বাটলার ৪ রান করেই ফিরেন। আর দলীয় ২৪০ রানে দলকে জয়ের প্রান্তে রেখে ওয়াহাব রিয়াজের বলে আউট হয়ে রুট ৮৯ রানে সাজঘরে ফিরেন। জয়ের জন্য বাকি ১২ রান ১৫ বল হাতে রেখেই সংগ্রহ করে মইন আলি ও ক্রিস ওকসের জুটি। পাকিস্তানের হয়ে ইমাদ ওয়াসিম দুটি উইকেট নেন। আর ১টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির, হাসান আলি এবং ওয়াহাব রিয়াজ।
For add
For add
For add
For add
for Add