for Add
নিজস্ব প্রতিবেদক : ২৩ আগস্ট ২০১৬, মঙ্গলবার, ২০:১৮:২৯
সময় বদলাচ্ছে, টুর্নামেন্ট বদলাচ্ছে। বদলাচ্ছে ভেন্যু। কিন্তু বদলাচ্ছে না শেখ রাসেল ক্রীড়া চক্রের ভাগ্য। ঘরে-বাইরে একই অবস্থা বিগ বাজেটের দলটি। দেশের মাটির মতো বিদেশেও বিবর্ণ বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান রানার্সআপ দলটি। ভুটানে অনুষ্ঠিত এএফসি কাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে শেখ রাসেল এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে এফসি তাতুংয়ের বিপক্ষে। রাসেলের গোলটি করেন ইকাঙ্গা ৩২ মিনিটে। খেলা শেষ হওয়ার মিনিট দশেক আগে পেনাল্টি থেকে সমতায় ফেরে চাইনিজ তাইপের দলটি। শেখ রাসেলের আতিকুর রহমান মেশু বক্সে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করলে পেনাল্টি পায় তাতুং। পেনাল্টি থেকে সমতা আনে তাতুং।
এ ড্রয়ে কঠিন হয়ে গেলো শেখ রাসেলের বাছাই পর্বের পরের রাউন্ডে ওঠা। তাতুংয়ের দুই ম্যাচে সংগ্রহ ২ পয়েন্ট। তারা প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে ভুটানের ক্লাব টারটন এএফসির বিপক্ষে। ২৫ আগষ্ট ৫ আগস্ট টারটনসের সঙ্গে খেলবে শেখ রাসেল।
শেখ রাসেল ক্রীড়া চক্র
জিয়া, নাসির, ইয়াসিন খান, জামাল ভুঁইয়া, মেশু, নাসির চৌধুরি, রবেল মিয়া, মোনায়েম রাজু, ইব্রাহিম, সাখাওয়াত রনি(মিঠুন চৌধুরি) ও ইকাঙ্গা।
For add
For add
For add
For add
for Add