for Add
নিজস্ব প্রতিবেদক : ১৯ আগস্ট ২০১৬, শুক্রবার, ১৯:৫৪:৫৪
ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য তিন সদস্যের প্রতিনিধি দল পাঠিয়েছে ইসিবি। ঢাকা ও চট্টগ্রামের ভেন্যু, আবাসন সহ সার্বিক দিক পর্যবেক্ষণের পর তাঁরা রিপোর্ট করবে ইসিবিকে। যে রিপোর্টের উপরই হয়ত নির্ভর করছে ইংলিশদের বাংলাদেশ সফর।
গতকাল ঢাকার নিরাপত্তা ব্যবস্থা ও ভেন্যু পরিদর্শনের পর আজ (শুক্রবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেছে পর্যবেক্ষক দলটি। পরে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক, এম এ আজিজ স্টেডিয়াম ও হোটেল রেডিসন ব্লু পরিদর্শনে যান তারা।
পরিদর্শন শেষে ইসিবির ক্রিকেট অপারেশন্স পরিচালক জন কার বলেন, ‘আমরা এর আগেও আইসিসির ইভেন্টের জন্য চট্টগ্রামে এসেছি। আর আমরা জানি এখানে কী ধরনের সুযোগ-সুবিধা আছে।’ তবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গতকালের (বৃহস্পতিবার) মত আজও কোন মন্তব্য করতে চান নি কার, ‘আমরা ভারত সফর শেষেই এখানে এসেছি। কিন্তু নিরাপত্তার বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাই না। আমরা এখান থেকে গিয়েই ইংল্যান্ডে আমাদের বোর্ডে রিপোর্ট জমা দেবো।’
For add
For add
For add
For add
for Add