for Add
নিজস্ব প্রতিবেদক : ১৬ মার্চ ২০১৬, বুধবার, ১৭:২৪:২৯
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের প্রথম ম্যাচে রানের পাহাড়ে চাপা পড়েছে বাংরাদেশ। আজ (বুধবার) কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটে ২০১ রান সংগ্রহ করেছে পাকিস্তান। টস জিতে পাকিস্তান অধিনায়ক ব্যাট করার সিদ্ধান্ত নেন। মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ এবং অধিনায়ক শহীদ আফ্রিদি বাংলাদেশী বোলারদের উপর চড়াও হয়ে রানের গতি বাড়ান। হাফিজ ৪২ বলে করেন ৬৪ রান, শেহজাদের রান ৩৯ বলে ৫২। আফ্রিদি করেছেন ১৯ বলে ৪৯ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন ও আরাফাত সানি পেয়েছেন ২টি করে উইকেট। পাকিস্তানী ব্যাটসম্যানরা বেশি মারমুখী ছিলেন আল আমিন এবং মাশরাফির উপর। তাদের করা ৬ ওভার থেকে পাকিস্তান ৮৪ রান তুলেছে। আল আমিনের ৩ ওভার থেকে ৪৩ ও মাশরাফির ৩ ওভার থেকে ৪১ রান।
For add
For add
For add
For add
for Add