for Add
নিজস্ব প্রতিবেদক : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার, ১৮:২৫:১২
নিজস্ব প্রতিবেদক : ফুটবল কেবল একটি খেলাই নয়, আবেগেরও নাম। যারা খেলা ভালবাসেন তাদের কাছে ফুটবল অন্য এক আবেগের জায়গা। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবন তো বটেই ফুটবলের আবেগ ছুয়েঁছে শিল্প-সাহিত্য সংস্কৃতির নানান শাখা। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষনীয় এ খেলা নিয়ে নির্মিত হয়েছে অনেক চলচ্চিত্র। ফুটবল খেলোয়াড়দের তারকা হয়ে ওঠার গল্প চলচ্চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে অনেক দেশে। ‘বার্থ অব এ লিজেন্ড’ নামে চলচ্চিত্র তৈরী হয়েছে ফুটবল সম্রাট ব্রাজিলের পেলেকে নিয়ে। আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনকে নিয়ে পরিচালক মার্কো রিসি নির্মাণ করেছেন ‘ম্যারাডোনা দি হ্যান্ড অব গড’ নামের একটি ডকুমেন্টারি।
এবার ফুটবলারের জীবন-কাহিনী নিয়ে চলচ্চিত্র তৈরী হচ্ছে বাংলাদেশে; যে চলচ্চিত্রের নাম ‘ফুটবলের রাজা।’ পূর্ণদৈর্ঘ্য এ চলচ্চিত্রটি তৈরী হচ্ছে বাংলাদেশ ফুটবলের গর্ব এবং স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর জীবনকাহিনী নিয়ে। এ সিনেমার মাধ্যমে ‘কিশোর জাকারিয়া পিন্টু থেকে ফুটবলার জাকারিয়া পিন্টুর চরিত্র ফুটিয়ে তোলা হবে। দর্পণ মুভিজের প্রযোজনায় ‘ফুটবলের রাজা’ চলচ্চিত্রের পরিচালক বীরজান। সাগর আহমেদ শাহিন নিবেদিত এ চলচ্চিত্রে ‘জাকারিয়া পিন্টু’ চরিত্রে অভিনয় করবেন আবদুল্লাহ আল মামুন নয়ন। চলচ্চিত্রটি হবে বাংলা, ইংরেজি, হিন্দি ও জার্মান ভাষায়। শূটিং হবে বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া ও জার্মানীতে।
আগামী ২৮ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় ‘ফুটবলের রাজা’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠান হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক খান ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এর ডাইরেক্টর ইনচার্জ মো. লোকমান হোসেন ভুঁইয়া ও স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। এ অনুষ্ঠানে ‘অনেক ভালবাসি তোমায়’ এবং ‘মনে প্রাণে তুমি’ নামের আরও দুটি চলচ্চিত্রের মহরতও হবে।
For add
For add
For add
For add
for Add