for Add

ড্রতেও হতাশার ছাপ

215555.3নিজস্ব প্রতিবেদক: অবশেষে স্বস্তি ফিরেছে ফতুল্লায়! কিন্তু কিসে? বৃষ্টির লুকোচুরি বন্ধ হয়ে মাঠে গড়ানো পঞ্চম দিনের ম্যাচ, নাকি ড্রয়ে! এমন বিতর্ক উঠে আসাটাই স্বাভাবিক। কারণ, বাংলাদেশের ব্যাটসম্যানরা বুজিয়ে দিয়েছেন টেস্টে তাদের বাস্তব অবস্থান। আর দুই সেশনের ব্যাটিংয়ের সুযোগ থাকলে যে হারের শঙ্কাটা জোরালো ছিলো স্বাগতিকদের তা পরিস্কার করে দিয়েছেন মুশফিক বাহিনী।

ফতুল্লার একমাত্র টেস্টে প্রথম দিন থেকেই বৃষ্টির আসা-যাওয়ার মিছিলেও ভারত ৬ উইকেটে ৪৬২ রানের যে টার্গেট ছুড়ে দিয়েছিলো, সেটাই তো স্বাগতিকদের সামনে মৃত্যু ফাঁদ হয়ে দাড়িয়ে যায়। আপাতত পঞ্চম দিনের খেলায় বাংলাদেশের ব্যাটিং দৈন্যদশায় সব আয়নার মতোই পরিস্কার। এমন ম্যাচেও ফলো অন এড়াতে পারেনি মুশফিক বাহিনী। ৬ রান পিছনে থাকতেই ৬৫.৫ ওভারে অলআউট হয়ে যায় বাংলাদেশ ২৫৬ রানে।

স্বাগতিকদের নামতে হয়েছে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে। যেখানে তামিম ইকবাল ও ইমরুল কায়েসকে দিনটা পার করতে হয়েছে কোন মতে। ১৫ ওভার শেষে বিনা উইকেটে ২৩ রান। তামিম ১৬ ও ইমরুল ৭ রানে অপরাজিত। রীতিমতো হতাশার ব্যাটিং, একেবারেই শ্রীহীন। টেস্টের পনের বছরেও বদলায়নি একটু। এমন ড্র করাটা সত্যি লজ্জার। আরো কিছুটা ব্যাটিং করা যেত। কিন্তু তাতে কোন লাভ নেই বুজেই ভারতের অধিনায়ক বিরাট কোহলি ড্র মেনে নেন।

যদিও মনে করা হয়েছিলো আগের দিনের তিন উইকেটে পঞ্চম দিনটাও পার করে দিতে পারবে বাংলাদেশ। কিন্তু সেটা আর হলো কই। এক অশ্বিনের আক্রমনেই কাবু টাইগাররা। এরপর টেস্টে ফিরে আসা হারভজন সিংয়ের ঘূর্নিতো রয়েছেই। দু’জনেই দখল করেন ৮ উইকেট। অশ্বিন ৮৭ রানে ৫ এবং হারভজন ৬৪ রানে ৩ উইকেট নেন।

বৃষ্টির বাধা অতিক্রম করে শেষ দিনের ম্যাচ গড়ায় পৌনে একটায়। তৃতীয় ওভারেই অশ্বিনের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আসেন সাকিব ব্যক্তিগত ৯ রানে। এরপর পঞ্চম উইকেটে ইমরুল ও সৌম্যের ৫১ রানের জুটি কিছুটা হাল ধরেছে দলের। কিন্তু টেস্টের জুটিটা যে দরকার অনেক বড়? সেটা পারেননি ইমরুল। দলীয় ১৭২ রানে তিনি ধৈয্য হারা হন। হারভজনকে ডাউন দ্যা উইকেটে মারতে গিয়ে স্ট্যাম্প হন ব্যক্তিগত ৭২ রানে। বাংলাদেশ দলের হয়ে এটিই ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর।

দ্বিতীয় সর্বোচ্চ স্কোরটা করলেন টেস্টে অভিষেক হওয়া লিটন কুমার দাস। তিনি ৪৫ বলে ৪৪ করেন ৮ বাউন্ডারিও এক ছক্কায়। যা মোটেও টেস্ট মেজাজের নয়। তার খেসারত দিলেন তিনি অশ্বিনের বলে রোহিত শর্মার তালুবন্দি হয়ে। ততক্ষনে বাংলাদেশের দলীয় অবস্থান ৮ উইকেটে ২৩২ রান। তার আগে সৌম্য সরকার ৩৭ রান করেন।

শুভাগত হোম ফিরেছেন মাত্র ৯ রান করে। এরপরেই দলের ভরসা ছিলেন লিটন কুমার। এক প্রান্তে ঠিকই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। কিন্তু তার ব্যাটিং মেজাজটা তড়িৎ হওয়ায় বাংলাদেশের প্রথম ইনিংসের বিদায়টাও তড়িৎ হয়ে গেছে। তাইজুল ও শহিদরা পারেননি শেষ ৩০টি রান করে দলকে ফলো অন থেকে রক্ষা করতে। তাইজুল ১৬ রানে অপরাজিত থাকেন। কিন্তু শহিদ ৬ ও জুবায়ের দ্রুত বিদায় নেন।

সব সংবাদ

বিশ্বের প্রথম দল হিসেবে শততম হারের লজ্জা পেলো বাংলাদেশ সালাম মুর্শেদীকে ১৩ লাখ টাকা জরিমানা ফিফার শুক্রবার শুরু শেখ কামাল জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস জাতীয় বয়সভিত্তিক সাঁতার শনিবার শুরু মোহামেডানকে হারিয়ে কিংসের ট্রেবল জয় যুক্তরাষ্ট্রের কাছে হেরে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো উইকেটে না খেলাকে দুষলেন শান্ত শিরোপা লড়াইয়ে মোহামেডান ও বসুন্ধরা মুখোমুখি প্রস্তুত বাংলাদেশ, এবারও চোখ শিরোপায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল মঙ্গলবার দুপুরে বিশ্বকাপের দল ঘোষণা প্যারিসে শেষ রাতটা ভালো হলো না এমবাপের বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়ালো জিম্বাবুয়ে ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল মঙ্গলবার শুরু টাইগারদের দৃষ্টি জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ বসুন্ধরা কিংসের নতুন ইতিহাস জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টানা চতুর্থ জয় মোহামেডানকে হারালেই চ্যাম্পিয়ন কিংস ফুটবলারদের উজ্জীবিত করলেন মোহামেডান সভাপতি কাশ্মিরে অল্পের জন্য শিরোপা বঞ্চিত শরীফ র‌্যাংকিংয়ে হৃদয়-তাসকিন-মাহেদির উন্নতি সর্বোচ্চ চেষ্টা করেছি, তবুও পারিনি : এমবাপে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ চ্যাম্পিয়ন মোহামেডান আবার ফাইনালে বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল শেখ জামালের জন্মদিনে ক্রীড়া মন্ত্রীর ক্রীড়া সামগ্রী বিতরণ জিম্বাবুয়ে সিরিজের জন্য বিসিবির প্রাথমিক দল ঘোষণা  কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ইমরান ২০ বছর পর ক্রিকেটারদের কলতানে মুখর বঙ্গবন্ধু স্টেডিয়াম লালকার্ড নিয়ে মোহামেডানের খেলতে আপত্তি, আবাহনীকে বিজয়ী ঘোষণা বিশ্বকাপ খেলতে চীন যাচ্ছেন তিন আরচার বাংলাদেশের চাওয়া ফুটবল-হকি, আর্জেন্টিনার ক্রিকেট-কাবাডি কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ঘোষণা মোহামেডানের লিগ বর্জনের হুমকি জাতীয় দলে ফেরার জন্য তামিমের ইচ্ছা থাকতে হবে : শান্ত বার্সাকে খুন করেছে রেফারি বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ পাকিস্তানের মুশতাক নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের আম্পায়ার সেলিম লাকি দেশবাসীকে সাকিব-জ্যোতিদের ঈদ শুভেচ্ছা চ্যাম্পিয়ন্স কাপ থেকে মেসি-মিয়ামির বিদায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ এবাদতের দেশে দেশে তারকা খেলোয়াড়দের ঈদ জাভেদ অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশকে নাকাল করে আইসিসির মাসসেরা ক্রিকেটার মেন্ডিস ৪০ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো অ্যাথলেটিক ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা এমবাপ্পের গোলে ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজি টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ আর্জেন্টিনাই শীর্ষে অপরিবর্তিত ব্রাজিল, পিছিয়েছে বাংলাদেশ

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add