for Add

ড্রতেও হতাশার ছাপ

215555.3নিজস্ব প্রতিবেদক: অবশেষে স্বস্তি ফিরেছে ফতুল্লায়! কিন্তু কিসে? বৃষ্টির লুকোচুরি বন্ধ হয়ে মাঠে গড়ানো পঞ্চম দিনের ম্যাচ, নাকি ড্রয়ে! এমন বিতর্ক উঠে আসাটাই স্বাভাবিক। কারণ, বাংলাদেশের ব্যাটসম্যানরা বুজিয়ে দিয়েছেন টেস্টে তাদের বাস্তব অবস্থান। আর দুই সেশনের ব্যাটিংয়ের সুযোগ থাকলে যে হারের শঙ্কাটা জোরালো ছিলো স্বাগতিকদের তা পরিস্কার করে দিয়েছেন মুশফিক বাহিনী।

ফতুল্লার একমাত্র টেস্টে প্রথম দিন থেকেই বৃষ্টির আসা-যাওয়ার মিছিলেও ভারত ৬ উইকেটে ৪৬২ রানের যে টার্গেট ছুড়ে দিয়েছিলো, সেটাই তো স্বাগতিকদের সামনে মৃত্যু ফাঁদ হয়ে দাড়িয়ে যায়। আপাতত পঞ্চম দিনের খেলায় বাংলাদেশের ব্যাটিং দৈন্যদশায় সব আয়নার মতোই পরিস্কার। এমন ম্যাচেও ফলো অন এড়াতে পারেনি মুশফিক বাহিনী। ৬ রান পিছনে থাকতেই ৬৫.৫ ওভারে অলআউট হয়ে যায় বাংলাদেশ ২৫৬ রানে।

স্বাগতিকদের নামতে হয়েছে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে। যেখানে তামিম ইকবাল ও ইমরুল কায়েসকে দিনটা পার করতে হয়েছে কোন মতে। ১৫ ওভার শেষে বিনা উইকেটে ২৩ রান। তামিম ১৬ ও ইমরুল ৭ রানে অপরাজিত। রীতিমতো হতাশার ব্যাটিং, একেবারেই শ্রীহীন। টেস্টের পনের বছরেও বদলায়নি একটু। এমন ড্র করাটা সত্যি লজ্জার। আরো কিছুটা ব্যাটিং করা যেত। কিন্তু তাতে কোন লাভ নেই বুজেই ভারতের অধিনায়ক বিরাট কোহলি ড্র মেনে নেন।

যদিও মনে করা হয়েছিলো আগের দিনের তিন উইকেটে পঞ্চম দিনটাও পার করে দিতে পারবে বাংলাদেশ। কিন্তু সেটা আর হলো কই। এক অশ্বিনের আক্রমনেই কাবু টাইগাররা। এরপর টেস্টে ফিরে আসা হারভজন সিংয়ের ঘূর্নিতো রয়েছেই। দু’জনেই দখল করেন ৮ উইকেট। অশ্বিন ৮৭ রানে ৫ এবং হারভজন ৬৪ রানে ৩ উইকেট নেন।

বৃষ্টির বাধা অতিক্রম করে শেষ দিনের ম্যাচ গড়ায় পৌনে একটায়। তৃতীয় ওভারেই অশ্বিনের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আসেন সাকিব ব্যক্তিগত ৯ রানে। এরপর পঞ্চম উইকেটে ইমরুল ও সৌম্যের ৫১ রানের জুটি কিছুটা হাল ধরেছে দলের। কিন্তু টেস্টের জুটিটা যে দরকার অনেক বড়? সেটা পারেননি ইমরুল। দলীয় ১৭২ রানে তিনি ধৈয্য হারা হন। হারভজনকে ডাউন দ্যা উইকেটে মারতে গিয়ে স্ট্যাম্প হন ব্যক্তিগত ৭২ রানে। বাংলাদেশ দলের হয়ে এটিই ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর।

দ্বিতীয় সর্বোচ্চ স্কোরটা করলেন টেস্টে অভিষেক হওয়া লিটন কুমার দাস। তিনি ৪৫ বলে ৪৪ করেন ৮ বাউন্ডারিও এক ছক্কায়। যা মোটেও টেস্ট মেজাজের নয়। তার খেসারত দিলেন তিনি অশ্বিনের বলে রোহিত শর্মার তালুবন্দি হয়ে। ততক্ষনে বাংলাদেশের দলীয় অবস্থান ৮ উইকেটে ২৩২ রান। তার আগে সৌম্য সরকার ৩৭ রান করেন।

শুভাগত হোম ফিরেছেন মাত্র ৯ রান করে। এরপরেই দলের ভরসা ছিলেন লিটন কুমার। এক প্রান্তে ঠিকই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। কিন্তু তার ব্যাটিং মেজাজটা তড়িৎ হওয়ায় বাংলাদেশের প্রথম ইনিংসের বিদায়টাও তড়িৎ হয়ে গেছে। তাইজুল ও শহিদরা পারেননি শেষ ৩০টি রান করে দলকে ফলো অন থেকে রক্ষা করতে। তাইজুল ১৬ রানে অপরাজিত থাকেন। কিন্তু শহিদ ৬ ও জুবায়ের দ্রুত বিদায় নেন।

সব সংবাদ

বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু সাবিনাদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের ৮ গোল করে নতুন রেকর্ড চেলসির ট্রাম্পকে অভিনন্দন জানালেন ফিফা সভাপতি তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু ম্যাচের মাঝেই বজ্রপাত > এক ফুটবলারের মৃত্যু তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট আজ শুরু দাবিগুলো পূরণ করার চেষ্টা করব : প্রধান উপদেষ্টা আফগানিস্তান সিরিজে শান্তই অধিনায়ক শনিবার যমুনায় সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা একনজরে বিপিএলের দলগুলো সাকিবের দেশে আসা-যাওয়ায় কোন বাধা নেই : ক্রীড়া উপদেষ্টা জেনে নিন বাফুফে নির্বাচনে কে কোন পদে… ফুটবলপ্রিয় বন্ধুকে নিয়ে স্মরণ সভা ‘দিন যত যাচ্ছে ততই নির্বাচনের জন্য চাপ বাড়ছে’ নতুন লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ আদালতের নতুন রায়ে ‘দুঃস্বপ্ন ভাঙলো’ পগবার স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ রেকর্ড গড়ে বাংলাদেশকে হারালো ভারত নয় বছর পর বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা সাকিবকে নিরাপত্তা দেওয়া নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা এক পদে দুই মেয়াদের বেশি না থাকার নির্দেশনা ক্রীড়া উপদেষ্টার ক্রিকেটের দুই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা সাকিবের হামলার হুমকির পর কানপুর টেস্ট শুনছে মেঘের গর্জন বাংলাদেশের জার্সিতে খেললে ইংল্যান্ডের কোনো আপত্তি নেই জ্যোতিদের লক্ষ্য বিশ্বকাপ সেমিফাইনাল বাফুফে নির্বাচনে সভাপতি পদে লড়বেন তাবিথ আউয়াল ভারতের কাছে হারলো বাংলাদেশ সিরিয়ার কাছে ৪ গোলে হারলো বাংলাদেশ শেষ মুহূর্তে ভারতের কাছে হার ফিফা র‍্যাংকিং আরো পেছাল বাংলাদেশ তরফদারের প্রতিদ্বন্দ্বী কি তাহলে তাবিথ আউয়াল? ভারত আর পাকিস্তান দল কিন্তু এক নয় : সৌরভ গাঙ্গুলি মেসির চেয়েও সেরা হবেন ইয়ামাল! বাফুফে সভাপতি প্রার্থী তরফদার রুহুল আমিন ভারতে টেস্ট সিরিজ জয়ে আত্মবিশ্বাসী শান্ত ফিরেই জোড়া গোল করে ম্যাচসেরা মেসি পরিস্থিতি বিবেচনায় নির্বাচন করবেন না সালাউদ্দিন বর্তমান কমিটির বিলুপ্তি চান উশুর প্রতিষ্ঠাতারা লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড পেলেন দুলাল মাহমুদ বিশ্বের প্রথম দল হিসেবে শততম হারের লজ্জা পেলো বাংলাদেশ সালাম মুর্শেদীকে ১৩ লাখ টাকা জরিমানা ফিফার শুক্রবার শুরু শেখ কামাল জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস জাতীয় বয়সভিত্তিক সাঁতার শনিবার শুরু মোহামেডানকে হারিয়ে কিংসের ট্রেবল জয় যুক্তরাষ্ট্রের কাছে হেরে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো উইকেটে না খেলাকে দুষলেন শান্ত শিরোপা লড়াইয়ে মোহামেডান ও বসুন্ধরা মুখোমুখি প্রস্তুত বাংলাদেশ, এবারও চোখ শিরোপায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল মঙ্গলবার দুপুরে বিশ্বকাপের দল ঘোষণা

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add