for Add
: ১৪ জুন ২০১৫, রবিবার, ১৯:৪০:০৩
নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ২-১ গোলে হেরে বড়রকমের ধাক্কা খেয়েছিল জোয়াকিম লো’র বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি৷কিন্ত শনিবার ইউরো বাছাইয়ের ম্যাচে জিব্রাল্টারকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে ফের স্বমহিমায় জ্বলে উঠল জার্মানরা৷ সৌজন্যে আন্দ্রে শুরলের হ্যাটট্রিক৷ শুরলে ছাড়াও এদিন দু’টি গোল করেছেন ম্যাক্স ত্রুজ৷ একটি করে গোল পেয়েছেন গুনডোগান ও করিম বেলারেবি।
শনিবার রাতে আন্দ্রে শুরলের গোলে ২৮তম মিনিটে এগিয়ে যায় জার্মানি। ডি বক্সের বাঁ-দিক থেকে বল জালে জড়িয়ে দেন এই ফরোয়ার্ড। প্রথমার্ধে খেলার স্কোরলাইন ১-০ থাকে৷ দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের মধ্যেই খেলার ফল ৪-০ করে দেয় জার্মানরা৷ ৪৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাক্স ক্রুজ। মেসুত ওজিলের কর্নারে বল পেয়ে বাঁ পায়ের শটে বিপক্ষের জালে জড়িয়ে দেন এই মিডিও। এর ঠিক চার মিনিটের মধ্যেই দলের তৃতীয় গোলটি করেন গুনডোগান।
টনি ক্রুজের বাড়ানো বল ধরে গোলটি করেন তিনি। ম্যাচের ৫৭ মিনিটে ওজিলের পাস ধরে নিঁখুত ফিনিশ করেন বেলারেবি। ম্যাচের ৬৫ মিনিটে ব্যবধান আরও বাড়ান স্ক্রুল। এর ৬ মিনিট পরেই হ্যাটট্রিক করে ম্যাচের স্কোরলাইন ৬-০ করেন শুরলে। ৮১ মিনিটে শুরলের হেডারে দলের সপ্তম গোলটি করেন ক্রুজ। এই জয়ে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ-ডি’র দ্বিতীয় স্থানে দাঁড়াল জার্মানি। এক পয়েন্টে এগিয়ে শীর্ষে পোল্যান্ড।
For add
For add
For add
For add
for Add