for Add
: ১৩ জুন ২০১৫, শনিবার, ১৩:৫৯:৩৭
নিজস্ব প্রতিবেদক: হচ্ছে হচ্ছে বলেও হচ্ছিল না। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে নাম লেখানোর অপেক্ষায় ছিলেন অনেক দিন। অবশেষে ভারতের বিপক্ষে এসে কৃতিত্বটা গড়তে পারলেন তামিম ইকবাল খান। তিনি এখন বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক। ৪০ টেস্টে তামিমের রান এখন ৩০৩৯। পেছনে ফেলেছেন হাবিবুল বাশারকে। বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ৫০ টেস্টে রান করেছেন ৩০২৬।
ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে হাবিবুল বাশারকে পেছনে ফেলতে তামিমের রান প্রয়োজন ছিল মাত্র ৭। বৃষ্টি বিঘ্নিত টেস্টের চতুর্থ দিন মাত্র ১৯ রান করে আউট হয়ে গেছেন তামিম। তবে রেকর্ডটা ঠিকই হয়ে গেছে তার। শুধু টেস্টই নয়, ওয়ানডে ক্রিকেটেও সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল। ওয়ানডে এবং টেস্টের ৬টি ভিন্ন ভিন্ন ফরম্যাটে শীর্ষে এখন তামিম ইকবাল। দুই ভার্সনেই এক ইনিংসে ব্যাক্তিগত সর্বোচ্চ, সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন এই ড্যাশিং ওপেনার। যে কৃতিত্ব নেই ভারতের শচিন টেন্ডুলকার কিংবা অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়েরও।
রেকর্ডটা গড়ার সুযোগ ছিল পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টেই। কিন্তু মাত্র সাত রানের জন্য হয়নি তখন। অপেক্ষার অবসান হলো আজ (শনিবার) ফতুল্লায়। ইশান্ত শর্মাকে লং-লেগে ঠেলে দুই রান নিয়ে রেকর্ড বইয়ে আরেকবার নিজের নাম লেখালেন তামিম। হাবিবুল বাশারকে টপকে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তিনিই।
২০০৮-এর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্ট ছিল হাবিবুলের শেষ ম্যাচ। ব্যাট-প্যাড যখন তুলে রেখেছিলেন নামের পাশে লেখা হয়েছিল ৩০২৬ রান। সাত বছর পর সে রানটাই টপকালেন তামিম। এ বছরেই গড়েছেন বাংলাদেশের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ রান (২০৬) ও সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির (সাতটি) রেকর্ড। আজ সর্বোচ্চ হলেন রানের মালিক। দারুণ সময়ই যাচ্ছে তামিমের।
For add
For add
For add
For add
for Add