for Add
: ৭ মে ২০১৫, বৃহস্পতিবার, ২১:০৯:১৭
নিজস্ব প্রতিবেদক: ভারতে আবারও যৌন নির্যাতনের শিকার হলেন নারী অ্যাথলেট! এবার একজন নয়, চার-চারজন নারী অ্যাথলেটের ওপর যৌন নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, যৌন নির্যাতনের শিকার হওয়া চার নারী অ্যাথলেট আত্মহত্যার চেষ্টা চালান। যে ঘটনার জেরে মারাও গেলেন এক অ্যাথলিট৷
বাকি তিনজনের অবস্থা গুরুতর৷ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তারা৷ ঘটনাটি ঘটেছে কেরালার সাইয়ে৷ ট্রেনারের ক্রমাগত যৌন হেনস্থার জন্যই চার অ্যাথলিট বিষ পানে আত্মহত্যা করার চেষ্টা করেন বলে জানা গেছে৷ বিষের প্রভাবে একজনের মৃত্যু হয়৷ বাকি তিন জন বাঁচলেও এখনও শঙ্কা রয়ে গিয়েছে৷
জানা গেছে, ট্রেনারের বারবার যৌন নির্যাতনের জন্যই এই সাংঘাতিক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন কম বয়সী এসব নারী অ্যাথলিটরা৷ বুধবার রাতে তারা সাই হোস্টেলে বিষ পান করে৷ অ্যাথলিটদের বিষ খাওয়ার খবর চাউর হওয়ার সঙ্গে সঙ্গেই প্রথমে তাদের উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এরপর সেখান থেকে তাদের মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু; এত চেষ্ঠা সত্ত্বেও একজনকে বাঁচানো যায়নি৷ তিনজন বেঁচে থাকলেও এখন তারা লড়াই করছেন জীবন-মৃত্যুর সঙ্গে। জীবনের শঙ্কা রয়েই গেছে তাদের৷
For add
For add
For add
For add
for Add