for Add
: ৬ মে ২০১৫, বুধবার, ১০:৫০:০৮
জুভেন্টাস ২:১ রিয়াল মাদ্রিদ
নিজস্ব প্রতিবেদক: নিজেদের মাঠে অসাধারণ খেলা উপহার দিল জুভেন্তাস। কার্লোস তেভেজ, আন্দ্রে পিরলো, জিওর্জিও কিয়েল্লিনি থেকে শুরু করে জুভদের পুরো দলের ফুটবলারা ছিল যেন রিয়াল মাদ্রিদের সামনে এক একটি দেয়াল। বিখ্যাত ইতালীয় ডিফেন্স দিয়ে সত্যি সত্যি তারা ২-১ গোলে আটকে দিল রিয়াল মাদ্রিদকে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে টানা দুইবার শিরোপা জয়ের ক্ষেত্রে লজ ব্লাঙ্কোজরা নিশ্চিত একটি হোঁচট খেলো বলা যায়। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে তাদেরকে হারিয়ে ‘ট্রেবল’ জয়ের পথে এক ধাপ এগিয়ে গেলো সদ্য ইতালিয়ান সিরি-এ চ্যাম্পিয়নরা।
তবে রিয়াল মাদ্রিদের জন্য এখনও সম্ভাবনা শেষ হয়ে যায়নি। জুভেন্তাস স্টেডিয়ামে হারলেও ফিরতি লেগে, আগামী বুধবার নিজেদের মাঠে রিয়ালকে ১-০ গোলের ব্যবধানে (দু’দলই গোল দিলে, ২ গোলের ব্যবধান প্রয়োজন হবে) হারাতে পারলে ফাইনালে উঠতে পারবে রিয়াল মাদ্রিদ।
খেলার আট মিনিটের মাথায়ই আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় জুভরা। গোলটিতে বড় ভূমিকা ছিল কার্লোস তেভেজের, ডান দিক থেকে এই আর্জেন্টাইন স্ট্রাইকারের নিচু করে মারা শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক ক্যাসিয়াস, কিন্তু বল বিপদমুক্ত করতে পারেননি তিনি। গোলমুখের সামনে থেকে বিনা বাধায় লক্ষ্যভেদ করেন রিয়ালেরই সাবেক স্ট্রাইকার মোরাতা।
২৩তম মিনিটে পাল্টা আক্রমণে সমতায় ফেরার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঝ মাঠের কাছ থেকে ইসকোর লম্বা করে বাড়ানো বল ধরে ডি বক্সে ঢুকে পড়লেও লক্ষভ্রষ্ট শট নেন পর্তুগিজ ফরোয়ার্ড।
চার মিনিট পর (২৮) অবশ্য ব্যর্থ হননি রোনালদো। ডান দিক থেকে হামেস রদ্রিগেজের আড়াআড়ি উঁচু করে বাড়ানো বলে ছোট ডি বক্সের মধ্যে হেড করে রেকর্ড গড়া গোলটি করেন এবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী।
ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে রোনালদোর এটা ৭৬তম গোল। সমান ৭৫ গোল নিয়ে বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি।
৪১তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেলেও ভাগ্যের ফেরে হতাশ হতে হয় রিয়ালকে। বাঁ-দিক থেকে ইসকোর দেয়া ক্রসে শূন্যে উঠে হেড করেছিলেন রদ্রিগেস, কিন্তু বল পোস্টে লেগে ফিরে যায়।
৫৬তম মিনিটে পাল্টা আক্রমণে বল নিয়ে ক্ষিপ্র দৌড়ে রিয়ালের ডি বক্সে ঢুকে পড়েন তেভেজ। কিন্তু পেছন থেকে তাকে দানি কারভাজল ফাউল করলে পেনাল্টি পায় জুভেন্টাস। তা থেকেই ফের দলকে এগিয়ে দেন তেভেজ।
৬৪তম মিনিটে আবারও সহজ সুযোগ নষ্ট করেন রোনালদো, বদলি নামা হ্যাভিয়ের হারনান্দেজের কোনাকুনি শটে গোলমুখ থেকে বলে পা লাগাতেই ব্যর্থ হন তিনি।
For add
For add
For add
For add
for Add