for Add
: ৩ মে ২০১৫, রবিবার, ১১:২৩:৪৮
নিজস্ব প্রতিবেদক: মৌসুমে পঞ্চম এবং রিয়ালের হয় ২৯তম হ্যাটট্রিক। একজন ফুটবলারের শ্রেষ্ঠত্ব মাপতে এর চেয়ে বেশি কিছু আর প্রয়োজন হয় না সম্ভবত। ক্রিশ্চিয়ানো রোনালদো এমনিতেই সেরা। সেই শ্রেষ্ঠত্ব আবারও দেখালেন সেভিয়ার মাঠে গিয়ে। যে দলটি ২০১৪ ফেব্রুয়ারি থেকে টানা ১৫ মান এবং ৩৫ ম্যাচ নিজেদের মাঠে অপরাজিত, নাটকীয় ম্যাচে তাদেরকেই রোনালদোর হ্যাটট্রিকে পরাজিত করে এলো রিয়াল মাদ্রিদ।
ক্রিশ্চিয়ানো রোনালদো যখন ফর্মে থাকেন তখন অনেক কঠিন কাজই সহজ হয়ে যায়। শনিবার রাতে আবারও জ্বলে উঠলেন সিআরসেভেন। হ্যাটট্রিক করলেন এই পর্তুগীজ মহাতারকা। রোনালদোর হ্যাটট্রিকের সুবাদেই সেভিয়াকে ৩-২ গোলে হারাল রিয়াল। এই জয়ে বার্সার সঙ্গে রিয়ালের দু’পয়েন্টের পার্থক্যই থাকলো। সে সঙ্গে লা লিগা জয়ের স্বপ্নও জিইয়ে রাখল রোনালদোরা।
পরপর দু’মিনিটে দুটো গোল করলেন রোনালদো। ৩৬ মিনিটে প্রথম গোল করে রিয়ালকে এগিয়ে দেন সিআরসেভেন। ৩৭ মিনিটে ফের গোল করেন তিনি। কিন্তু বিরতির আগেই অতিরিক্ত সময় কার্লোস বাক্কা গোল করে সেভিয়ার পক্ষে সমতা ফেরান।
বিরতির সময় ২-১ গোলে এগিয়ে ছিল রিয়াল। বিরতির পরেও রিয়ালের অধিপত্য দেখা গিয়েছে। ৬৮ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো। ৩-১ হয়ে যাওয়ার পরেও লড়াই থেকে পিছিয়ে আসেনি সেভিয়া। ৭৯ মিনিটে ইবোরা গোল করে দলের পক্ষে ব্যবধান কমান। শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।
For add
For add
For add
For add
for Add