for Add
: ২ মে ২০১৫, শনিবার, ১৯:০৬:৩৭
নিজস্ব প্রতিবেদক : শতাধিক দাবাড়ুর অংশ গ্রহনে গতকাল (শুক্রবার) রাজশাহীতে শুরু হয়েছে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা। জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম ভবনে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি শাহীন আকতার রেনি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সাহাব উদ্দিন শামীম, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি লিয়াকত আলী, ঢাকা গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সভাপতি আমির আলী রানা, বাংলাদেশ দাবা খেলোয়াড় সমিতির সভাপতি এনায়েত হোসেন ও সাধারণ সম্পাদক আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল প্রমুখ।
উদ্বোধনী দিনে আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল শাহিন বাদশাকে, মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ হাসিন শাদাব সৈকতকে, চার ফিদেমাস্টার যথাক্রমে সৈয়দ মাহফুজুর রহমান ইমন ইমামুল হককে, মেহেদী হাসান পরাগ শহীদুল ইসলামকে, ফাহাদ রহমান আকিব জাওয়াদকে ও দেবরাজ চ্যাটার্জি আবু আনসারীকে, দুই মহিলা ফিদেমাস্টার যথাক্রমে শারমিন সুলতানা শিরিন ভারতের শিনজিনি সেনগুপ্তাকে ও জাকিয়া সুলতানা আবদুল হামিদকে হারান। এছাড়া ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী শফিক আহমেদের সঙ্গে ড্র করেন।
৯ রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে ভারত ও স্বাগতিক বাংলাদেশের ১০৪ দাবাড়ু প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এদের মধ্যে একজন আন্তর্জাতিক মাস্টার, একজন মহিলা আন্তর্জাতিক মাস্টার, চারজন ফিদেমাস্টার, দুইজন মহিলা ফিদেমাস্টার এবং একজন ক্যান্ডিটেড মাস্টার রয়েছেন। রাজশাহী দাবা উন্নয়ন সংস্থা ও ঢাকার গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
দ্বিতীয় রাউন্ড শেষে টানা দুই জয় নিয়ে ২২ জন খলেোয়াড় পয়ন্টে টেবিলের র্শীষে আছেন। আজ (শনিবার) সকালে আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল প্রবীর সাহা চন্দ্রকে, মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ শফিক মোল্লাকে, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন এনামুল বাহারকে, মেহেদি হাসান পরাগ আইউব আলীকে, মোহাম্মদ ফাহাদ রহমান আকমল হোসেনকে ও দেবরাজ চ্যাটার্জি রবিউল ভূইয়াকে এবং মহিলা ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন শারমিন সিমিহা শিম্মিকে পরাজিত করেছেন। মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা নন রেটেডে সুব্রত বিশ্বাসের সঙ্গে ড্র করেছেন।
For add
For add
For add
For add
for Add