for Add
: ১৯ এপ্রিল ২০১৫, রবিবার, ৩:৫৯:৪০
নিজস্ব প্রতিবেদক: শিরোপা লড়াই ভালোই জমে উঠেছে স্প্যনিশ লা লিগায়। লিগে বাকি আর মাত্র ৬ ম্যাচ। অথ্যাৎ ৬ সপ্তাহ। তবুও লিগ শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না, যে কে জিতবে। আপাতত একে অপরকে টপকে যাওয়ায় আরও বেশি জমে উঠেছে লিগ।
তবে আপাত দৃষ্টিতে বার্সেলোনা এগিয়ে। ব্যবধান মাত্র দুই পয়েন্ট। পেছন পেছন ছুটছে রিয়াল মাদ্রিদ। শনিবার যেমন সেই ছোটার কাণ্ডটাই ঘটলো। মালাগাকে ৩-১ গোলে হারিয়ে বার্সার ওপর চাপ অব্যাহত রাখলো লজ ব্লাঙ্কোজরা।
ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতে থাকে রিয়াল। তবে খেলা শুরুর পর পরই ইনজুরিতে পড়ে গ্যারেথ বেলকে হারায় স্বাগতিকরা। বেলকে হারালেও দমে যায় রিয়াল। উল্টো আক্রমণ শানিয়ে গোল আদায় করে নে ২৪ মিনিটে।
এ সময় ফ্রি কিক পায় রিয়াল। শট নেন হামেস রদ্রিগেজ। ফ্রি কিক থেকে বল পেয়ে মালাগার জালে বল জড়ান সার্জিও রামোস। এ অবস্থায় প্রথমার্ধ শেষ হয়ে যায়। ৬৭ মিনিটে পেনাল্টি পায় রিয়াল। কিন্তু সাইডবারে মেরে গোলের সুবর্ন সুযোগটি মিস করেন রোনালদো। দ্বিতীয়ার্ধের প্রায় ২৪ মিনিট পর (৬৯ মিনিটে) নিজেই গোল করে ব্যবধান বাড়িয়ে দেন রদ্রিগেজ।
এর দুই মিনিট পরই এক গোল করে ব্যাবধান কমান মালাগার ফুটবলার হুয়ানমি। ২-১-এ যখন খেলা শেষ হওয়ার দিকে, তখনই পেনাল্টি মিস করাটা পুষিয়ে দিলেন রোনালদো। ৯০+২ মিনিটে হ্যাভিয়ের হার্নানেদেজের পাস থেকে বল পেয়ে খুব কাছে থেকে শট করে গোল করেন রোনালদো। এ নিয়ে লিগে তার গোলসংখ্যা দাঁড়ালো ৩৯টিতে। মেসির গোল ৩৫টি।
For add
For add
For add
For add
for Add