for Add
: ১৭ এপ্রিল ২০১৫, শুক্রবার, ১৮:৩৪:৩০
নিজস্ব প্রতিবেদক: সেঞ্চুরি করাই যেন ভূলে গিয়েছিলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে কাছাকাছি গিয়েও দেখা পেলেন না কাংখিত সেঞ্চুরিটির। আউট হয়েছিলেন ৯৫ রানে। অবশেষে আক্ষেপ ঘোচালেন তামিম ইকবাল। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই করে ফেললেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি।
অথচ, বেশ কয়েকটি ম্যাচ রান খরায় ভোগার কারণে সমালোচকদের পক্ষ থেকে জোর দাবি উছেছিল তাকে বাদ দেওয়ার। কিন্তু সমালোচকরা যে কোন যুক্তিছাড়াই সমালোচনা করেন, সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন তামিম। ১১২ বলে পৌঁছালেন সেঞ্চুরির মাইলফলকে। ১২টি বাউন্ডারি আর এর আগে ৭৫ বলে পৌঁছান হাফ সেঞ্চুরির ঘরে।
বিশ্বকাপের আগেই হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন তামিম ইকবাল। অস্ট্রেলিয়ায় গিয়ে শল্যাবীদ ডেভিড ইয়াংয়ের কাছে বাম হাঁটুতে অস্ত্রোপচারও করতে হয়েছিল তামিমকে। ইনজুরি থেকে সেরেই বিশ্বকাপের মত মঞ্চে নেমে পড়তে হয়েছিল তাকে। বিশ্বকাপে স্কটল্যান্ডের ৩১৮ রান তাড়া করে জেতা ম্যাচে তামিম করেছিলেন ৯৫ রান।
এরপর শেষ কয়েকটি ম্যাচ থেকেই রান খরায় ভুগছিলেন তিনি। বিশ্বকাপ শেষে বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএল) ব্যাট হাতে ব্যর্থ ছিলেন। দু’ম্যাচ খেলে দুটিতেই ১০ রান করে আউট হয়েছিলেন তিনি। এরপর ফতুল্লায় পাকিস্তানের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ। এই ম্যাচে করেছিলেন মাত্র ৯ রান। এ কারণেই মূলতঃ চারদিক থেকেই ধেয়ে আসছিল সমালোচনার তীর।
শেষ পর্যন্ত মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে সেঞ্চুরি করে সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন তামিম ইকবাল। হ্যারিস সোহেলের বল লং অনে ঠেলে দিয়ে অর্ধশতক পূর্ণ করেন তামিম ইকবাল। এরপর ৩৫তম ওভারে সাঈদ আজমলকে শট ফাইন লেগ দিয়ে সীমানাছাড়া করে পূরণ করেন সেঞ্চুরি। ১২টি বাউন্ডারি আর ২টি ছক্কায় সাজান সেঞ্চুরির ইনিংসটি।
For add
For add
For add
For add
for Add