for Add
: ১৩ এপ্রিল ২০১৫, সোমবার, ১:২২:০৩
নিজস্ব প্রতিবেদক: বোলার হরভজন মাঝে-মধ্যে ব্যাটসম্যানও হয়ে ওঠেন। আইপিএলেই বেশি দেখা যায় সেটা। এবার আবারও দেখা গেলো। বরং, হরভজনের বিধ্বংসী ইনিংসও হার বাঁচাতে পারেনি মুম্বাই ইনিয়ান্সের। কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে হার মানতে হয়েছে ১৮ রানের ব্যবধানে।
পাঞ্জাবের ১৭৭ রান তাড়া করতে নেমে মুম্বাইয়ের কোমর শুরুতেই ভেঙে দেয় মিচেল জনসনরা। স্কোরবোর্ডে ২৫ রান উঠতে না উঠতেই ৪ উইকেট পড়ে যায় মুম্বাইয়ের। মূলত ম্যাচটি ওখানেই শেষ হয়ে যায়। এরপর যা লড়াই করার একাই করেছেন হরভজন, পাশে ছিলেন সুচিথ।
পাঞ্জাবের স্কোর ১৫৯/৭ পর্যন্ত যেত না যদি হরভজন ২৪ বলে ৬৪ আর সুচিথ ২১ বলে ৩৪ রানের ইনিংস না খেলতেন। এছাড়া কাইরন পোলার্ড ২০ রান করেন ২১ বলে। মিচেল জনসন, অনুরিত সিং এবং অক্ষর প্যাটেল প্রত্যেকে নিয়েছেন ২টি করে উইকেট।
এরআগে টস হেরে ব্যাট করতে নামা পাঞ্জাবকে দারুন শুরু এনে দেন দু’ওপেনার বিরেন্দ্র শেবাগ এবং মুরালি বিজয়। ৬.৪ ওভারে পাঞ্জাবের স্কোরবোর্ডে ৬০ রান উঠে যায়। শেবাগ ১৯ বলে ছয় চার, এক ছক্কায় করেন ৩৬ রান। অপর ওপেনার বিজয়ের ব্যাট থেকে ৩৫ রান এসেছে ২৯ বলে।
শেষ পর্যন্ত পাঞ্জাব নির্ধারিত ২০ ওভারে ১৭৭/৫ রানের পুজি পায় অধিনায়ক জর্জ বেইলির সৌজন্যে। একটু রয়েসয়ে খেলা পাঞ্জাব অধিনায়ক এদিন ঝড়ই বইয়ে দিয়েছেন মাত্র ৩২ বলে ৬১ রানের ইনিংস খেলে। বাউন্ডারী মেরেছেন চারটি, ছক্কা তিনটি।
For add
For add
For add
For add
for Add