for Add
: ১০ এপ্রিল ২০১৫, শুক্রবার, ১৪:৩৪:৫৮
নিজস্ব প্রতিবেদক: রাতটা তার জন্য স্মরণীয় হয়ে থাকার কথা ছিল। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ৩০০তম গোলের মাইলস্টোন ছুঁয়েছেন, সেটা আবার মাত্র ২৮৮ ম্যাচ খেলেই। গোলের জন্য মরিয়া রিয়ালকে শুধু গোলই এনে দেননি, আরেকটি গোল করিয়ে জয়ও নিশ্চিত করে দিয়েছেন।
এমন কীর্তি গড়া ম্যাচের পর উচ্ছ্বসিত থাকার কথা ক্রিশ্চিয়ানো রোনালদোর। কিন্তু এমনটা হচ্ছে না। হলুদ কার্ড দেখায় পরের ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। শোনা যাচ্ছে, শাস্তি এখানেই থেমে থাকছে না। সিআর-সেভেনের জন্য অপেক্ষা করছে আরও বড় বিপদ।
গোলের পর রোনালদোর সেলিব্রেশন ভঙ্গি নিয়ে মাঝেমধ্যেই আলোচনা হয়। এবারও তাঁর সেলিব্রেশন ভঙ্গি ‘শোভন’ ছিল না। গোলের পর হাত আর মুখ নেড়ে নেড়ে কর্মকর্তাদের দিকে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন। স্প্যানিশ লা লিগার শৃঙ্খলারক্ষা কমিটি বিষয়টি খতিয়ে দেখতে পারে বলেই খবর।
গত জানুয়ারিতেই প্রতিপক্ষের এক ফুটবলারকে সরাসরি লাথি মারার অপরাধে দু-ম্যাচ বহিস্কার হয়েছিলেন। লিগের শেষলগ্নে এসে প্রতিটা ম্যাচই যেখানে রিয়ালের জন্য গুরুত্বপূর্ণ, সেখানে রোনালদোকে এক ম্যাচে না পাওয়টা বড় ফ্যাক্টর হতে পারে। গোদের উপর বিষফোড়ার মতো শাস্তিটা আরও বড় হলে আসল বিপদে পড়বে রিয়ালই।
রিয়াল বেশ সমস্যায় পড়ে গিয়েছে। শুধু রোনালদো নয়, নিষেধাজ্ঞার কারণে এইবারের বিপক্ষে পরের ম্যাচ খেলতে পারবেন না টনি ক্রুস আর সদ্য চোট থেকে ফেরা হামেশ রদ্রিগেজও। লিগে কোনও খেলোয়াড় পাঁচটি হলুদ কার্ড দেখলে এক ম্যাচ বহিস্কার হন। ক্রুস আর রদ্রিগেজ মেজাজ হারিয়ে এই ম্যাচে হলুদ কার্ড দেখেছেন।
For add
For add
For add
For add
for Add