for Add
: ৫ এপ্রিল ২০১৫, রবিবার, ২১:০৬:৩১
নিজস্ব প্রতিবেদক: খুশির বন্যা বইছে যেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে! আইপিএলের অস্টম আসরে খেলতে পারবেন সুনীল নারিন৷ কেকেআর-এর ‘রহস্যময় স্পিনার’নারিনকে বৈধ বোলিং অ্যাকশনের ছাড়পত্র দিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই৷
বুধবার ইডেন গার্ডেনের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ক্যারিবীয় অফ-স্পিনারকে খেলাতে নাইটদের সামনে আর কোন বাধা নেই। গত বছর চ্যাম্পিয়ন্স লিগ টি২০ চলার সময় নারিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ তোলে আম্পায়াররা। এমনকি ফাইনালেও তাকে খেলতে দেওয়া হয়নি।
এরপর দেশের জার্সিতেও নিজেকে সরিয়ে নেন ওয়েস্ট ইন্ডিজের এই তরুণ স্পিনার৷ বিশ্বকাপেও খেলেননি তিনি৷ আইসিসি’র ছাড়পত্র পেলেও বিসিসিআই-এর সবুজসংকেত না-মেলায় আইপিএল এইটে নারিনের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল৷
কিন্তু গত বৃহস্পতিবার চেন্নাইয়ের রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ে কেকেআর স্পিনারের বোলিং অ্যাকশন টেস্ট হয়৷ ভারতের সাবেক পেসার তথা আইসিসি’র ম্যাচ-রেফারি জাভাগল শ্রীনাথের তত্বাবধানে বোলিং অ্যাকশন পরীক্ষা দেন নারিন৷ শ্রীনাথ ছাড়াও এই কমিটিতে ছিলেন ভারতের দুই সাবেক আম্পায়ার এস বেঙ্কটরাঘাবন এবং এভি জয়প্রকাশ৷ রোববার বোর্ডকে রিপোর্ট জমা দেন শ্রীনাথের কমিটি৷ রিপোর্টে নারিনের বোলিং অ্যাকশনকে বৈধ্য অ্যাখ্যা দিয়ে আইপিএল এইটে খেলার অনুমতি দেওয়া হয়৷
বোর্ড সচিব অনুরাগ ঠাকুর জানান, ‘নারিন আইপিএল এইটে খেলবে৷ এটা ভালো খবর৷ বোর্ডের কমিটি নারিনকে ছাড়পত্র দিয়েছে৷ ৮ তারিখ ইডেনে কলকাতা নাইটরাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচেই খেলতে পারবে নারিন৷ আশা করি টুর্নামেন্টের শুরুটা দারুণ হবে।’
For add
For add
For add
For add
for Add