for Add
: ৫ এপ্রিল ২০১৫, রবিবার, ২০:৩৫:৪৯
নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের পর মাশরাফিদের সংবর্ধনা দেয়ার একটা পরিকল্পনা আগে থেকেই ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। কিন্তু মেলবোর্নে ফাইনালের পর বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া এবং বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারদের কিছু সিদ্ধান্ত নিয়ে তোলপাড় ক্রিকেট বিশ্ব। এর জের ধরে শেষ পর্যন্ত আইসিসি’র সভাপতি পদ পর্যন্ত ছেড়ে দেন বাংলাদেশের আ হ ম মুস্তফা কামাল।
এ নিয়ে নানা ঝড়-ঝাপটা সামলাতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)ও। যার ফলে বাংলাদেশের সাফল্য নিয়ে আনন্দ-উল্লাস করার সময়টাও করে তুলতে পারেনি দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। শেষ পর্যন্ত ফুরসত মিললো বিসিবির। বিশ্বকাপ ক্রিকেটে বীরদের আগামী ১১ এপ্রিল গণ সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
বিসিবি সূত্রে জানা যায়, ওই দিন মানিক মিয়া এভিনিউতে বিশাল মঞ্চে মাশরাফিদের ফুলের শুভেচ্ছা জানানো হবে। যেখানে দেশের ক্রিকেট ভক্তরা মিলে মিশে একাকার হয়ে শুভেচ্ছা জানাবেন ক্রিকেটারদের ।
উল্লেখ্য একই দিন বিসিএলের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা একদিন পিছানো হচ্ছে। পরিবর্তে অনুষ্ঠিত হবে ১২ এপ্রিল।
For add
For add
For add
For add
for Add