for Add
: ২ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার, ২১:৫৫:৪২
নিজস্ব প্রতিবেদক: এমন জন্মদিন আর কয়জন পালন করতে পেরেছে বলুন। মাইকেল ক্লার্ক কী সৌভাগ্যবান। যে কারও ঈর্ষা হতে পারে, তার ভাগ্য দেখলে। মাত্র তিনদিন আগে জিতেছেন বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসর, বিশ্বকাপ শিরোপা। দেশকে শিরোপাটি উপহার দিয়েছেন পঞ্চমবারেরমত। এর তিনদিন পরই কি না ৩৪তম জন্মদিন পালন করছেন সদ্য সাবেক হওয়া অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক। আজ (২ এপ্রিল) ছিল ক্লার্কের ৩৪তম জন্মদিন।’
বিশ্বকাপ জয় করেই ওয়ানডেকে গুডবাই জানিয়ে দিয়েছেন বিশ্বজয়ী অধিনায়ক। তবে, জন্মদিনটা নিশ্চয় বিশ্বজয়ের আনন্দ নিয়ে বেশ ঘটা করে পালন করেছেন তিনি। যতই ঘটা করে পালন করুক না কেন, ক্লার্কের মন কিন্তু বিষন্নই ছিল। জন্মদিনেও তিনি ভুলতে পারেননি ফিলিপ হিউজকে। জন্মদিনে যে, ছোট ভাই-সতীর্থের কাছ থেকে সব সময়ই উপহার পেতেন তিনি! এবার তো সেই ছোট ভাই’ই চলে গেছে না ফেরার দেশে।
তবু, ক্লার্কের ৩৪তম বসন্তে অনেক শুভেচ্ছা জানিয়েছেন তার বন্ধু, সতীর্থ এবং পরিবারের সদস্যরা। হয়েছে ঝমকালো পার্টি। দি ডেইলি স্পোর্টসের পক্ষ থেকেও, ‘হ্যাপি বার্থ ডে ক্লার্ক।’
For add
For add
For add
For add
for Add