for Add
: ২ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার, ২১:৩৩:৪১
নিজস্ব প্রতিবেদক: ১৯ মার্চ মেলবোর্নে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটিতে কোন অনিয়ম হয়েছে কি না বিষয়টি তদন্ত এবং বিশ্লেষণ করবে আইসিসি। বৃহস্পতিবার ঢাকা ফিরে এ তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
১৯ মার্চ ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে বেশ কিছু অনিয়মের ঘটনা ঘটে। যে ব্যাপারে পরদিনই আইসিসি আপত্তি জানিয়েছিল বিসিবি। সে পরিপ্রেক্ষিতেই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন বিসিবি প্রেসিডেন্টকে এই আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।
গত ১৯ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সেই ম্যাচে ভারতের কাছে ১০৯ রানে পরাজয় বরণ করে বাংলাদেশ। ম্যাচটিতে আম্পায়ারদের কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক ওঠে। বিশেষ করে ৪০তম ওভারে রুবেল হোসেনের একটি ফুলটস বলে ‘নো’ ডাকা নিয়ে সমালোচনার ঝড় ওঠে বাংলাদেশসহ পুরো ক্রিকেট বিশ্বে। এরপর মাহমুদুল্লাহ রিয়াদের আউট নিয়েও যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়। শিখর ধাওয়ানের পা বাউন্ডারি লাইন স্পর্শ করলেও আম্পায়ার তাতে নো ডাকেন।
এছাড়া মাঠের জায়ান্ট স্ক্রিনে বার বার জিতেগা ভাই জিতেগা, ইন্ডিয়া জিতেগা- দেখানো হচ্ছিল। এমনকি মাঠে স্পাইন ক্যামেরাও ব্যবহার করা হয়নি। এসব বিষয় সম্পর্কেই ম্যাচটি শেষ হওয়ার পর আইসিসিকে একটি চিঠি দেয় বিসিবি। প্রাথমিকভাবে এই চিঠিতে আইসিসি সাড়া দিয়েছে বলে জানান পাপন। তিনি জানান, ম্যাচটির প্রতিটি বল আইসিসি বিশ্লেষণ করে দেখবে বলে আশ্বাস দিয়েছেন রিচার্ডসন। বিশ্লেষের পর এর ফল বিসিবিকে জানানো হবে বলেও উল্লেখ করেন হাসান।
পাপন একই সঙ্গে বলেন, ‘ওই ম্যাচের আম্পায়ারিং নিয়েই শুধু প্রশ্ন তুলেছে বিসিবি, প্রতিপক্ষ ভারতকে নিয়ে নয়।’ একই সঙ্গে আইসিসি থেকে আ হ ম মুস্তফা কামালের পদত্যাগ দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।
For add
For add
For add
For add
for Add