for Add
: ৩০ মার্চ ২০১৫, সোমবার, ১৩:১৫:৫৬
নিজস্ব প্রতিবেদক: ইউরো ২০১৬ বাছাই পর্বে জর্জিয়াকে হারিয়ে দিল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। রবিবার জর্জিয়ার মাঠে গিয়ে স্বাগতিকদের ২-০ গোলে পরাস্ত করল জোয়াকিম লো’র দল। ৩৯ মিনিটে মার্কো রেউসের গোল দিয়ে খাতা খোলেন জার্মানরা। মারিও গোৎশের বাড়ানো বল থেকে গোল করেন বরুশিয়া ডর্টমুন্ডের উইঙ্গার রেউস।
৬ মিনিট পরই ওজিলের পাস থেকে (প্রথমার্ধের ইনজুরি টাইম) ম্যাচের দ্বিতীয় গোল থমাস মুলারের। বিশ্বকাপের পর এদিনই প্রথম দেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন বাস্তেইন সোয়েনস্টাইগার।
এদিনের জয়ের পর ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ডি’-তে থাকা জার্মানির অবস্থান এখনও দ্বিতীয় স্থানে। ছেলেদের পারফরম্যান্সে স্বভাবতই বেশ খুশি কোচ লো।
দিনের অন্য ম্যাচে শীর্ষে থাকা পোল্যান্ড ১-১ গোলে আয়ারল্যান্ডের সঙ্গে ড্র করেছে। ৫ ম্যাচে পোলিশদের পয়েন্ট ১১।
For add
For add
For add
For add
for Add