for Add
: ২৬ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১১:৫৭:৪৯
নিজস্ব প্রতিবেদক: ১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেদিন জিদান ভেল্কিতেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল রোনালদোরা। সেই ম্যাচের কথা এখনও মনে রেখেছেন তখনকার ব্রাজিল অধিনায়ক কার্লোস দুঙ্গা। ১৭ বছ পর সেই প্যারিসেই ফের ফ্রান্সের মুখোমুখি হতে যাচ্ছে দুঙ্গার অভিভাবকত্বে থাকা ব্রাজিল। বাংলাদেশ সময় আজ রাত ২টায় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন।
আগেরবার অধিনায়ক হলেও এবার অবশ্য কোচ হিসেবে প্যারিস যাচ্ছেন দুঙ্গা। ১৭ বছর আগের পুরোনো কথা মনে রয়েছে দুঙ্গার। ফ্রান্সকে হারিয়ে আজ পুরোনো জ্বালা মেটাতে চান ব্রাজিলের কোচ।
তবে করিম বেনজেমা ও অলিভিয়ার জিরুডরাও ভালো ছন্দে রয়েছেন। তাই পুরোনো স্মৃতি মাথায় থাকলেও বাস্তব দিকটাও সামনে রাখতে চাইছেন দুঙ্গা। যদিও ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী ব্রাজিল কোচ। দুঙ্গা বলেছেন, ‘কঠিন ম্যাচ। তবে ঠিকমতো নিজেদের মেলে ধরতে পারলে আমাদের না জেতার কোনও কারণ নেই।’
আজ নিজেকে মেলে ধরতে চান নেইমারও। এল ক্ল্যাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলেছিলেন ভালো। কিন্তু গোল পাননি। ক্ল্যাসিকোয় আশানুরূপ জ্বলে উঠতে না পারলেও জাতীয় দলের জার্সি গায়ে আজ নিজের সেরাটা ঢেলে দিতে চান নেইমার।
For add
For add
For add
For add
for Add