for Add

দক্ষিণ আফ্রিকা ২৮১, কিউইদের লক্ষ্য ২৯৮

209349.3

নিজস্ব প্রতিবেদক: বৃষ্টি আইনের অদ্ভুত নিয়ম। বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল দেড় ঘন্টা। পরে দু’দল থেকেই কমিয়ে আনা হল ৭ ওভার করে। ৪৩ ওভারে দক্ষিণ আফ্রিকা করল ২৮১ রান। কিন্তু ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডের সামনে এডজাস্টেবল টার্গেট দাঁড়াল ২৯৮ রান।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়। দ্রুত হাশিম আমলা আর কুইন্টন ডি ককের উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে দক্ষিণ আফ্রিকা। তবে সেখান থেকে প্রোটিয়াদের উদ্ধার করার প্রাথমিক কাজটি করেন ফ্যাফ ডু প্লেসিস আর রিলে রুশো। এ দু’জন ৮৩ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হয়ে রিলো রুশো আউট ওয়ার পরই ঝড় তোলেন এবি ডি ভিলিয়ার্স আর ডু প্লেসিস।

দীয় প্রথম ১০০ রান পূর্ণ করতে লেগেছিল ২৪.১ ওভার। পরের ১২ ওভারে হয়েছে আরও ১০০ রান। অথ্যাৎ ৩৬.১ ওভারেই ২০০ রান। শেষ পর্যন্ত বৃষ্টি আসার আগে ৩৮ ওভারে প্রোটিয়াদের রান গিয়ে দাঁড়াল ৩ উইকেটে ২১ তে।

209337তবে প্রায় দেড় ঘন্টা বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার পর আবার খেলা শুরু হয়। তবে ততক্ষণে ওভার কমিয়ে আনা হয়েছে দু’দলের জন্য ৭টি করে। অথ্যাৎ ৪৩ ওভার করে খেলার সুযোগ পাচ্ছে দু’দল। প্রোটিয়ারা ব্যাট করার সুযোগ পেলো মাত্র ৫ ওভার। তবে এই ৫ ওভারেই ৬৫ রান তুলল ডি ভিলিয়ার্সের দল।

খেলা শুরুর পরই আউট হন ডু প্লেসিস। এরপর মাঠে নামেন ডেভিড মিলার। নেমেই ঝড় তোলেন ১৮ বলে ৪৯ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রান দাঁড়ায় ৫ উইকেটে ২৮১।

টস জিতে ব্যাট করতে নেমেই দক্ষিণ আফ্রিকার চতুর্থ ওভারেই ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার ইনফর্ম ওপেনার হাশিম আমলা। ১৪ বলে ২টি বাউন্ডারিতে মাত্র ১০ রান করে ফিরে গেলেন আমলা।

ট্রেন্ট বোল্ডের দুর্দর্ষ বোলিং, কখনও ইনসুইঙ্গার, কখনও আউটসুইঙ্গার দিয়ে রীতিমত আতঙ্কের মধ্যে রেখেছেন প্রোটিয়া ব্যাটসম্যানরদের। হাশিম আমলাকে বোল্ড করার পর তুলে নিলেন আরেক ওপেনার কুইন্টন ডি করের উইকেটও। অষ্টম ওভারের পঞ্চম বলেই বোল্ট শট খেলতে প্রলুব্ধ করেন ডি কককে। তার ব্যাটের কানায় লেগে উঠে যাওয়া বলটি বাউন্ডারি লাইনে বাতালুবন্দী করতে মোটেও কষ্ট করতে হয়নি টিম সাউদিকে।

দ্রুত দুই উইকেট হারিয়ে এবং নিউজিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে একেবারে মন্থর গতির ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা। ফ্যাফ ডু প্লেসিস আর রিলে রুশোর মত বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিজে থাকার পরও রান উঠছে না স্কোর বোর্ডে। তবে ধীরে ধীরে দু’জন চেষ্টা করছেন একটি জুটি গড়ে 209335তোলার।

তবে ৮৩ রানের জুটি গড়ার পর কোরি এন্ডারসনের তোপের মুখে উইকেট দিতে বাধ্য হলেন রিলে রুশো। ভেঙে যায় গুরুত্বপূর্ণ একটি জুটি। ব্যাকওয়ার্ড পয়েন্টে রুশোর ক্যাচটি অসাধারণ দক্ষতায় তালুবন্দী করেন মার্টিন গাপটিল।

রিলে রুশের আউট যেন প্রোটিয়াদের জন্য শাপে বর হয়েই দেখা দিয়েছে। কারণ, উইকেটে নেমে রীতিমত ঝড় বইয়ে দিচ্ছেন এবি ডি ভিলিয়ার্স। সঙ্গে জ্বলে উঠেছে ডু প্লেসিসের ব্যাটও। যেখানে প্রথম দলীয় রান ১০০ রান পূর্ণ করতেই ২৪.১ ওভার লেগেছিল, সেখানে ২০০ রান পূর্ণ হয়েছে ৩৬.১ ওভারে। অথ্যাৎ পরের ১০০ রান পূর্ণ হতে লেগেছে মাত্র ১২ ওভার।

১০.২ ওভারে ইতিমধ্যে ৮৮ রানের জুটি গড়েছেন ডি ভিলিয়ার্স আর ডু প্লেসিস জুটি। তবে খেলা ৩৮ ওভার হওয়ার পরই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। এ রিপোর্ট লেখার সময় দক্ষিণ আফ্রিকার রান ৩ উইকেটে ২১৬। ফ্যাফ ডু প্লেসিস ৮২ রান এবং ডি ভিলিয়ার্স ব্যাট করছেন ৬০ রান নিয়ে।

সব সংবাদ

বিশ্বের প্রথম দল হিসেবে শততম হারের লজ্জা পেলো বাংলাদেশ সালাম মুর্শেদীকে ১৩ লাখ টাকা জরিমানা ফিফার শুক্রবার শুরু শেখ কামাল জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস জাতীয় বয়সভিত্তিক সাঁতার শনিবার শুরু মোহামেডানকে হারিয়ে কিংসের ট্রেবল জয় যুক্তরাষ্ট্রের কাছে হেরে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো উইকেটে না খেলাকে দুষলেন শান্ত শিরোপা লড়াইয়ে মোহামেডান ও বসুন্ধরা মুখোমুখি প্রস্তুত বাংলাদেশ, এবারও চোখ শিরোপায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল মঙ্গলবার দুপুরে বিশ্বকাপের দল ঘোষণা প্যারিসে শেষ রাতটা ভালো হলো না এমবাপের বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়ালো জিম্বাবুয়ে ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল মঙ্গলবার শুরু টাইগারদের দৃষ্টি জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ বসুন্ধরা কিংসের নতুন ইতিহাস জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টানা চতুর্থ জয় মোহামেডানকে হারালেই চ্যাম্পিয়ন কিংস ফুটবলারদের উজ্জীবিত করলেন মোহামেডান সভাপতি কাশ্মিরে অল্পের জন্য শিরোপা বঞ্চিত শরীফ র‌্যাংকিংয়ে হৃদয়-তাসকিন-মাহেদির উন্নতি সর্বোচ্চ চেষ্টা করেছি, তবুও পারিনি : এমবাপে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ চ্যাম্পিয়ন মোহামেডান আবার ফাইনালে বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল শেখ জামালের জন্মদিনে ক্রীড়া মন্ত্রীর ক্রীড়া সামগ্রী বিতরণ জিম্বাবুয়ে সিরিজের জন্য বিসিবির প্রাথমিক দল ঘোষণা  কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ইমরান ২০ বছর পর ক্রিকেটারদের কলতানে মুখর বঙ্গবন্ধু স্টেডিয়াম লালকার্ড নিয়ে মোহামেডানের খেলতে আপত্তি, আবাহনীকে বিজয়ী ঘোষণা বিশ্বকাপ খেলতে চীন যাচ্ছেন তিন আরচার বাংলাদেশের চাওয়া ফুটবল-হকি, আর্জেন্টিনার ক্রিকেট-কাবাডি কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ঘোষণা মোহামেডানের লিগ বর্জনের হুমকি জাতীয় দলে ফেরার জন্য তামিমের ইচ্ছা থাকতে হবে : শান্ত বার্সাকে খুন করেছে রেফারি বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ পাকিস্তানের মুশতাক নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের আম্পায়ার সেলিম লাকি দেশবাসীকে সাকিব-জ্যোতিদের ঈদ শুভেচ্ছা চ্যাম্পিয়ন্স কাপ থেকে মেসি-মিয়ামির বিদায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ এবাদতের দেশে দেশে তারকা খেলোয়াড়দের ঈদ জাভেদ অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশকে নাকাল করে আইসিসির মাসসেরা ক্রিকেটার মেন্ডিস ৪০ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো অ্যাথলেটিক ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা এমবাপ্পের গোলে ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজি টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ আর্জেন্টিনাই শীর্ষে অপরিবর্তিত ব্রাজিল, পিছিয়েছে বাংলাদেশ

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add