for Add

দক্ষিণ আফ্রিকা ২৮১, কিউইদের লক্ষ্য ২৯৮

209349.3

নিজস্ব প্রতিবেদক: বৃষ্টি আইনের অদ্ভুত নিয়ম। বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল দেড় ঘন্টা। পরে দু’দল থেকেই কমিয়ে আনা হল ৭ ওভার করে। ৪৩ ওভারে দক্ষিণ আফ্রিকা করল ২৮১ রান। কিন্তু ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডের সামনে এডজাস্টেবল টার্গেট দাঁড়াল ২৯৮ রান।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়। দ্রুত হাশিম আমলা আর কুইন্টন ডি ককের উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে দক্ষিণ আফ্রিকা। তবে সেখান থেকে প্রোটিয়াদের উদ্ধার করার প্রাথমিক কাজটি করেন ফ্যাফ ডু প্লেসিস আর রিলে রুশো। এ দু’জন ৮৩ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হয়ে রিলো রুশো আউট ওয়ার পরই ঝড় তোলেন এবি ডি ভিলিয়ার্স আর ডু প্লেসিস।

দীয় প্রথম ১০০ রান পূর্ণ করতে লেগেছিল ২৪.১ ওভার। পরের ১২ ওভারে হয়েছে আরও ১০০ রান। অথ্যাৎ ৩৬.১ ওভারেই ২০০ রান। শেষ পর্যন্ত বৃষ্টি আসার আগে ৩৮ ওভারে প্রোটিয়াদের রান গিয়ে দাঁড়াল ৩ উইকেটে ২১ তে।

209337তবে প্রায় দেড় ঘন্টা বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার পর আবার খেলা শুরু হয়। তবে ততক্ষণে ওভার কমিয়ে আনা হয়েছে দু’দলের জন্য ৭টি করে। অথ্যাৎ ৪৩ ওভার করে খেলার সুযোগ পাচ্ছে দু’দল। প্রোটিয়ারা ব্যাট করার সুযোগ পেলো মাত্র ৫ ওভার। তবে এই ৫ ওভারেই ৬৫ রান তুলল ডি ভিলিয়ার্সের দল।

খেলা শুরুর পরই আউট হন ডু প্লেসিস। এরপর মাঠে নামেন ডেভিড মিলার। নেমেই ঝড় তোলেন ১৮ বলে ৪৯ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রান দাঁড়ায় ৫ উইকেটে ২৮১।

টস জিতে ব্যাট করতে নেমেই দক্ষিণ আফ্রিকার চতুর্থ ওভারেই ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার ইনফর্ম ওপেনার হাশিম আমলা। ১৪ বলে ২টি বাউন্ডারিতে মাত্র ১০ রান করে ফিরে গেলেন আমলা।

ট্রেন্ট বোল্ডের দুর্দর্ষ বোলিং, কখনও ইনসুইঙ্গার, কখনও আউটসুইঙ্গার দিয়ে রীতিমত আতঙ্কের মধ্যে রেখেছেন প্রোটিয়া ব্যাটসম্যানরদের। হাশিম আমলাকে বোল্ড করার পর তুলে নিলেন আরেক ওপেনার কুইন্টন ডি করের উইকেটও। অষ্টম ওভারের পঞ্চম বলেই বোল্ট শট খেলতে প্রলুব্ধ করেন ডি কককে। তার ব্যাটের কানায় লেগে উঠে যাওয়া বলটি বাউন্ডারি লাইনে বাতালুবন্দী করতে মোটেও কষ্ট করতে হয়নি টিম সাউদিকে।

দ্রুত দুই উইকেট হারিয়ে এবং নিউজিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে একেবারে মন্থর গতির ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা। ফ্যাফ ডু প্লেসিস আর রিলে রুশোর মত বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিজে থাকার পরও রান উঠছে না স্কোর বোর্ডে। তবে ধীরে ধীরে দু’জন চেষ্টা করছেন একটি জুটি গড়ে 209335তোলার।

তবে ৮৩ রানের জুটি গড়ার পর কোরি এন্ডারসনের তোপের মুখে উইকেট দিতে বাধ্য হলেন রিলে রুশো। ভেঙে যায় গুরুত্বপূর্ণ একটি জুটি। ব্যাকওয়ার্ড পয়েন্টে রুশোর ক্যাচটি অসাধারণ দক্ষতায় তালুবন্দী করেন মার্টিন গাপটিল।

রিলে রুশের আউট যেন প্রোটিয়াদের জন্য শাপে বর হয়েই দেখা দিয়েছে। কারণ, উইকেটে নেমে রীতিমত ঝড় বইয়ে দিচ্ছেন এবি ডি ভিলিয়ার্স। সঙ্গে জ্বলে উঠেছে ডু প্লেসিসের ব্যাটও। যেখানে প্রথম দলীয় রান ১০০ রান পূর্ণ করতেই ২৪.১ ওভার লেগেছিল, সেখানে ২০০ রান পূর্ণ হয়েছে ৩৬.১ ওভারে। অথ্যাৎ পরের ১০০ রান পূর্ণ হতে লেগেছে মাত্র ১২ ওভার।

১০.২ ওভারে ইতিমধ্যে ৮৮ রানের জুটি গড়েছেন ডি ভিলিয়ার্স আর ডু প্লেসিস জুটি। তবে খেলা ৩৮ ওভার হওয়ার পরই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। এ রিপোর্ট লেখার সময় দক্ষিণ আফ্রিকার রান ৩ উইকেটে ২১৬। ফ্যাফ ডু প্লেসিস ৮২ রান এবং ডি ভিলিয়ার্স ব্যাট করছেন ৬০ রান নিয়ে।

সব সংবাদ

রনজিত দাস-এর আত্মজীবনী গ্রন্থ ‘ক্রীড়াঙ্গনের ফেলে আসা দিনগুলো’র প্রকাশনা উৎসব ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল ফাইনালে আবাহনীর প্রতিপক্ষ সেই কিংস মোহামেডানের কাছে আবারো হারলো বসুন্ধরা বর্ষসেরা ক্রীড়াবিদ মেহেদী হাসান মিরাজ পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ বসুন্ধরাকে হারিয়ে ফাইনালে আবাহনী বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২৪ অনিশ্চয়তায় একঝাঁক আর্চার ব্রোঞ্জের পর রৌপ্য জিতলেন সামিউল ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছে করে দ্রুততম মানব-মানবী ইসমাইল-শিরিন নীড়-ওয়াদিফার প্রশংসায় ক্রীড়া উপদেষ্টা ডেভেলপমেন্ট হকিতে বিকেএসপি চ্যাম্পিয়ন শিলংয়ে পৌঁছে বিশ্রামে জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীরা মোহামেডানের বিশেষ দায়িত্বে লোকমান হোসেন ভূঁইয়া রিয়াজুলকে সভাপতি ও গিয়াসকে সম্পাদক করে বরিশাল স্পোর্টিং ক্লাব গঠিত নারায়ণগঞ্জে নয়ানগর ইউনাইটেড চ্যাম্পিয়ন ঘটনাবহুল বছরে ব্যক্তিগত সাফল্য থাকলেও দলগত পারফরম্যান্স হতাশাজনক বাফুফেতে ফিরছেন সেই ছোটন কল্যান্দীতে সালমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু আইপিএলের দশ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড : নেই কোন বাংলাদেশী ক্রিকেটার জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ৩০ নভেম্বর আইপিএলের ইতিহাসে রেকর্ড দামে বিক্রি পান্ত লাল-সবুজ জার্সিতে অনিশ্চিত হামজা চ্যালেঞ্জ কাপ জিতে আরেকটি ইতিহাস কিংসের ঢাকায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ১৮ বছর পর এবার পঞ্চপাণ্ডব ছাড়া টিম বাংলাদেশ বিসিবি ঘোষিত পুরস্কারের অর্থ বুঝে পেলেন সাবিনারা জাকারিয়া পিন্টুকে শেষ বিদায় জানালো ক্রীড়াঙ্গন চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস জয় বিদায়ের আগ মুহূর্তে আবেগঘন পোস্ট কায়েসের গোল মিসের মহড়ায় মালদ্বীপের কাছে হার জানুয়ারিতে ঢাকায় আসছেন ফিফা প্রেসিডেন্ট বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু সাবিনাদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের ৮ গোল করে নতুন রেকর্ড চেলসির ট্রাম্পকে অভিনন্দন জানালেন ফিফা সভাপতি তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু ম্যাচের মাঝেই বজ্রপাত > এক ফুটবলারের মৃত্যু তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট আজ শুরু দাবিগুলো পূরণ করার চেষ্টা করব : প্রধান উপদেষ্টা আফগানিস্তান সিরিজে শান্তই অধিনায়ক শনিবার যমুনায় সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা একনজরে বিপিএলের দলগুলো সাকিবের দেশে আসা-যাওয়ায় কোন বাধা নেই : ক্রীড়া উপদেষ্টা জেনে নিন বাফুফে নির্বাচনে কে কোন পদে… ফুটবলপ্রিয় বন্ধুকে নিয়ে স্মরণ সভা ‘দিন যত যাচ্ছে ততই নির্বাচনের জন্য চাপ বাড়ছে’

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add