for Add

মেসির রেকর্ড হ্যাটট্রিকে শীর্ষে বার্সা

MESSIনিজস্ব প্রতিবেদক: ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে এতদিন শীর্ষে ছিলেন ২৩টি করে হ্যাটট্রিক নিয়ে। এবার রোনালদোকেই নয় শুধু, একই সঙ্গে তার দল রিয়াল মাদ্রিদকেও পেছনে ফেলে দিলেন লিওনেল মেসি। ন্যু ক্যাম্পে রায়ো ভায়োকানোর বিপক্ষে করলেন অসাধারণ এক হ্যাটট্রিক। সঙ্গে লুইস সুয়ারেজ করলেন জোড়া গোল। তাতেই প্রতিপক্ষকে উড়িয়ে দিল ৬-১ গোলের বিশাল ব্যবধানে।

আগের ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে রিয়ালের হার এবং ভিয়ারিয়ালকে গোলবন্যায় ভাসানোর কারণে ২৬ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ালো ৬২। আর রিয়ালের ৬১। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে এখন লজ ব্লাঙ্কোজরা।

রেকর্ড ২৪টি হ্যাটট্রিকসহ মেসির নামের পাশে এবার যোগ হলো মোট ৩২টি হ্যাটট্রিক। একইসঙ্গে ৩০ গোল করে মেসি ছুঁয়ে ফেলেছেন রোনালদোকেও।

শীর্ষে ওঠার হাতছানি নিয়ে রোববার ন্যু ক্যাম্পে ম্যাচের প্রথম মিনিট থেকেই মারমুখি বার্সেলোনা। নিষেধাজ্ঞার কারণে দলে ছিলেন না আক্রমণত্রয়ীর অন্যতম তারকা নেইমার; কিন্তু কোনো সমস্যাই হয়নি কাতালানদের।

শুরুতেই এগিয়েই যায় বার্সা। ৫ম মিনিটেই গোল আদায় করে নেয় বার্সা। জাভির বাড়ানো পাস থেকে গোল করেন সুয়ারেজ। প্রথমার্ধ শেষ হয় এ অবস্থাতেই।

MESSI 1দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে (৪৯ মিনিটে) ব্যবধান বাড়ায় বার্সেলোনা। ডি বক্সের ডান দিক থেকে দানি আলভেজের হেড পোস্টে লাগলে বল পেয়ে যান জেরার্ড পিকে, তা থেকে সহজেই ভিয়ারিয়ালের জালে বল জড়ান এই স্প্যানিশ ডিফেন্ডার।

পাঁচ মিনিট পর বড় ধাক্কা খায় ভায়োকানো। ডি বক্সের মধ্যে সুয়ারেজকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হন টিটো। আর পেনাল্টি পায় বার্সেলোনা এবং স্পট কিক থেকে প্রথম গোলটি করেন মেসি।

স্পটকিকে নেয়া মেসির প্রথম শটটা অবশ্য ঠেকিয়ে দিয়েছিলেন ভায়েকানো গোলরক্ষক। কিন্তু শট নেয়ার আগেই তাদের খেলোয়াড়রা ডি বক্সে ঢুকে পড়ায় সেটা বাতিল হয়ে যায়। ফলে আবারও শট নেয়ার সুযোগ পান আর্জেন্টাইন অধিনায়ক; তাতে আর ব্যর্থ হননি তিনি।

PIQEএরপর ৫ মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। দ্বিতীয় গোলে অবশ্য মূল ভুমিকা ছিল সুয়ারেজের। তার নেয়া কোনাকুনি শটটা ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন অতিথি গোলরক্ষক। কিন্তু ফিরতি বল মেসির পায়ে এসে পড়ে, তা থেকে বিনা বাধায় লক্ষ্যভেদ করেন তিনি।

প্রথমটি পেনাল্টি থেকে, দ্বিতীয় গোলটি কিছুটা সৌভাগ্যের; কিন্তু হ্যাটট্রিক পূরণের গোলটিতে দেখা মেলে সত্যিকারের মেসি জাদু। ডি বক্সে বল পেয়ে দুই ডিভেন্ডারকে ফাঁকি দিয়ে এগিয়ে আসা গোলরক্ষককেও কাটান টানা চারবারের বর্ষসেরা তারকা।

৮০তম মিনিটে অতিথি স্ট্রাইকার আলবার্তো বুয়েনোকে ফাউল করায় লাল কার্ড দেখেন বার্সেলোনার দানি আলভেজ। পেনাল্টি পায় ভায়োকানো, তা থেকে বুয়েনো নিজেই সান্ত্বনাসূচক গোলটি করেন।

আর যোগ করা সময়ে মেসির বাড়ানো বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন পুরো ম্যাচে দুর্দান্ত খেলা সুয়ারেজ। এই মৌসুমেই লিভারপুল থেকে আসা সুয়ারেসের লিগে এটা ষষ্ঠ গোল।

SUAREZ

সব সংবাদ

‘দিন যত যাচ্ছে ততই নির্বাচনের জন্য চাপ বাড়ছে’ নতুন লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ আদালতের নতুন রায়ে ‘দুঃস্বপ্ন ভাঙলো’ পগবার স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ রেকর্ড গড়ে বাংলাদেশকে হারালো ভারত নয় বছর পর বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা সাকিবকে নিরাপত্তা দেওয়া নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা এক পদে দুই মেয়াদের বেশি না থাকার নির্দেশনা ক্রীড়া উপদেষ্টার ক্রিকেটের দুই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা সাকিবের হামলার হুমকির পর কানপুর টেস্ট শুনছে মেঘের গর্জন বাংলাদেশের জার্সিতে খেললে ইংল্যান্ডের কোনো আপত্তি নেই জ্যোতিদের লক্ষ্য বিশ্বকাপ সেমিফাইনাল বাফুফে নির্বাচনে সভাপতি পদে লড়বেন তাবিথ আউয়াল ভারতের কাছে হারলো বাংলাদেশ সিরিয়ার কাছে ৪ গোলে হারলো বাংলাদেশ শেষ মুহূর্তে ভারতের কাছে হার ফিফা র‍্যাংকিং আরো পেছাল বাংলাদেশ তরফদারের প্রতিদ্বন্দ্বী কি তাহলে তাবিথ আউয়াল? ভারত আর পাকিস্তান দল কিন্তু এক নয় : সৌরভ গাঙ্গুলি মেসির চেয়েও সেরা হবেন ইয়ামাল! বাফুফে সভাপতি প্রার্থী তরফদার রুহুল আমিন ভারতে টেস্ট সিরিজ জয়ে আত্মবিশ্বাসী শান্ত ফিরেই জোড়া গোল করে ম্যাচসেরা মেসি পরিস্থিতি বিবেচনায় নির্বাচন করবেন না সালাউদ্দিন বর্তমান কমিটির বিলুপ্তি চান উশুর প্রতিষ্ঠাতারা লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড পেলেন দুলাল মাহমুদ বিশ্বের প্রথম দল হিসেবে শততম হারের লজ্জা পেলো বাংলাদেশ সালাম মুর্শেদীকে ১৩ লাখ টাকা জরিমানা ফিফার শুক্রবার শুরু শেখ কামাল জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস জাতীয় বয়সভিত্তিক সাঁতার শনিবার শুরু মোহামেডানকে হারিয়ে কিংসের ট্রেবল জয় যুক্তরাষ্ট্রের কাছে হেরে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো উইকেটে না খেলাকে দুষলেন শান্ত শিরোপা লড়াইয়ে মোহামেডান ও বসুন্ধরা মুখোমুখি প্রস্তুত বাংলাদেশ, এবারও চোখ শিরোপায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল মঙ্গলবার দুপুরে বিশ্বকাপের দল ঘোষণা প্যারিসে শেষ রাতটা ভালো হলো না এমবাপের বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়ালো জিম্বাবুয়ে ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল মঙ্গলবার শুরু টাইগারদের দৃষ্টি জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ বসুন্ধরা কিংসের নতুন ইতিহাস জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টানা চতুর্থ জয় মোহামেডানকে হারালেই চ্যাম্পিয়ন কিংস ফুটবলারদের উজ্জীবিত করলেন মোহামেডান সভাপতি কাশ্মিরে অল্পের জন্য শিরোপা বঞ্চিত শরীফ র‌্যাংকিংয়ে হৃদয়-তাসকিন-মাহেদির উন্নতি সর্বোচ্চ চেষ্টা করেছি, তবুও পারিনি : এমবাপে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ চ্যাম্পিয়ন মোহামেডান আবার ফাইনালে বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add