for Add
: ৮ মার্চ ২০১৫, রবিবার, ৯:১২:২৬
নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহে ড্র করেছে ভিয়ারিয়ালের কাছে। এবার ড্র নয়, পরাজয়ই বরণ করতে হলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। সান ম্যামেসে গিয়ে স্বাগতিক অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে রোনালদো-বেলদের হারতে হলো ১-০ গোলের ব্যবধানে।
দুই ম্যাচ থেকে ৫ পয়েন্ট হারিয়ে এখন শীর্ষস্থানই হারানোর পথে রিয়াল মাদ্রিদ। ২৬ ম্যাচ শেষে ৬১ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষেই তারা। তবে সেটা আজ হারিয়ে ফেলতে পারে তারা। কারণ, আজ রাতেই নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে রায়ো ভায়োকানোর মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। এ ম্যাচে জিতলেই কাতালানরা উঠে যাবে শীর্ষে। এ মুহূর্তে ২৫ ম্যাচে তাদের পয়েন্ট ৫৯।
অ্যাথলেটিকোর মাঠে সান ম্যামেসে ম্যাচের প্রথমার্ধে তো খুঁজেই পাওয়া যায়নি রিয়াল মাদ্রিদের ফুটবলারদের। পুরোটাই ছিল যেন অগোছালো। এরই সুযোগ নিয়ে গোল আদায় করে নেয় স্বাগতিকরা। ২৬তম মিনিটে মিডফিল্ডার মিকেল রিকোর ক্রসে দুর্দান্ত এক হেডে গোল করে স্বাগতিকদের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন আর্তিজ আদুরিজ।
পিছিয়ে পড়ার পর যেন সম্বিত ফিরে পায় রিয়াল মাদ্রিদ। এ সময় এসে আক্রমণের ধারও কিছুটা বাড়াতে সক্ষম হয় রোনালদো-বেলরা। কিন্তু প্রথমার্ধে সেটা কোন কাজেই আসেনি। বরং উল্টো শারিরীক প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার দোষে দু’দলের দু’জন করে চারজন দেখেন হলুদ কার্ড।
দ্বিতীয়ার্ধেও অ্যাথলেটিকোকে চাপে রাখে রিয়াল মাদ্রিদ। কিন্তু গোল আদায় করতে ব্যার্থ হয় তারা। খেলার ৬৫ মিনিটে একবার সমতায় ফেরার সুযোগ পেয়েও হারিয়ে ফেলে সেটা। ৭২ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে ব্যর্থ হন রোনালদো।
For add
For add
For add
For add
for Add