for Add

ব্রাদার্সকে হারিয়ে সেমিতে শেখ জামাল

Brothers(orange)--Vs---Sh-J

শেখ জামাল ২(৫) : ২(৪) ব্রাদার্স

নিজস্ব প্রতিবেদক: শ্বাসরূদ্ধকর ম্যাচে নির্ধারিত সময়ে কেউ কাউকে হারাতে পারেনি। পারেনি অতিরিক্ত সময়েও। শেষ পর্যন্ত সেমিফাইনালের দল নির্ধারণ করতে স্মরনাপন্ন হতে হয় টাইব্রেকার নাম ভাগ্য নির্ধারনীর। সেখানেও টান টান উত্তেজনা। প্রথম ৫ শটে নির্ধারিত হলো না বিজয়ী দল। শেষ পর্যন্ত সাডেন ডেথে ব্রাদার্স ইউনিয়নকে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এর আগে নির্ধারিত সময়ে খেলা অমিমাংসিত থাকে ২-২ গোলে।

অতিরিক্ত সময়ে গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। তাতেও ৪-৪ গোলের সমতায় থাকায় শেষ পর্যন্ত সাডেন ডেথে ফয়সালা হয়। ব্রাদার্সের হাবিব মিয়ার ব্যর্থতায় ওয়াডসনের গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ধানমন্ডির দলটি।

টাইব্রেকারে শেখ জামালের লিওনেল, নাসির, রায়হান ও ল্যান্ডিং গোল করলেও পারেননি কেবল ইয়াসিন। অন্যদিকে ব্রাদার্সের হয়ে গোল করেন ওয়ালসন, অ্যাডামস, জারমেইন এবং শফিকুল। তবে ব্যর্থ হন জিতু।

এরআগে নির্ধারিত সময়ের খেলায় ৪৫ মিনিটে লিওনেল এবং ৮৩ মিনিটে ল্যান্ডিং শেখ জামালের হয়ে গোল করেন। ব্রাদার্সের পক্ষে রাব্বি ৫১ ও অ্যাডামস ৫৬ মিনিটে গোল করেন।

সারামাঠ গোপীবাগের দলটি চষে বেড়ালেও শেষ হাসি হাসলো শেখ জামালই। উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড ও চট্টগ্রাম আবাহনী লিমিটেডের মধ্যেকার বিজয়ী দলের সঙ্গে আগামী রোববার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামাল প্রথম সেমিফাইনালে মোকাবেলা করবে।

কোচ নঈমউদ্দিনের দল ব্রাদার্স মাঠে বল গড়ানোর পর থেকেই চাপের মুখে ফেলে দেয় ধানমন্ডির দলটিকে। প্রথমার্ধের পুরো সময়ই দারুণ লড়াকু মেজাজে তারা একের পর এক গোলের উৎস তৈরি করে আসছিল; কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় কমলারঙের জার্সিধারিদের আর গোলের দেখা মিলছিল না।

প্রতিপক্ষ শেখ জামালও তাদের আক্রমণ অনেকটা দিশেহারা হয়ে উঠেছিল। আসলে কোচ মারুফের শিষ্যরা যেভাবে মাঠে খেলার কথা ছিল সেভাবে খেলতে না পারাতেই মূলত আকাশি-সাদার দল চাপের মুখে পড়ে যায়।

চতুর্থ মিনিটেই গোপীবাগের দল চমৎকার একটি আক্রমণ শানিয়েছিল। হাইতির ওয়ালসন গড়েছিলেন এ আক্রমণ। তার কাছ থেকে বল পেয়েও নিশানা খুঁজে পাননি রাব্বি। বার ঘেঁষে চলে যায় তার শট। এরপর সম্ভাব্য গোলের উৎস খুঁজে পেয়েছিল তারা ১৫তম মিনিটেও।

কিন্তু ক্যামেরুনের জারমেইনের শট গোলরক্ষক মাজহারুল ঝাপিয়ে পড়ে দলকে বিপদমুক্ত করেন। এভাবে একের পর এক ব্রাদার্স চাপের মুখে রাখলে প্রতিপক্ষ তেমনটা চড়াও হয়ে খেলতে পারেনি। তবে প্রথমার্ধের শেষ মিনিটে গোপীবাগের দলটির রক্ষণ দুর্বলতাকে কাজে লাগিয়ে গোল আদায় করে নেয় শেখ জামাল। রাজুর ক্রস থেকে গাম্বিয়ান ল্যান্ডিং বল দখলে নিয়ে এগিয়ে আসেন। আগুয়ান গোলরক্ষক বিপ্লবকে ফাঁকি দিয়ে ল্যান্ডিং বলটি পাস দেন হাইতির লিওনেলের কাছে। তার কাছ থেকে বল পেয়েই চটজলদি সেটা ব্রাদার্সের জালে জড়িয়ে দেন। দলকে এগিয়ে নেন ১-০ গোলের ব্যবধানে।

এক গোলের লিড নিয়ে দলনায়ক নাসির দ্বিতীয়ার্ধ শুরু করলেও ব্রাদার্স মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে লিড নিয়ে নেয়।

৫১ মিনিটে মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় রাব্বি শক্তিশালি শেখ জামালের রক্ষণভাগকে তছনছ করে গোল আদায় করেন এবং দলকে ১-১ গোলে সমতায় নিয়ে আসেন। তাকে রুখতে আসা মাজহারুলও ছিলেন বড় অসহায়।

৫৬ মিনিটে অধিনায়ক ইউসুফের দল নিচে চলে আসে। রাজন মিয়ার থ্রো থেকে প্রতিপক্ষের বিপদসীমানায় জটলার সৃষ্টি হলে উড়ন্ত বলে নাইজেরিয়ান অ্যাডামসের দর্শনীয় হেডে ব্রাদার্স ২-১ গোলে এগিয়ে যায়।

পিছিয়ে পড়ে হুশ ফেরে শেখ জামালের। ফলে গোল পরিশোধে মরিয়া হয়ে প্রতিপক্ষের ওপর চাপ সৃস্টি করতে থাকে। এক্ষেত্রে গোলরক্ষক বিপ্লব অবশ্য সম্ভাব্য বেশ কিছু গোলের উৎস ঠেকিয়ে অসাধারণভাবে দলকে বিপদমুক্ত করেন। তবে ৮২ মিনিটে শেষ রক্ষা করতে পারেননি। গাম্বিয়ান ল্যান্ডিং একক প্রচেষ্টায় গোল করে শেখ জামালকে ২-২ গোলে সমতায় ফিরিয়ে আনেন। এরআগে অবশ্য ৮০ মিনিটে আরোও একবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল গোপীবাগের দলটি। কিন্তু রাজন মিয়া ফাঁকা গোলপোষ্ট পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন।

শেখ জামাল : মাজহারুল, নাসির, লিংকন (কেষ্ট), ল্যান্ডিং, ওয়েডসন, জামাল, রাজু (মামুনুল), সোহেল রানা(রুবেল), ইয়াসিন, রায়হান, লিওনেল।

ব্রাদার্স : বিপ্লব, ইউসুফ, মনি, ওয়ালসন, কমল, রাজন (জিতু), জারমাইন, রাব্বি (হাবিব), সালাউদ্দিন, রনি, অ্যাডামস।

রেফারি : জালালউদ্দিন।

সব সংবাদ

রনজিত দাস-এর আত্মজীবনী গ্রন্থ ‘ক্রীড়াঙ্গনের ফেলে আসা দিনগুলো’র প্রকাশনা উৎসব ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল ফাইনালে আবাহনীর প্রতিপক্ষ সেই কিংস মোহামেডানের কাছে আবারো হারলো বসুন্ধরা বর্ষসেরা ক্রীড়াবিদ মেহেদী হাসান মিরাজ পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ বসুন্ধরাকে হারিয়ে ফাইনালে আবাহনী বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২৪ অনিশ্চয়তায় একঝাঁক আর্চার ব্রোঞ্জের পর রৌপ্য জিতলেন সামিউল ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছে করে দ্রুততম মানব-মানবী ইসমাইল-শিরিন নীড়-ওয়াদিফার প্রশংসায় ক্রীড়া উপদেষ্টা ডেভেলপমেন্ট হকিতে বিকেএসপি চ্যাম্পিয়ন শিলংয়ে পৌঁছে বিশ্রামে জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীরা মোহামেডানের বিশেষ দায়িত্বে লোকমান হোসেন ভূঁইয়া রিয়াজুলকে সভাপতি ও গিয়াসকে সম্পাদক করে বরিশাল স্পোর্টিং ক্লাব গঠিত নারায়ণগঞ্জে নয়ানগর ইউনাইটেড চ্যাম্পিয়ন ঘটনাবহুল বছরে ব্যক্তিগত সাফল্য থাকলেও দলগত পারফরম্যান্স হতাশাজনক বাফুফেতে ফিরছেন সেই ছোটন কল্যান্দীতে সালমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু আইপিএলের দশ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড : নেই কোন বাংলাদেশী ক্রিকেটার জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ৩০ নভেম্বর আইপিএলের ইতিহাসে রেকর্ড দামে বিক্রি পান্ত লাল-সবুজ জার্সিতে অনিশ্চিত হামজা চ্যালেঞ্জ কাপ জিতে আরেকটি ইতিহাস কিংসের ঢাকায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ১৮ বছর পর এবার পঞ্চপাণ্ডব ছাড়া টিম বাংলাদেশ বিসিবি ঘোষিত পুরস্কারের অর্থ বুঝে পেলেন সাবিনারা জাকারিয়া পিন্টুকে শেষ বিদায় জানালো ক্রীড়াঙ্গন চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস জয় বিদায়ের আগ মুহূর্তে আবেগঘন পোস্ট কায়েসের গোল মিসের মহড়ায় মালদ্বীপের কাছে হার জানুয়ারিতে ঢাকায় আসছেন ফিফা প্রেসিডেন্ট বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু সাবিনাদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের ৮ গোল করে নতুন রেকর্ড চেলসির ট্রাম্পকে অভিনন্দন জানালেন ফিফা সভাপতি তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু ম্যাচের মাঝেই বজ্রপাত > এক ফুটবলারের মৃত্যু তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট আজ শুরু দাবিগুলো পূরণ করার চেষ্টা করব : প্রধান উপদেষ্টা আফগানিস্তান সিরিজে শান্তই অধিনায়ক শনিবার যমুনায় সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা একনজরে বিপিএলের দলগুলো সাকিবের দেশে আসা-যাওয়ায় কোন বাধা নেই : ক্রীড়া উপদেষ্টা জেনে নিন বাফুফে নির্বাচনে কে কোন পদে… ফুটবলপ্রিয় বন্ধুকে নিয়ে স্মরণ সভা ‘দিন যত যাচ্ছে ততই নির্বাচনের জন্য চাপ বাড়ছে’

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add