for Add
: ১২ ফেব্রুয়ারি ২০১৫, বৃহস্পতিবার, ২৩:২৪:২৮
নিজস্ব প্রতিবেদক: শুরু হয়ে গেলো আনুষ্ঠানিকতা। ময়দানি লড়াইয়ের আগেই পর্দা উঠে গেলো ১১তম ক্রিকেট বিশ্বকাপের। দুই আয়োজক দেশ অস্ট্রেলিয়ার মেলবোর্ন আর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একযোগে হয়ে গেলো জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান।
চূড়ান্ত লড়াইয়ের বল মাঠে গড়াতে এখনও একদিন বাকি। ১৪ ফেব্র“য়ারি বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুরু হয়ে যাবে ব্যাট-বলের জমজমাট লড়াই। ঠিক চার বছর আগে এমনিভাবে বাংলাদেশে পর্দা উন্মোচিত হয়েছিল ১০ম বিশ্বকাপের।
মেলবোর্নের সিডনি মায়ার মিউজিক বোলে উদ্ধোধনি অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা দেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ওয়ালি অ্যাডওয়ার্ডস। এরপরই শুরু হয় আতশবাজি, নাচ-গান, আর নানা রকম ডিজিটাল অ্যান্ড ক্রিস্টাল ডিসপ্লে। এর মধ্যে আকষর্ণীয় ছিল রোবট আকৃতির বিশালাকার এক ব্যাটসম্যান। এবারের বিশ্বকাপের লোগোর আদলেই তৈরী করা হয়েছে এই দুরনিয়ন্ত্রিত ব্যাটসম্যানের প্রতিকৃতিটিকে। ধীরে ধীরে রান নেয়া, ছক্কা হাঁকানোসহ নানা রকম শটই খেলেছে এই ব্যাটসম্যান।
রথী-মহারথীদের মিলনমেলায় সুরের মূর্ছনায় মোহাবিষ্ট করেন পপতারকা জেসিকা হিলডা মাওবো, টিনা এরেনাসহ আরও অনেকেই। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হয় অংশগ্রহণকারী দেশগুলোর সাংস্কৃতিক বৈচিত্র্য। ছিল অংশগ্রহনকারী প্রতিটি দেশের ওপর আলাদা আলাদা পরিবেশনা। বাংলাদেশের অংশে ছিল ‘চলো বাংলাদেশ’ গানটি নিয়ে কলাকুশলিদের অপূর্ব পরিবেশনা। এরপর লাল-নীল-সবুজ-বেগুনি অজস্র আলোর ঝলকানি আর আতশবাজির খেলা। মেলবোর্নের আকাশ যেন মুহূর্তেই আলোকিত হয়ে উঠেছিল এ সময়।
উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণই ছিল অংশগ্রহণকারী ১৪টি দেশের ক্রিকেটাররা। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান খেলোয়াড়রাও। প্রতিটি দেশের মার্চ পাস্টে অংশগ্রহণ এবং অধিনায়কদের একসঙ্গে ছবি তোলাও ছিল উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
মেলবোর্নেল আগেই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে কিউইরা আনুষ্ঠানিক উদ্বোধন করে বিশ্বকাপের। ওই অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি রিচার্ড হ্যাডলি, স্টিভেন ফ্লেমিং এবং বর্তমান অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
ছিল নিউজিল্যান্ডের ইতিহাস-ঐতিহ্যের উপস্থাপনা। কিংবদন্তি সব কিউই ক্রিকেটারদের অংশগ্রহণে একটি বিশেষ ভিডিও ফুটেজ দেখানো হয় পর্দায়। সংগীত পরিবেশন করেন সোল থ্রি মায়ো (নিউজিল্যান্ডের গায়ক-ত্রয়ী), জিনি ব্ল্যাকমোর, হেইলে ওয়েস্টেনসহ নানা তারকা শিল্পীরা। সঙ্গে ঝলমলে আতশবাজির খেলা তো ছিলই।
১৪ ফেব্রুয়ারি উদ্ধোধনী দিনে ম্যাচ অনুষ্ঠিত হবে দুটি। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মুখোমুখি হবে শ্রীলংকা ও নিউজিল্যান্ড। একইদিন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
For add
For add
For add
For add
for Add