for Add

বিশ্বকাপের ঝলমলে উদ্বোধন

205539.3নিজস্ব প্রতিবেদক: শুরু হয়ে গেলো আনুষ্ঠানিকতা। ময়দানি লড়াইয়ের আগেই পর্দা উঠে গেলো ১১তম ক্রিকেট বিশ্বকাপের। দুই আয়োজক দেশ অস্ট্রেলিয়ার মেলবোর্ন আর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একযোগে হয়ে গেলো জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান।

চূড়ান্ত লড়াইয়ের বল মাঠে গড়াতে এখনও একদিন বাকি। ১৪ ফেব্র“য়ারি বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুরু হয়ে যাবে ব্যাট-বলের জমজমাট লড়াই। ঠিক চার বছর আগে এমনিভাবে বাংলাদেশে পর্দা উন্মোচিত হয়েছিল ১০ম বিশ্বকাপের।

মেলবোর্নের সিডনি মায়ার মিউজিক বোলে উদ্ধোধনি অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা দেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ওয়ালি অ্যাডওয়ার্ডস। এরপরই শুরু হয় আতশবাজি, নাচ-গান, আর নানা রকম ডিজিটাল অ্যান্ড ক্রিস্টাল ডিসপ্লে। এর মধ্যে আকষর্ণীয় ছিল রোবট আকৃতির বিশালাকার এক ব্যাটসম্যান। এবারের বিশ্বকাপের লোগোর আদলেই তৈরী করা হয়েছে এই দুরনিয়ন্ত্রিত ব্যাটসম্যানের প্রতিকৃতিটিকে। ধীরে ধীরে রান নেয়া, ছক্কা হাঁকানোসহ নানা রকম শটই খেলেছে এই ব্যাটসম্যান।

205559.3রথী-মহারথীদের মিলনমেলায় সুরের মূর্ছনায় মোহাবিষ্ট করেন পপতারকা জেসিকা হিলডা মাওবো, টিনা এরেনাসহ আরও অনেকেই। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হয় অংশগ্রহণকারী দেশগুলোর সাংস্কৃতিক বৈচিত্র্য। ছিল অংশগ্রহনকারী প্রতিটি দেশের ওপর আলাদা আলাদা পরিবেশনা। বাংলাদেশের অংশে ছিল ‘চলো বাংলাদেশ’ গানটি নিয়ে কলাকুশলিদের অপূর্ব পরিবেশনা। এরপর লাল-নীল-সবুজ-বেগুনি অজস্র আলোর ঝলকানি আর আতশবাজির খেলা। মেলবোর্নের আকাশ যেন মুহূর্তেই আলোকিত হয়ে উঠেছিল এ সময়।

উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণই ছিল অংশগ্রহণকারী ১৪টি দেশের ক্রিকেটাররা। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান খেলোয়াড়রাও। প্রতিটি দেশের মার্চ পাস্টে অংশগ্রহণ এবং অধিনায়কদের একসঙ্গে ছবি তোলাও ছিল উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

205541.3মেলবোর্নেল আগেই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে কিউইরা আনুষ্ঠানিক উদ্বোধন করে বিশ্বকাপের। ওই অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি রিচার্ড হ্যাডলি, স্টিভেন ফ্লেমিং এবং বর্তমান অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

ছিল নিউজিল্যান্ডের ইতিহাস-ঐতিহ্যের উপস্থাপনা। কিংবদন্তি সব কিউই ক্রিকেটারদের অংশগ্রহণে একটি বিশেষ ভিডিও ফুটেজ দেখানো হয় পর্দায়। সংগীত পরিবেশন করেন সোল থ্রি মায়ো (নিউজিল্যান্ডের গায়ক-ত্রয়ী), জিনি ব্ল্যাকমোর, হেইলে ওয়েস্টেনসহ নানা তারকা শিল্পীরা। সঙ্গে ঝলমলে আতশবাজির খেলা তো ছিলই।

205529.3১৪ ফেব্রুয়ারি উদ্ধোধনী দিনে ম্যাচ অনুষ্ঠিত হবে দুটি। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মুখোমুখি হবে শ্রীলংকা ও নিউজিল্যান্ড। একইদিন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

205533.3

205537.3

205531.3

সব সংবাদ

বিশ্বের প্রথম দল হিসেবে শততম হারের লজ্জা পেলো বাংলাদেশ সালাম মুর্শেদীকে ১৩ লাখ টাকা জরিমানা ফিফার শুক্রবার শুরু শেখ কামাল জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস জাতীয় বয়সভিত্তিক সাঁতার শনিবার শুরু মোহামেডানকে হারিয়ে কিংসের ট্রেবল জয় যুক্তরাষ্ট্রের কাছে হেরে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো উইকেটে না খেলাকে দুষলেন শান্ত শিরোপা লড়াইয়ে মোহামেডান ও বসুন্ধরা মুখোমুখি প্রস্তুত বাংলাদেশ, এবারও চোখ শিরোপায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল মঙ্গলবার দুপুরে বিশ্বকাপের দল ঘোষণা প্যারিসে শেষ রাতটা ভালো হলো না এমবাপের বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়ালো জিম্বাবুয়ে ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল মঙ্গলবার শুরু টাইগারদের দৃষ্টি জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ বসুন্ধরা কিংসের নতুন ইতিহাস জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টানা চতুর্থ জয় মোহামেডানকে হারালেই চ্যাম্পিয়ন কিংস ফুটবলারদের উজ্জীবিত করলেন মোহামেডান সভাপতি কাশ্মিরে অল্পের জন্য শিরোপা বঞ্চিত শরীফ র‌্যাংকিংয়ে হৃদয়-তাসকিন-মাহেদির উন্নতি সর্বোচ্চ চেষ্টা করেছি, তবুও পারিনি : এমবাপে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ চ্যাম্পিয়ন মোহামেডান আবার ফাইনালে বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল শেখ জামালের জন্মদিনে ক্রীড়া মন্ত্রীর ক্রীড়া সামগ্রী বিতরণ জিম্বাবুয়ে সিরিজের জন্য বিসিবির প্রাথমিক দল ঘোষণা  কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ইমরান ২০ বছর পর ক্রিকেটারদের কলতানে মুখর বঙ্গবন্ধু স্টেডিয়াম লালকার্ড নিয়ে মোহামেডানের খেলতে আপত্তি, আবাহনীকে বিজয়ী ঘোষণা বিশ্বকাপ খেলতে চীন যাচ্ছেন তিন আরচার বাংলাদেশের চাওয়া ফুটবল-হকি, আর্জেন্টিনার ক্রিকেট-কাবাডি কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ঘোষণা মোহামেডানের লিগ বর্জনের হুমকি জাতীয় দলে ফেরার জন্য তামিমের ইচ্ছা থাকতে হবে : শান্ত বার্সাকে খুন করেছে রেফারি বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ পাকিস্তানের মুশতাক নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের আম্পায়ার সেলিম লাকি দেশবাসীকে সাকিব-জ্যোতিদের ঈদ শুভেচ্ছা চ্যাম্পিয়ন্স কাপ থেকে মেসি-মিয়ামির বিদায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ এবাদতের দেশে দেশে তারকা খেলোয়াড়দের ঈদ জাভেদ অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশকে নাকাল করে আইসিসির মাসসেরা ক্রিকেটার মেন্ডিস ৪০ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো অ্যাথলেটিক ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা এমবাপ্পের গোলে ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজি টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ আর্জেন্টিনাই শীর্ষে অপরিবর্তিত ব্রাজিল, পিছিয়েছে বাংলাদেশ

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add