for Add

এক নজরে বিশ্বকাপের সব দল

64786নিজস্ব প্রতিবেদক: শুরু হয়ে গেছে বিশ্বকাপের মহাযজ্ঞ। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ক্রিকেট বিশ্বকাপের ১১তম আসর। এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ১৪টি দল। দুই গ্র“পে ভাগ হয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে তারা। এরপর অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল।

এরই মধ্যে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে ফেলেছে অংশগ্রহণকারী দলগুলো। এবার দেখে নেওয়া যাক, এক নজওে বিশ্বকাপের ১৪ টি অংশগ্রহণকারী দেশের ১৫ সদস্যেল দলের তালিকা-

64682

আফগানিস্তান

মোহাম্মদ নবি (অধিনায়ক), নওরোজ মোগল, আজগর স্ট্যানিকজাই, সলিমুল্লাহ শেনওয়ারি, আফসার জাজাই (উইকেটরক্ষক), নাজিবুল্লাহ জাদরান, নাসির জামাল, মিরওয়াইস আশরাফ, গুলবাদিন নাইব, হামিদ হাসান, শাপুর জাদরান, দৌলত জাদরান, আফতাব আলম, জাবেদ আহমেদি ও উসমান ঘানি।

64713

অস্ট্রেলিয়া

মাইকেল ক্লার্ক (অধিনায়ক), জর্জ বেইলি (সহ-অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যারোন ফিঞ্চ, শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ, ব্র্যাড হাডিন (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মিশেল মার্শ, জেমস ফকনার, মিচেল জনসন, মিচেল স্টার্ক, জস হ্যাজলউড, প্যাট কামিন্স ও হ্যাভিয়ের দোহার্তি।

64681

বাংলাদেশ 

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, সৌম্য সরকার, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, রুবেল হোসেন, আরাফাত সানি ও তাইজুল ইসলাম।

64686

ইংল্যান্ড 

ইয়ন মর্গ্যান (অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, গ্যারি ব্যালান্স, ইয়ান বেল, রবি বোপারা, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, স্টিভেন ফিন, অ্যালেক্স হেলস, ক্রিস জরডান, জো রুট, জেমস টেলর, জেমস ট্রেডওয়েল ও ক্রিস ওকস।

64694

ভারত 

মহেন্দ্র ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার ও স্টুয়ার্ট বিনি।

64691

আয়ারল্যান্ড 

উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু বালবিরনি, পিটার কেইস, অ্যালেক্স কিউস্যাক, জর্জ ডকরেল, অ্যাড জয়েস, অ্যান্ড্রু ম্যাকব্রায়েন, জন মুনি, টিম মুরতাক, কেভিন ও ব্রায়েন, নেইল ও ব্রায়েন, পল স্টারলিং, স্টুয়ার্ট থমসন, গ্যারি উইলসন ও ক্রেইগ ইয়াং।

64692

নিউজিল্যান্ড

ব্রেন্ডন ম্যাককুলাম (অধিনায়ক), টেন্ট বোল্ট, গ্রান্ট এলিয়ট, টম লাথাম, মার্টিন গাপটিল, মিচেল ম্যাকক্লেগান, নাথান ম্যাককুলাম, কাইল মিলস, অ্যাডাম মিলনে, ড্যানিয়েল ভেট্টরি, কেন উইলিয়ামসন, কোরি অ্যান্ডারসন, টিম সাউদি, লুক রঞ্চি ও রস টেলর।

64688

পাকিস্তান

মিসবাহ উল হক (অধিনায়ক), আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, ইউনিস খান, হ্যারিস সোহেল, উমর আকমল, শোয়েব মাকসুদ, শহিদ আফ্রিদি, ইয়াসির শাহ, মোহাম্মদ ইরফান, জুনাইদ খান, এহসান আদিল, সোহেল খান ও ওয়াহাব রিয়াজ।

64693

স্কটল্যান্ড

প্রেস্টন মমসেন (অধিনায়ক), কাইল কোয়েৎজার, রিচি ব্যারিংটন, ফ্রেডেরিক কোলম্যান, ম্যাথিউ ক্রস (উইকেটরক্ষক), জশুয়া ডেভি, অ্যাল্যাসডার ইভান্স, হ্যামিশ গ্যার্ডিনার, মাজিদ হক, মাইকেল লেস্ক, ম্যাট ম্যাচান, ক্যালাম ম্যাক্লাওড, সাফিয়ান শরিফ, রবার্ট টেলর ও ইয়ান ওয়ার্ডল।

64689

দক্ষিণ আফ্রিকা

এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, কাইল অ্যাবট, ফারহান বেহারডিয়েন, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ফ্যাফ ডু প্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, মরনে মরকেল, ওয়েন পারনেল, অ্যারন ফাসিঙ্গো, ভারনন ফিল্যান্ডার, রিলে রশু ও ডেল স্টেইন।

64687

শ্রীলংকা

অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক), তিলকারত্মে দিলশান, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, লাহিরু থিরিমান্নে, দিনেশ চান্ডিমাল, দিমুথ করুণারত্মে, জীবন মেন্ডিস, থিসারা পেরেরা, সুরঙ্গা লাকমাল, লাসিথ মালিঙ্গা, ধামিকা প্রাসাদ, নুয়ান কুলাসেকারা, রঙ্গনা হেরাথ ও সচিত্র সেনানায়েকে।

203409

ওয়েস্ট ইন্ডিজ

জেসন হোল্ডার (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, সুলেমান বেন, ড্যারেন ব্রাভো, জোনাথন কার্টার, শেলডন কটরেল, ক্রিস গেইল, সুনীল নারিন, দিনেশ রামদিন, কেমার রোচ, আন্দ্রে রাসেল, ড্যারেন সামি, লেন্ডন সিমন্স, ডোয়াইন স্মিথ ও জেরোম টেলর।

64690

সংযুক্ত আরব আমিরাত

মোহাম্মদ তৌকির (অধিনায়ক), খুররম খান, স্বপ্নিল পাতিল, সাকলাইন হায়দার, আমজাদ জাভেদ, সাইমান আনোয়ার, আমজাদ আলি, নাসির আজিজ, রোহান মোস্তফা, মানজুলা গুরুজ, আন্দ্রি বেরেনজার, ফাহাদ আল হাশমি, মোহাম্মদ নাভেদ, কামরান শাহজাদ ও কৃষ্ণ করাত।

64684

জিম্বাবুয়ে

এলটন চিগম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেজিস চাকাভা, তেনদাই চাতারা, চামু চিবাবা, ক্রেইগ আরভিন, তাফাদজাওয়া কামুনগোজি, হ্যামিল্টন মাসাকাদজা, স্টুয়ার্ট মাতসেকেনেরি, সোলোমন মিয়ার, তাওয়ান্দা মুপারিয়া, তিনাশে পানিয়াঙ্গারা, ব্রেন্ডন টেলর, প্রসপার উতসেয়া ও শন উইলিয়ামস।

(সূত্র: আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের অফিসিয়াল ওয়েবসাইট)

সব সংবাদ

‘দিন যত যাচ্ছে ততই নির্বাচনের জন্য চাপ বাড়ছে’ নতুন লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ আদালতের নতুন রায়ে ‘দুঃস্বপ্ন ভাঙলো’ পগবার স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ রেকর্ড গড়ে বাংলাদেশকে হারালো ভারত নয় বছর পর বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা সাকিবকে নিরাপত্তা দেওয়া নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা এক পদে দুই মেয়াদের বেশি না থাকার নির্দেশনা ক্রীড়া উপদেষ্টার ক্রিকেটের দুই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা সাকিবের হামলার হুমকির পর কানপুর টেস্ট শুনছে মেঘের গর্জন বাংলাদেশের জার্সিতে খেললে ইংল্যান্ডের কোনো আপত্তি নেই জ্যোতিদের লক্ষ্য বিশ্বকাপ সেমিফাইনাল বাফুফে নির্বাচনে সভাপতি পদে লড়বেন তাবিথ আউয়াল ভারতের কাছে হারলো বাংলাদেশ সিরিয়ার কাছে ৪ গোলে হারলো বাংলাদেশ শেষ মুহূর্তে ভারতের কাছে হার ফিফা র‍্যাংকিং আরো পেছাল বাংলাদেশ তরফদারের প্রতিদ্বন্দ্বী কি তাহলে তাবিথ আউয়াল? ভারত আর পাকিস্তান দল কিন্তু এক নয় : সৌরভ গাঙ্গুলি মেসির চেয়েও সেরা হবেন ইয়ামাল! বাফুফে সভাপতি প্রার্থী তরফদার রুহুল আমিন ভারতে টেস্ট সিরিজ জয়ে আত্মবিশ্বাসী শান্ত ফিরেই জোড়া গোল করে ম্যাচসেরা মেসি পরিস্থিতি বিবেচনায় নির্বাচন করবেন না সালাউদ্দিন বর্তমান কমিটির বিলুপ্তি চান উশুর প্রতিষ্ঠাতারা লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড পেলেন দুলাল মাহমুদ বিশ্বের প্রথম দল হিসেবে শততম হারের লজ্জা পেলো বাংলাদেশ সালাম মুর্শেদীকে ১৩ লাখ টাকা জরিমানা ফিফার শুক্রবার শুরু শেখ কামাল জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস জাতীয় বয়সভিত্তিক সাঁতার শনিবার শুরু মোহামেডানকে হারিয়ে কিংসের ট্রেবল জয় যুক্তরাষ্ট্রের কাছে হেরে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো উইকেটে না খেলাকে দুষলেন শান্ত শিরোপা লড়াইয়ে মোহামেডান ও বসুন্ধরা মুখোমুখি প্রস্তুত বাংলাদেশ, এবারও চোখ শিরোপায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল মঙ্গলবার দুপুরে বিশ্বকাপের দল ঘোষণা প্যারিসে শেষ রাতটা ভালো হলো না এমবাপের বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়ালো জিম্বাবুয়ে ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল মঙ্গলবার শুরু টাইগারদের দৃষ্টি জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ বসুন্ধরা কিংসের নতুন ইতিহাস জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টানা চতুর্থ জয় মোহামেডানকে হারালেই চ্যাম্পিয়ন কিংস ফুটবলারদের উজ্জীবিত করলেন মোহামেডান সভাপতি কাশ্মিরে অল্পের জন্য শিরোপা বঞ্চিত শরীফ র‌্যাংকিংয়ে হৃদয়-তাসকিন-মাহেদির উন্নতি সর্বোচ্চ চেষ্টা করেছি, তবুও পারিনি : এমবাপে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ চ্যাম্পিয়ন মোহামেডান আবার ফাইনালে বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add