for Add
: ৩০ জানুয়ারি ২০১৫, শুক্রবার, ১৯:১৮:৩৮
নিজস্ব প্রতিবেদক: বৃষ্টির কল্যাণে শেষ ম্যাচ পর্যন্ত আশা টিকেছিল ভারতের। অস্ট্রেলিয়ার সাথে আগের ম্যাচটি বৃষ্টিতে বাতিল হওয়ায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলার সম্ভাবনা উঁকি দিচ্ছিল ভারতের সামনে। কিন্তু পার্থের ওয়াকা গ্রাউন্ডে লিগপর্বের শেষ ম্যাচে এসে ইংল্যান্ডের কাছে হেরে সে আশার গুড়ে বালি দিল ভারতীয়রা নিজেই।
ইংলিশদের সামনে মাত্র ২০০ রানে অলআউট হওয়ার পর অবশ্য বোলাররা ভালোই চেপে ধরেছিল। কিন্তু ইংলিশ ব্যাটসম্যান জেরোমে টেলরের অসাধারণ এক ইনিংসের সামনে মাত্র ৩ উইকেটে হার মানতে বাধ্য হলো ধোনি বাহিনী। হাতে বল বাকি ছিল আরও ১৯টি।
এই হারের ফলে কার্লটন ত্রিদেশীয় সিরিজে একটি ম্যাচও না জিতে বিদায় নিতে হলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। অথচ আর দুই সপ্তাহ পরই শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ।
শুক্রবার অলিখিত সেমিফাইনালেই ইংলিশদের মুখোমুখি হয়েছিল ভারত। আগামী ১ ফেব্রুয়ারী পার্থে ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ হবে স্বাগতিক অস্ট্রেলিয়া।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ২০০ রানেই অল আউট ভারত। অথচ ভারতের শুরুটা হয়েছিল আশা জাগানিয়াই। যে ওপেনারদের নিয়ে আগের পাঁচ ম্যাচে ভুগেছে ভারত, তারা এদিন ভালো সূচনাই এনে দেয় টিম ইন্ডিয়াকে। উদ্বোধনী জুটিতে ২০.১ ওভারে ৮৩ রান করার পর বিচ্ছিন্ন হন শিখর ধাওয়ান (৩৮)।
৭৩ রান করে আউট হন আজিঙ্কা রাহানে। একাদশতম ব্যাটসম্যান মোহাম্মদ সামির ব্যাট থেকে এসেছে তৃতীয় সর্বোচ্চ ২৫ রান। এছাড়া ভারতের আর কোন ব্যাটসম্যানই ভদ্রস্থ স্কোর গড়তে পারেনি। আম্বাতিরায়ডুর ১২ আর ধোনির ১৭ বাদ দিলে বাকি সবাই আউট হয়েছেন এক অঙ্কের ঘরেই।
ইংল্যান্ডের হয়ে স্টিফ ফিন ৩৬ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। দুটি করে উইকেট গেছে ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড ও মঈন আলির দখলে। একটি উইকেট পেয়েছেন জেমস অ্যান্ডারসন।
২০১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শুরুটাও ভালো হয়নি। দলীয় ১৪ রানে ইয়ান বেলকে (১০) ফেরান মোহিত শর্মা। ১৭ রান করে বিদায় নেন আরেক ওপেনার মইন আলীও। তবে জেমস টেইলর হাল ধরেন শক্ত হাতে। তবে ৬৬ রানের মধ্যে রুট (৩), মর্গান (২), বোপারাকে (৪) আউট করে ইংল্যান্ডকে চাপে ফেলে ভারত।
কিন্তু বাটলারকে সাথে করে দুর্দান্ত গতিতে আগান জেমস টেইলর। ষষ্ঠ উইকেট জুটিতে তারা করেন ১২৫ রান। জয় তখন ইংল্যান্ডের নাগালে। ম্যাচ সেরা টেইলর বিদায় হন ৮২ রান করে। বাটলার করেন ৬৭ রান। জয়ের আনুষ্ঠানিকতা সারেন ওয়াকস ও ব্রড। ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন স্টুয়ার্ট বিনি। মোহিত শর্মা দুটি, মোহাম্মদ সামি ও প্যাটেল নেন একটি করে উইকেট।
For add
For add
For add
For add
for Add