for Add
: ২৯ জানুয়ারি ২০১৫, বৃহস্পতিবার, ২০:০৬:০৪
নিজস্ব প্রতিবেদক: হারতে হারতে জয়ের কথাই যেন ভুলে গিয়েছিল শ্রীলংকা। তবে ৭ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে এসে সান্ত্বনার জয় পেলো অ্যাঞ্জেলো ম্যাথিউজ অ্যান্ড কোং। স্বাগতিক নিউজিল্যান্ডকে ৩৪ রানে হারিয়েছে শ্রীলংকা।
সাত ম্যাচের ওয়ানডে সিরিজ আগেই ৪-১ ব্যবধানে জিতে নিয়েছিল স্বাগতিক নিউজিল্যান্ড। বৃহস্পতিবার সিরিজের সপ্তম ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় দু’দল। বিশ্বকাপের আগে এই জয় নিশ্চিতভাবে অ্যাঞ্জেলো ম্যাথিউজ বাহিনীকে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলবে, সন্দেহ নেই।
ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে কুমার সাঙ্গাকারার ক্যারিয়ারের ২১তম ওয়ানডে শতক (১১৩*) ও তিলকারত্মে দিলশানের আত্মবিশ্বাসী ৮১ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করে লংকানরা। ব্লাক ক্যাপসদের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। দুই উইকেট নেন টিম সাউদি।
এরপর ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে কোনো রান যোগ না করতেই মার্টিন গাপটিলের উইকেট হারানোর পর ১১ রানে টম লাথাম ও ৪২ রানে রস টেলরকেও হারায় কিউইরা। শুরুর এই ধাক্কা শেষ পর্যন্ত আর কাটিয়ে উঠতে পারেনি নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের ৫৪ ও লুক রঞ্চির ৪৭ কেবলমাত্র অপেক্ষা বাড়িয়েছে শ্রীলঙ্কার। ৪৫.২ ওভারে নিউজিল্যান্ড অলআউট হয়েছে ২৫৩ রানে। হার ৩৪ রানের।
For add
For add
For add
For add
for Add