for Add
: ২৭ জানুয়ারি ২০১৫, মঙ্গলবার, ১৩:৪২:৩১
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সভাপতি, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের সাধারণ সম্পাদক এবং যমুনা টিভির স্পোটর্স এডিটর হাসান উল্লাহ খান রানা এবং বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সদস্য, সাবেক ক্রীড়াবিদ-ক্রীড়াসংগঠক এবং মহিলা ক্রিকেট কোচ পারভিন নাসিমা নাহার পুতুলের মা বেগম কামরুন নাহার আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)। মঙ্গলবার সকাল ৯টায়; ২৮ নতুন আরামবাগস্থ নিজ বাসভবনে বার্ধক্যজণিত রোগে মৃত্যু বরণ করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে আত্মীয়-স্বজন, পরিবার-পরিজনের সদস্যসহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তি ক্রীড়াসংগঠক-ক্রীড়াবিদ এবং মিডিয়ার সতীর্থরা প্রয়াতের বাসভবনে ছুটে আসেন। মৃত্যুকালে তিনি এক ছেলে এবং ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার নামাজে জানাজা মঙ্গলবার বাদ আসর আরামবাগ বালুর মাঠ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আজিমপুরস্থ গোরস্তানে তার স্বামী একেএম নূরুর রহমান খানের কবরে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন), বাংলাদেশ আরচারি ফেডারেশনসহ বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্বরা।
For add
For add
For add
For add
for Add