for Add
: ১৫ জানুয়ারি ২০১৫, বৃহস্পতিবার, ১৫:৩২:৪২
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু গোল্ডকাপের জমজমাট উদ্বোধন অনুষ্ঠিত হবে বিভাগীয় শহর সিলেটে। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।
২৯ জানুয়ারি পর্দা উম্মোচন হবে তৃতীয় বঙ্গবন্ধু গোল্ড কাপের। ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। আয়োজক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লক্ষ্য ছিল উদ্বোধন অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। কিন্তু সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে আয়োজকরা। বাফুফে সেক্রেটারি আবু নাঈম সোহাগ জানিয়েছেন, ‘ঢাকার পরিবর্তে সিলেটেই উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
আজ (বৃহস্পতিবার) ঢাকার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু গোল্ড কাপের লোগো উম্মোচন অনুষ্ঠান। একই সঙ্গে নির্ধারণ করা হয়েছে টুর্নামেন্টের সূচী।
বঙ্গবন্ধু গোল্ড কাপে অংশগ্রহণকারী ৬টি দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে থাকছে মালয়েশিয়া এবং শ্রীলংকা। ‘বি’ গ্রুপে থাকছে বাহরাইন, থাইল্যান্ড এবং সিঙ্গাপুর।
For add
For add
For add
For add
for Add