for Add
: ১৪ জানুয়ারি ২০১৫, বুধবার, ১২:১৪:৫৫
নিজস্ব প্রতিবেদক: সংখ্যাটা ১০০০। এতগুলো ম্যাচ জেতা হয়ে গেল রজার ফেদেরারের। সে সঙ্গে ৮৩তম খেতাবও। মিলোস রাওনিককে ৬-৪, ৬-৭(২), ৬-৪ গেমে হারিয়ে ব্রিসবেন ইন্টারন্যাশনাল খেতাব জিতলেন।
যে কৃতিত্ব এতদিন পর্যন্ত শুধুমাত্র ছিল জিমি কোনর্স (১২৫৩ ) এবং ইভান লেন্ডলের (১০৭১ )। এখন থেকে হাজার ম্যাচ জয়ী ক্লাবে নতুন অতিথি রাজা রজার। ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী সুইস তারকা রাওনিচের সার্ভিস ব্রেক করেন তৃতীয় গেমে। এর পর দ্বিতীয় সেটের শুরুর গেমেও রাওনিচের সার্ভিস ব্রেক করেন তিনি।
ম্যাচের শুরু থেকেই ফেদেরার ছিলেন ছন্দে। তৃতীয় সেটে চাপে পড়ে যান রাওনিচ। ২ঘণ্টা ১৩ মিনিট ধরে চলা যুদ্ধে ফেডেক্স চ্যাম্পিয়নশিপ পয়েন্ট পান রাওনিচের ডাবল ফল্ট থেকে।
ব্রিসবেনের গোটা স্টেডিয়াম ‘ফেডেরার ১০০০’ প্ল্যাকার্ডে ছেয়ে যায়। সঙ্গে সুইজারল্যান্ডের লাল-সাদা জাতীয় পতাকাও। এই জয়ের ফলে দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে অস্ট্রেলীয় ওপেনে খেলতে যাচ্ছেন ফেদেরার। ১৯ জানুয়ারি শুরু হচ্ছে অস্ট্রেলীয় ওপেন।
ম্যাচ জয়ের পর আপ্লুত ফেদেরার বলেন, ‘এই মুহূর্তটা আমার কাছে বিশেষ। আমি খুবই খুশি ১০০০তম ম্যাচটা জিততে পারলাম। এমন সুন্দর সমর্থকদের সামনে হাজারতম ম্যাচটা জিততে পেরে খুবই ভালো লাগছে। এই মুহূর্তটা কোনও দিনই ভুলতে পারব না।’
For add
For add
For add
For add
for Add