for Add
বিশেষ সংবাদদাতা : ২৪ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ২০:১৭:৪৯
বাছাই পর্ব দিয়ে গত ২০ অক্টোবর মাঠে গড়িয়েছে ফুটবল মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১০ দলের সঙ্গে বাছাই পর্ব থেকে যোগ দিয়েছে তিন দল। ১৩ দল নিয়ে চূড়ান্ত পর্ব শুরু হবে ২৭ অক্টোবর।
আজ (সোমবার) বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়েছে চূড়ান্ত পর্বের ড্র অনুষ্ঠান। ১৩ দল চার গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে। তিন গ্রুপে আছে তিনটি করে দল। এক গ্রুপে চারটি। চার দলের ‘বি’ গ্রুপে পড়েছে আবাহনী ও শেখ রাসেল।
অন্য দুই দল রহমতগঞ্জ ও বাংলাদেশ বিমানবাহিনী। বাংলাদেশ বিমানবাহনী দল বাছাইয়ের প্লে-অফে সোমবার হারিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে।
গ্রুপ পর্বের খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠবে কোয়ার্টার ফাইনালে। এরপর সেমিফাইনাল ও ফইনাল। ২৭ অক্টোবর উদ্বোধনী দিনে তিন ভেন্যুতেই খেলা হবে। জাতীয় দলের বিশ্বকাপ বাছাই এবং বসুন্ধরা কিংসের এএফসি কাপের ম্যাচের জন্য ৩ অক্টোবর গ্রুপপর্ব শেষ হওয়ার পর বিরতিতে যাবে স্বাধীনতা কাপ।
স্বাধীনতা কাপের গ্রুপিং
‘এ’ গ্রুপ : বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন।
‘বি’ গ্রুপ : আবাহনী লি., শেখ রাসেল ক্রীড়া চক্র, রহমতগঞ্জ, বিমানবাহিনী।
‘সি’ গ্রুপ : মোহামেডান এসসি লি., ফর্টিস ফুটবল ক্লাব, বাংলাদেশ সেনাবাহিনী।
‘ডি’ গ্রুপ : বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী, বাংলাদেশ নৌবাহিনী।
For add
For add
For add
For add
for Add