for Add
নিজস্ব প্রতিবেদক : ১৯ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ২৩:৪৪:২৬
বাংলাদেশ নৌবাহিনীর আধ্যিপত্যের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শেষ হলো ম্যাক্স গ্রুপ ৩২তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা।
এ প্রতিযোগিতায় নৌবাহিনী ৩৫টি স্বর্ণ, ২৪টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জ পদক পেয়ে প্রথম এবং ৮টি স্বর্ণ, ১৭টি রৌপ্য ও ১৮টি ব্রোঞ্জ পদক পেয়ে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া ১টি রৌপ্য ও ৯ টি ব্রোঞ্জ পদক নিয়ে বিকেএসপি তৃতীয় এবং ১টি ব্রোঞ্জ পদক পেয়ে চতুর্থ স্থান হয়েছে বাংলাদেশ পুলিশ।
ওয়াটারপোলো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এতে বাংলাদেশ নৌবাহিনী দ্বিতীয় এবং বাংলাদেশ পুলিশ তৃতীয় হয়েছে।
প্রতিযোগিতায় তিনটি নতুন জাতীয় রেকর্ড গড়ার মাধ্যমে সেরা পুরুষ সাঁতারু নির্বাচিত হয়েছেন নৌবাহিনীর সামিউল ইসলাম। আর সেরা নারী সাঁতারু নির্বাচিত হয়েছেন একই বাহিনীর সোনিয়া আক্তার।
আজ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহসভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ।
For add
For add
For add
For add
for Add