for Add
স্পোর্টস ডেস্ক : ১৪ আগস্ট ২০২৩, সোমবার, ২১:২৭:৫৯
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে একটি ফ্লাডলাইটে আগুন লাগায় দুই মিনিটের জন্য বন্ধ ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন পর্ব।
তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই মাঠের ঐ পাশ থেকে খেলোয়াড়রা সরে যায়।
এ ব্যাপারে বিসিবির গ্রাউন্ড কমিটির ম্যানেজার আব্দুল বাতেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
আজ (১৪ আগস্ট) সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ‘পূর্ব গ্যালারির ফ্লাডলাইটে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। কোন দূর্ঘটনা ঘটেনি। সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করছি আমরা। ফ্লাডলাইট পরিবর্তনের দরকার নেই।’
মেঘলা আবহাওয়ার কারণে ফ্লাডলাইটগুলো চালু করা হয়। ফ্লাডলাইটে আগুন লাগার মুহূর্তে ম্যাচের আবহে হওয়া অনুশীলনে ব্যাট করছিলেন মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে শুরু হয় রুদ্ধদ্বার অনুশীলন। গা গরমের পর ম্যাচের আবহে অনুশীলন শুরু করেন ক্রিকেটাররা। -বাসস
For add
For add
For add
For add
for Add