for Add

দলগত প্রচেষ্টার প্রশংসা করেছেন লিটন

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ৫৪৬ রানের বিশাল জয়ের পেছনে দলগত প্রচেষ্টাকে বড় করে দেখছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। এমন দুর্দান্ত জয়ের পেছনে দলের সকলের পারফরমেন্সের প্রশংসাও করেছেন তিনি। তার বিবেচনায় নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। সেই সাথে ক্রিকেট ইতিহাসে তৃতীয় ও এ শতাব্দীর সবচেয়ে বড় জয়ের নজির গড়েছে টাইগাররা।

লিটনের মতে এমন আধিপত্য বিস্তার করা জয়ের পর অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে এর চেয়ে বেশি কিছু চাওয়া সম্ভব নয়। ম্যাচ শেষে লিটন বলেন, ‘মাঝে মাঝে আবহাওয়া অসহনীয় ছিল এবং উইকেট সহজ ছিল না। প্রত্যেক ব্যাটারের কৃতিত্ব পাওয়া উচিত। সত্যি কথা বলতে, আমাদের বোলাররাও ভাল লাইন-লেন্থ বজায় রেখে বল করেছে। দলের জন্য এটি অনেক বড় অর্জন। অধিনায়ক হিসেবে আপনি এর থেকে বেশি কিছু চাইতে পারেন না।’

তিনি আরও বলেন, ‘শাস্ত ও জয়ের নৈপুন্যে বড় স্কোরের পরই ধারণা করেছিলাম প্রথম ইনিংসের স্কোরের উপর অনেক কিছু নির্ভর করবে। প্রতিপক্ষকে ১৫০এর নিচে গুটিয়ে দেয়ার পর পার্থক্য পরিষ্কার হয়ে যায়। কিন্তু এমন উইকেটে ব্যাট করা কঠিন ছিল। দ্বিতীয় ইনিংসেও আমাদের ব্যাটাররা নিজেদের সেরাটা দেখিয়েছে। আসলে এই কৃতিত্ব পুরো দলের। এটা সম্পূর্ণ দলগত প্রচেষ্টা।’

পেসারদের প্রশংসা করে লিটন জানান, পেসারদের পারফরমেন্স অন্যরকম আনন্দ দিয়েছে। ম্যাচে ১৪ উইকেট নেন বাংলাদেশের তিন পেসার এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

লিটন বলেন, ‘আমরা কখনও তিন পেসার নিয়ে খেলি না। কিন্তু উইকেটের আচরণে এবার তিন পেসার খেলার দাবী রাখে এবং আমরা সেটি করেছি। উইকেট পেসারদের অনেক বেশি সহায়ক ছিল এবং নিজেদের দায়িত্ব ভালভাবে পালন করেছে তারা।’ পেসারদের ভাল পারফরমেন্স করার পরও ঘরের মাঠে নিয়মিত পেস-বান্ধব উইকেট হবে না বলেই স্পস্ট জানিয়েছেন লিটন।

তিনি বলেন, ‘এটি সম্পূর্ণভাবে নির্ভর করবে আমরা কাদের বিপক্ষে খেলছি। বিষয়টা এমন নয়, আমরা শুধু স্পিন-বান্ধব উইকেট বা পেস-বান্ধব উইকেটে খেলবো। প্রতিপক্ষের শক্তিমত্তা বিবেচনায় উইকেট প্রস্তুত করা হবে। এটিকে হোম অ্যাডভান্টেজ বলে।’ বাংলাদেশের বোলিং আক্রমণ এখন আগের চেয়ে যথেষ্ট শক্তিশালী বলে মনে করেন লিটন।

তিনি বলেন, ‘আমাদের পাইপলাইনে চার/পাঁচজন পেসার আছে যারা যেকোন সময় সেরা একাদশে সুযোগ পেতে পারেন। আমাদের ভাল অফ-স্পিনার, বাঁ-হাতি স্পিনার আছে। এজন্য আমি বলবো, আমাদের বোলিং আক্রমণ এখন অনেক বেশি শক্তিশালী।’

লিটন বলেন, ‘হ্যাঁ, আমাদের ব্যাটিংয়ে একটা সমস্যা ছিল। আপনার টপ অর্ডার যদি পারফর্ম না করে, তাহলে টেস্ট ক্রিকেটে টিকে থাকা কঠিন। আমি খুশি, এই টেস্টে ব্যাটাররা পারফর্ম করেছে এবং নিজেদের সেরাটা দিয়েছে। তিনি আরও বলেন, ‘ক্যারিয়ারে মাত্র তৃতীয় টেস্ট খেললেও জাকির যথেষ্ট পরিপক্ক। একই কথা জয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা চাই তারা নিজের সেরাটা প্রদর্শন করুক, সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলুক। জাকির রান আউট না হলে বড় ইনিংস খেলতে পারতো। সে যেভাবে ব্যাটিং করেছে তাতে আমি খুশি।’

সাকিব আল হাসানের অনুপস্থিতি নিয়ে কথা বলা বন্ধ করার সময় এসেছে বলে মনে করেন লিটন। তার বিশ্বাস, কেউ খেলুক আর না খেলুক বাংলাদেশকে সামনে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, ‘বিষয়টি হলো, পাওয়া একাদশ নিয়েই আপনাকে খেলতে হবে। কে থাকবে, কে থাকবেনা তা নিয়ে চিন্তা করার সময় নেই। হয়তো দুই বা চার বছর পর এমন দিন আসবে যখন সাকিব থাকবে না। বাংলাদেশ দলকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা যে দলটা পেয়েছি এটিই বাংলাদেশের সেরা দল। তারা নিজেদের জায়গায় ভাল করেছে।’

টেস্টর দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন ব্যাটার নাজমুল হোসেন শান্ত। মোমিনুল হকের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন তিনি। এজন্য শান্তর প্রশংসাও করেছেন লিটন। তিনি জানান, অনুশীলন পদ্ধতি পরিবর্তনই তার ধারাবাহিক হবার পেছনে মূল রহস্য।

তিনি বলেন, ‘খুব বেশি হয়নি আমিও শান্তর মতো একই জায়গায় ছিলাম। আমি তার সাথে অনেক কথা বলেছিল। জানি না, এটি তাকে কতটা সাহায্য করেছে। আমি বিশ্বাস করি, সে তার অনুশীলনের পদ্ধতি পরিবর্তন করেছে এবং সে এখন অনেক বেশি গোছালো। অবশ্যই, আপনি যখন কিছু দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন তখন আপনি আপনার দুর্বলতা ও শক্তিমত্তা বুঝতে পারবেন।’ -বাসস

সব সংবাদ

১৮ বছর পর এবার পঞ্চপাণ্ডব ছাড়া টিম বাংলাদেশ বিসিবি ঘোষিত পুরস্কারের অর্থ বুঝে পেলেন সাবিনারা জাকারিয়া পিন্টুকে শেষ বিদায় জানালো ক্রীড়াঙ্গন চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস জয় বিদায়ের আগ মুহূর্তে আবেগঘন পোস্ট কায়েসের গোল মিসের মহড়ায় মালদ্বীপের কাছে হার জানুয়ারিতে ঢাকায় আসছেন ফিফা প্রেসিডেন্ট বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু সাবিনাদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের ৮ গোল করে নতুন রেকর্ড চেলসির ট্রাম্পকে অভিনন্দন জানালেন ফিফা সভাপতি তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু ম্যাচের মাঝেই বজ্রপাত > এক ফুটবলারের মৃত্যু তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট আজ শুরু দাবিগুলো পূরণ করার চেষ্টা করব : প্রধান উপদেষ্টা আফগানিস্তান সিরিজে শান্তই অধিনায়ক শনিবার যমুনায় সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা একনজরে বিপিএলের দলগুলো সাকিবের দেশে আসা-যাওয়ায় কোন বাধা নেই : ক্রীড়া উপদেষ্টা জেনে নিন বাফুফে নির্বাচনে কে কোন পদে… ফুটবলপ্রিয় বন্ধুকে নিয়ে স্মরণ সভা ‘দিন যত যাচ্ছে ততই নির্বাচনের জন্য চাপ বাড়ছে’ নতুন লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ আদালতের নতুন রায়ে ‘দুঃস্বপ্ন ভাঙলো’ পগবার স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ রেকর্ড গড়ে বাংলাদেশকে হারালো ভারত নয় বছর পর বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা সাকিবকে নিরাপত্তা দেওয়া নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা এক পদে দুই মেয়াদের বেশি না থাকার নির্দেশনা ক্রীড়া উপদেষ্টার ক্রিকেটের দুই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা সাকিবের হামলার হুমকির পর কানপুর টেস্ট শুনছে মেঘের গর্জন বাংলাদেশের জার্সিতে খেললে ইংল্যান্ডের কোনো আপত্তি নেই জ্যোতিদের লক্ষ্য বিশ্বকাপ সেমিফাইনাল বাফুফে নির্বাচনে সভাপতি পদে লড়বেন তাবিথ আউয়াল ভারতের কাছে হারলো বাংলাদেশ সিরিয়ার কাছে ৪ গোলে হারলো বাংলাদেশ শেষ মুহূর্তে ভারতের কাছে হার ফিফা র‍্যাংকিং আরো পেছাল বাংলাদেশ তরফদারের প্রতিদ্বন্দ্বী কি তাহলে তাবিথ আউয়াল? ভারত আর পাকিস্তান দল কিন্তু এক নয় : সৌরভ গাঙ্গুলি মেসির চেয়েও সেরা হবেন ইয়ামাল! বাফুফে সভাপতি প্রার্থী তরফদার রুহুল আমিন ভারতে টেস্ট সিরিজ জয়ে আত্মবিশ্বাসী শান্ত ফিরেই জোড়া গোল করে ম্যাচসেরা মেসি পরিস্থিতি বিবেচনায় নির্বাচন করবেন না সালাউদ্দিন বর্তমান কমিটির বিলুপ্তি চান উশুর প্রতিষ্ঠাতারা লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড পেলেন দুলাল মাহমুদ বিশ্বের প্রথম দল হিসেবে শততম হারের লজ্জা পেলো বাংলাদেশ সালাম মুর্শেদীকে ১৩ লাখ টাকা জরিমানা ফিফার

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add