for Add
স্পোর্টস ডেস্ক : ৯ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ১৭:৩২:৩৬
রুসলান মালিনোভস্কির দ্বিতীয়ার্ধের দুর্দান্ত গোলে চিরপ্রতিদ্বন্দ্বী মার্সেইর কাছে ২-১ গোলে পরাজিত হয়ে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় নিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই(পিএসজি)। ২০১১ সালের পর প্রথমবারের মতো ঘরের মাঠ স্তাদে ভেলোড্রোমে পিএসজিকে পরাজিত করলো মার্সেই। একইসাথে এই জয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ইগর টুডোরের দল।
৩১ মিনিটে স্পট কিক থেকে মার্সেইকে এগিয়ে দেন অ্যালেক্সিস সানচেজ। বিরতির ঠিক আগে সার্জিও রামোস পিএসজিকে সমতায় ফেরান। কিন্তু ইউক্রেনিয়ান মিডফিল্ডার মালিনোভস্কি ৫৭ মিনিটে আবারো স্বাগতিকদের এগিয়ে দেন। তার এই গোলেই ভেলোড্রোমে পিএসজিকে হারানোর দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়।
শেষ ২৭ বারের মোকাবেলায় মার্সেই মাত্র দু’বার জয়ী হয়েছে। বুধবার রাতে ম্যাচ শেষে মার্সেই অধিনায়ক ভ্যালেন্সি রনগিয়ার বলেছেন, ‘আমরা জানি দীর্ঘদিন ধরে আমাদের সমর্থকরা এই জয়ের জন্য অপেক্ষায় ছিল। তাদের সাথে জয়ের আনন্দ ভাগাভাগি করতে পেরে আমরা আনন্দিত।’
গত বছর নিসের কাছে শেষ ষোলতে পরাজিত হবার পর এনিয়ে দ্বিতীয়বারের মতো ১৪ বারের বিজয়ী পিএসজি ফরাসি কাপ থেকে একটু আগে ভাগেই বিদায় নিল। পিএসজি অধিনায়ক মারকুইনহোস বলেছেন, ‘আমরা শুরুতেই কিছু ভুল করেছিলাম যার খেসারত দিতে হয়েছে। এই পরাজয় আমাদের হতাশ করেছে। কারণ এটি চির প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কাপ ম্যাচ ছিল। আমরা জয় নিয়ে প্যারিসে ফিরতে চেয়েছিলাম। আমাদের আরো ভাল খেলা উচিৎ ছিল। কিন্তু এখন সব পিছনে ফেলে সামনে এগিয়ে যাবার চেষ্টা করতে হবে।’
পিএসজির বিদায়ে ইগর টুডোরের দল এখন ১৯৮৯ সালের পর প্রথমবার ও সব মিলিয়ে ১১ বারের মতো শিরোপা জয়ের পথে সুষ্পষ্ট ফেবারিট হয়ে উঠেছে। লিগ ওয়ানে রোববার ঘরের মাঠে নিসের কাছে ৩-১ গোলে পরাজিত হয়ে টেবিলের শীর্ষে থাকা পিএসজির থেকে আট পয়েন্ট পিছিয়ে গেছে দুই নম্বরে থাকা মার্সেই।
শুরুতেই নুনো মেনডেসজে রুখে দিয়ে মার্সেই গোলরক্ষক লোপেজ দলকে রক্ষা করেছেন। অন্যদিকে মাত্তেও গুয়েনডোজির শট দারুণ দক্ষতায় রুখে দেন পিএসজির গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা। মার্সেইর এগিয়ে যাবার পিছনে রামোসের অসাবধানতাকে দায়ী করা হয়েছে। ডি বক্সের মধ্যে চেনজিস আন্ডারকে ফাউলের অপরাধে পেনাল্টি উপহার পায় মার্সেই। স্পট কিক থেকে ডোনারুমাকে উল্টো দিকে পাঠিয়ে স্বাগতিকদের এগিয়ে দেন সানচেজ। ইন্টার মিলান থেকে মার্সেইতে যোগ দেবার প্রথম বছরেই এনিয়ে ১১তম গোল করলেন সানচেজ। লিওনেল মেসির ফ্রি-কিক ও নেইমারের একটি শট অল্পের জন্য পিএসজিকে সমতায় ফেরাতে পারেনি। প্রথমার্ধের স্টপেজ টাইমে নেইমারের কর্নার থেকে রামোসের হেডে সমতায় ফিরে সফরকারীরা। ৫৭ মিনিটে আটালান্টা থেকে ধারে খেলতে আসা মালিনোভস্কির বাম পায়ের জোড়ালো শটে আবারো এগিয়ে যায় মার্সেই। ইনজুরি টাইমে রামোসের একটি প্রচেষ্টা অফসাইডের কারণে সফল হয়নি।
এর আগে দিনের শুরুতে বর্তমান চ্যাম্পিয়ন নঁতে লিগ ওয়ানের তলানির দল অ্যাঞ্জার্সকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। নির্ধারিত সময়ের ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। লিলির বিরুদ্ধেও টাইব্রেকারে জয়ী হয়েছে লিঁও। নির্ধারিত সময়ে ম্যাচটি ২-২ গোলে ড্র ছিল। ইন-ফর্ম রেইমসকে ৩-১ গোলে পরাজিত করে শেষ আটে পৌঁছে গেছে। এছাড়াও শেষ আটে জায়গা করে নিয়েছে দ্বিতীয় টায়ারের ক্লাব রোডেজ, অ্যানেসি ও গ্রীনোবেল। -বাসস
For add
For add
For add
For add
for Add