for Add
স্পোর্টস ডেস্ক : ৮ জানুয়ারি ২০২৩, রবিবার, ১৬:১৪:৩৬
আগামী ২২ জানুয়ারি সৌদি আরবে অভিষেক হতে যাচ্ছে পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর। নতুন ক্লাব আল নসরের সাথে তার ট্রান্সফার চুক্তির সব বিষয় সম্পন্ন হওয়ার পর ক্লাব সূত্রে এ আভাস দেওয়া হয়েছে।
আল নসরের সমর্থকদের সামনে এ সপ্তাহেই রোনালদোকে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। রোনালদোকে দলে নিতে আল নসর ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার ভিনসেন্ট আবুবকরের সাথে চুক্তি বাতিল করেছে। সৌদি লিগের আইনানুযায়ী এক ক্লাবে সর্বোচ্চ আটজন বিদেশী খেলোয়াড় রেজিষ্ট্রেশনের অনুমতি আছে।
আগামী ২২ জানুয়ারি ঘরের মাঠে এত্তিফাকের বিপক্ষে রোনালদোর খেলার সম্ভাবনা রয়েছে। নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের এক সমর্থকের মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দুই ম্যাচ নিষিদ্ধ থাকার পর প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছেন সিআর সেভেন।
ক্লাব সূত্র জানিয়েছে ভিনসেন্ট আবুবকরের সাথে পারষ্পরিক সমঝোতার ভিত্তিতেই চুক্তি বাতিল করা হয়েছে। একইসাথে তাকে সব ধরনের আর্থিক ক্ষতিপূরণও দিয়ে দেয়া হযেছে। আল তায়েরের বিপক্ষে শুক্রবার আল নসরের ম্যাচের আগেই রোনালদোর রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে। সে কারণে আগামী ১৪ জানুয়ারি আল শাহাবের সাথে ম্যাচের মাধ্যমে দুই ম্যাচ নিষেধাজ্ঞা শেষ করে রোনালদো মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছেন।
৩০ বছর বয়সী আবুবকর আবারো ইউনাইটেডে ফিরে যাবেন কিনা সে বিষয়ে আল নসরের পক্ষ থেকে কিছু বলা হয়নি। ৩৭ বছর বয়সী রোনালদো প্রায় ২০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আল নসরে যোগ দিয়েছেন বলে জানা গেছে।- বাসস
For add
For add
For add
For add
for Add