for Add
বাসস : ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার, ২০:৫৩:২৯
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল থেকে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে বাংলাদেশ অধিনায়ক সাকিবের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পাঁজর এবং কাঁধের ইনজুরিতে ভুগছেন তিনি।
ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রতিপক্ষ পেসার উমরান মালিকের বাউন্সারের বল গিয়ে লাগে সাকিবের পাঁজরে। পরবর্তীতে করা এক্স-রে রিপোর্টে খারাপ কিছু ধরা না পড়ায় তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নেমেছিলেন সাকিব।
কিন্তু ব্যথা না কমায় বাধ্য হয়ে প্রথম টেস্টের অনুশীলন সেশন বাতিল করেন সাকিব।
চোট পাওয়া জায়গায় আজ আবারও আরেকটি স্ক্যান করেছেন সাকিব। চিকিৎসকরা তাকে জানিয়েছেন, সবকিছু ঠিক আছে। এরপর ২০ মিনিট ব্যাটিং অনুশীলন করেন সাকিব।
যদিও ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব প্রথম টেস্টে খেলবেন ও দলকে সামনে থেকে নেতৃত্ব দিবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।
তিনি বলেন, ‘আমরা এখনও তাকে পর্যবেক্ষণ করছি। আমরা বিকেলের পরে জানাতে পারবো। আমরা আশা করি, সে ভালো আছেন। এখনও পাঁজর এবং কাঁধের চোটের সাথে লড়াই করছেন। আশা করি খেলতে পারবে।’
সাকিবের খেলার সম্ভাবনা থাকলেও পুুরনো পিঠের ব্যথা থেকে পুরোপুরি সেরে উঠতে বিশ্রাম দেয়া হয়েছে পেসার তাসকিন আহমেদকে।
ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে খেলতে না পারলেও তৃতীয় ম্যাচে খেলেছেন তাসকিন। ম্যাচে যথেষ্ট ফিট ছিলেন না তিনি। শারীরিক অবস্থা বিবেচনায় প্রথম টেস্ট থেকে বাদ পড়েছেন তাসকিন।
ডোমিঙ্গো বলেন, ‘আমরা প্রথম টেস্টে তাসকিনকে নিয়ে ঝুঁকি নিচ্ছি না। কয়েকটি ইনজেকশন নেয়া বন্ধ করেছেন তিনি। চট্টগ্রামের এই কন্ডিশনে দেড় দিন বোলিং করানোটা তার জন্য ভালো নাও হতে পারে।’
For add
For add
For add
For add
for Add