for Add
নিজস্ব প্রতিবেদক : ৪ ডিসেম্বর ২০২১, শনিবার, ২৩:৪৯:০৩
মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারতের সবকটি উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন নিউ জিল্যান্ডের আজাজ প্যাটেল। তার জন্মস্থান মুম্বাইতে গড়লেন তিনি এই ইতিহাস।
তিনিসহ টেস্ট ক্রিকেটের ১৪৪ বছরের ইতিহাসে মাত্র ৩ জনের আছে এই কীর্তি। মজার ব্যাপার হলো তিনজনই স্পিনার।
১৯৫৬ সালে প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের জেমস চার্লস লেকার। ওই টেস্টে তিনি নিয়েছিলেন ১৯ উইকেট। তার ৪৩ বছর পর ঘরের মাঠ দিল্লিতে পাকিস্তানের বিপক্ষে একই কীর্তি গড়েছিলেন ভারতের অনিল কুম্বলে। কুম্বলের ২২ বছর পর ভারতের মাটিতে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন কিউই স্পিনার আজাজ।
চারটি স্পেলে ১০টি উইকেট নেন তিনি। তাতে ১০৯.৫ ওভারে ৩২৫ রানে অলআউট হয়ে যায় ভারত।
শুক্রবার সকালে প্রথম স্পেলে ২৪ ওভার বল করে ১০ মেডেনসহ ৫৭ রান দিয়ে নেন ৪টি উইকেট। দ্বিতীয় স্পেলে ৫ ওভার বল করে ১৬ রান দিয়ে কোনো উইকেট পাননি। আজ শনিবার সকালে প্রথম সেশনে তৃতীয় স্পেলে ৬ ওভার বল করে ১৬ রান দিয়ে নেন ২টি উইকেট। আর মধ্যাহ্ন বিরতির পর চতুর্থ স্পেলে ১২.৫ ওভার বল করে ২ মেডেনসহ ৩০ রান নিয়ে নেন ভারতের শেষ ৪টি উইকেট।
সব মিলিয়ে ৪৭.৫ ওভার বল করে ১২ মেডেনসহ ১১৯ রান দিয়ে ১০ উইকেট নেন আজাজ। চার্লস লেকার ৫১.২ ওভার বল করে ২৩ মেডেনসহ মাত্র ৫৩ রান দিয়ে নিয়েছিলেন ১০ উইকেট। আর কুম্বলে ২৬.৩ ওভার বল করে ৯ মেডেনসহ ৭৪ রান দিয়ে নিয়েছিলেন ১০ উইকেট। তার ঘূর্ণি জাদুতে ভর করে ২৩ টেস্ট পর পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল ভারত।
এর আগে সকালে ভারতের প্রথম ৬টি উইকেট নিয়ে ৩৩ বছর আগে ভারতের বিপক্ষে রিচার্ড হ্যাডলির করা রেকর্ড স্পর্শ করেন আজাজ। হ্যাডলি ১৯৮৮ সালে ভারতের প্রথম ৬টি উইকেটের ছয়টিই নিয়েছিলেন।
এরপর অবশ্য আজাজ পেছনে ফেলেন হ্যাডলিকে। অন্যান্যদের পেছনে ফেলে ছুঁয়ে ফেলেন ৮৮ বছর আগে করা চার্লস লেকারের অনন্য রেকর্ড। নাম লেখান এলিট ক্লাবে। যেখানে টেস্ট ক্রিকেটের দেড়’শ বছরের ইতিহাসে সদস্য মাত্র ৩ জন।
দিনটি হতে পারতো নিউ জিল্যান্ডের। কিন্তু আজাজ প্যাটেলের ১০ উইকেটের পরই ৬২ রানে অলআউট হওয়ার লজ্জায় পড়তে হলো কিউইদের।
মুম্বাই টেস্টে দ্বিতীয় দিন শেষে ভারত লিড নিয়েছে ৩৩২ রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার মাত্র ২১ ওভার ব্যাটিং করে ৬৯ রান তুলে ফেলে। মায়াঙ্ক আগারওয়াল ৩৮ ও চেতশ্বর পূজারা অপরাজিত আছেন ২৯ রানে। ২৬৩ রানে এগিয়ে থেকে তারা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছিল।
মায়াঙ্কের ১৫০ রানে ভর করে ভারত প্রথম ইনিংসে ৩২৫ রান করে। এ ছাড়া অক্ষর প্যাটেল ৫২ রান করেন। কিউই স্পিনার আজাজ একাই নেন ১০ উইকেট। তখনই বোঝা গেছে ভারতের অভিজ্ঞ স্পিনে ধস হতে পারে নিউ জিল্যান্ডের ব্যাটিংয়েও ঠিক তাই হলো। পুরো নিউ জিল্যান্ড দল এক মায়াঙ্কের রানের অর্ধেকও করতে পারেনি। তারা অলআউট হয়েছে ৬২ রানে। ভারতের বিপক্ষে যে কোনো টেস্ট দলের এটি সর্বনিম্ন রান। ভারতের মাটিতেও এর আগে কখনো এত কম রানে অলআউট হয়নি কোনো দল। টেস্ট ক্রিকেটে নিউ জিল্যান্ড সর্বনিম্ন ২৬ রানে অলআউট হয়েছিল ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে।
মাত্র ২৮.১ ওভারে অলআউট হয়ে যায় সফরকারীরা। ব্যাটিং করতে নামলে অবশ্য উইকেটের সূচনা করেন পেসার মোহাম্মদ সিরাজ। শুরুর তিনটি উইকেটই তিনি নিয়েছেন ওপেনার টম লাথাম ১০ ও উইল ইয়ং ৪ রানে সিরাজের শিকার হয়ে ফেরেন সাজঘরে। রস টেলরও ১ রানে আউট হয়েছেন সিরাজের আগুনঝরা বোলিংয়ে। এরপর শুরু হয় রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলদের রাজত্ব।
পেস আক্রমণে ১৭ রানে তিন উইকেট হারানোর পর স্পিন আক্রমণে আরও বেসামাল হয়ে ওঠে কিউইরা। মুড়ি-মুড়কির মতো পড়তে থাকে। শেষ পর্যন্ত থামে ৬২ রানে। দলের মাত্র দুজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর পেরোতে পেরেছেন। অধিনায়ক লাথাম ১০ ও কাইল জেমিসন ১৭ রান ছাড়া আর কেউ দুই অঙ্কের মুখ দেখেননি। অশ্বিন মাত্র ৮ ওভার বোলিং করে নেন সর্বোচ্চ ৪ উইকেট। এ ছাড়া সিরাজ ৩ ও অক্ষর নেন ২ উইকেট।
For add
For add
For add
For add
for Add