for Add

আজাজ প্যাটেল দশ উইকেটের পরই নিউজিল্যান্ডের লজ্জা

মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারতের সবকটি উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন নিউ জিল্যান্ডের আজাজ প্যাটেল। তার জন্মস্থান মুম্বাইতে গড়লেন তিনি এই ইতিহাস।

তিনিসহ টেস্ট ক্রিকেটের ১৪৪ বছরের ইতিহাসে মাত্র ৩ জনের আছে এই কীর্তি। মজার ব্যাপার হলো তিনজনই স্পিনার।

১৯৫৬ সালে প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের জেমস চার্লস লেকার। ওই টেস্টে তিনি নিয়েছিলেন ১৯ উইকেট। তার ৪৩ বছর পর ঘরের মাঠ দিল্লিতে পাকিস্তানের বিপক্ষে একই কীর্তি গড়েছিলেন ভারতের অনিল কুম্বলে। কুম্বলের ২২ বছর পর ভারতের মাটিতে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন কিউই স্পিনার আজাজ।

চারটি স্পেলে ১০টি উইকেট নেন তিনি। তাতে ১০৯.৫ ওভারে ৩২৫ রানে অলআউট হয়ে যায় ভারত।

শুক্রবার সকালে প্রথম স্পেলে ২৪ ওভার বল করে ১০ মেডেনসহ ৫৭ রান দিয়ে নেন ৪টি উইকেট। দ্বিতীয় স্পেলে ৫ ওভার বল করে ১৬ রান দিয়ে কোনো উইকেট পাননি। আজ শনিবার সকালে প্রথম সেশনে তৃতীয় স্পেলে ৬ ওভার বল করে ১৬ রান দিয়ে নেন ২টি উইকেট। আর মধ্যাহ্ন বিরতির পর চতুর্থ স্পেলে ১২.৫ ওভার বল করে ২ মেডেনসহ ৩০ রান নিয়ে নেন ভারতের শেষ ৪টি উইকেট।

সব মিলিয়ে ৪৭.৫ ওভার বল করে ১২ মেডেনসহ ১১৯ রান দিয়ে ১০ উইকেট নেন আজাজ। চার্লস লেকার ৫১.২ ওভার বল করে ২৩ মেডেনসহ মাত্র ৫৩ রান দিয়ে নিয়েছিলেন ১০ উইকেট। আর কুম্বলে ২৬.৩ ওভার বল করে ৯ মেডেনসহ ৭৪ রান দিয়ে নিয়েছিলেন ১০ উইকেট। তার ঘূর্ণি জাদুতে ভর করে ২৩ টেস্ট পর পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল ভারত।

এর আগে সকালে ভারতের প্রথম ৬টি উইকেট নিয়ে ৩৩ বছর আগে ভারতের বিপক্ষে রিচার্ড হ্যাডলির করা রেকর্ড স্পর্শ করেন আজাজ। হ্যাডলি ১৯৮৮ সালে ভারতের প্রথম ৬টি উইকেটের ছয়টিই নিয়েছিলেন।

এরপর অবশ্য আজাজ পেছনে ফেলেন হ্যাডলিকে। অন্যান্যদের পেছনে ফেলে ছুঁয়ে ফেলেন ৮৮ বছর আগে করা চার্লস লেকারের অনন্য রেকর্ড। নাম লেখান এলিট ক্লাবে। যেখানে টেস্ট ক্রিকেটের দেড়’শ বছরের ইতিহাসে সদস্য মাত্র ৩ জন।

দিনটি হতে পারতো নিউ জিল্যান্ডের। কিন্তু আজাজ প্যাটেলের ১০ উইকেটের পরই ৬২ রানে অলআউট হওয়ার লজ্জায় পড়তে হলো কিউইদের।

মুম্বাই টেস্টে দ্বিতীয় দিন শেষে ভারত লিড নিয়েছে ৩৩২ রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার মাত্র ২১ ওভার ব্যাটিং করে ৬৯ রান তুলে ফেলে। মায়াঙ্ক আগারওয়াল ৩৮ ও চেতশ্বর পূজারা অপরাজিত আছেন ২৯ রানে। ২৬৩ রানে এগিয়ে থেকে তারা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছিল।

মায়াঙ্কের ১৫০ রানে ভর করে ভারত প্রথম ইনিংসে ৩২৫ রান করে। এ ছাড়া অক্ষর প্যাটেল ৫২ রান করেন। কিউই স্পিনার আজাজ একাই নেন ১০ উইকেট। তখনই বোঝা গেছে ভারতের অভিজ্ঞ স্পিনে ধস হতে পারে নিউ জিল্যান্ডের ব্যাটিংয়েও ঠিক তাই হলো। পুরো নিউ জিল্যান্ড দল এক মায়াঙ্কের রানের অর্ধেকও করতে পারেনি। তারা অলআউট হয়েছে ৬২ রানে। ভারতের বিপক্ষে যে কোনো টেস্ট দলের এটি সর্বনিম্ন রান। ভারতের মাটিতেও এর আগে কখনো এত কম রানে অলআউট হয়নি কোনো দল। টেস্ট ক্রিকেটে নিউ জিল্যান্ড সর্বনিম্ন ২৬ রানে অলআউট হয়েছিল ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে।

মাত্র ২৮.১ ওভারে অলআউট হয়ে যায় সফরকারীরা। ব্যাটিং করতে নামলে অবশ্য উইকেটের সূচনা করেন পেসার মোহাম্মদ সিরাজ। শুরুর তিনটি উইকেটই তিনি নিয়েছেন ওপেনার টম লাথাম ১০ ও উইল ইয়ং ৪ রানে সিরাজের শিকার হয়ে ফেরেন সাজঘরে। রস টেলরও ১ রানে আউট হয়েছেন সিরাজের আগুনঝরা বোলিংয়ে। এরপর শুরু হয় রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলদের রাজত্ব।

পেস আক্রমণে ১৭ রানে তিন উইকেট হারানোর পর স্পিন আক্রমণে আরও বেসামাল হয়ে ওঠে কিউইরা। মুড়ি-মুড়কির মতো পড়তে থাকে। শেষ পর্যন্ত থামে ৬২ রানে। দলের মাত্র দুজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর পেরোতে পেরেছেন। অধিনায়ক লাথাম ১০ ও কাইল জেমিসন ১৭ রান ছাড়া আর কেউ দুই অঙ্কের মুখ দেখেননি। অশ্বিন মাত্র ৮ ওভার বোলিং করে নেন সর্বোচ্চ ৪ উইকেট। এ ছাড়া সিরাজ ৩ ও অক্ষর নেন ২ উইকেট।

Tags: , ,

সব সংবাদ

আইপিএলের দশ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড : নেই কোন বাংলাদেশী ক্রিকেটার জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ৩০ নভেম্বর আইপিএলের ইতিহাসে রেকর্ড দামে বিক্রি পান্ত লাল-সবুজ জার্সিতে অনিশ্চিত হামজা চ্যালেঞ্জ কাপ জিতে আরেকটি ইতিহাস কিংসের ঢাকায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ১৮ বছর পর এবার পঞ্চপাণ্ডব ছাড়া টিম বাংলাদেশ বিসিবি ঘোষিত পুরস্কারের অর্থ বুঝে পেলেন সাবিনারা জাকারিয়া পিন্টুকে শেষ বিদায় জানালো ক্রীড়াঙ্গন চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস জয় বিদায়ের আগ মুহূর্তে আবেগঘন পোস্ট কায়েসের গোল মিসের মহড়ায় মালদ্বীপের কাছে হার জানুয়ারিতে ঢাকায় আসছেন ফিফা প্রেসিডেন্ট বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু সাবিনাদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের ৮ গোল করে নতুন রেকর্ড চেলসির ট্রাম্পকে অভিনন্দন জানালেন ফিফা সভাপতি তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু ম্যাচের মাঝেই বজ্রপাত > এক ফুটবলারের মৃত্যু তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট আজ শুরু দাবিগুলো পূরণ করার চেষ্টা করব : প্রধান উপদেষ্টা আফগানিস্তান সিরিজে শান্তই অধিনায়ক শনিবার যমুনায় সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা একনজরে বিপিএলের দলগুলো সাকিবের দেশে আসা-যাওয়ায় কোন বাধা নেই : ক্রীড়া উপদেষ্টা জেনে নিন বাফুফে নির্বাচনে কে কোন পদে… ফুটবলপ্রিয় বন্ধুকে নিয়ে স্মরণ সভা ‘দিন যত যাচ্ছে ততই নির্বাচনের জন্য চাপ বাড়ছে’ নতুন লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ আদালতের নতুন রায়ে ‘দুঃস্বপ্ন ভাঙলো’ পগবার স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ রেকর্ড গড়ে বাংলাদেশকে হারালো ভারত নয় বছর পর বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা সাকিবকে নিরাপত্তা দেওয়া নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা এক পদে দুই মেয়াদের বেশি না থাকার নির্দেশনা ক্রীড়া উপদেষ্টার ক্রিকেটের দুই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা সাকিবের হামলার হুমকির পর কানপুর টেস্ট শুনছে মেঘের গর্জন বাংলাদেশের জার্সিতে খেললে ইংল্যান্ডের কোনো আপত্তি নেই জ্যোতিদের লক্ষ্য বিশ্বকাপ সেমিফাইনাল বাফুফে নির্বাচনে সভাপতি পদে লড়বেন তাবিথ আউয়াল ভারতের কাছে হারলো বাংলাদেশ সিরিয়ার কাছে ৪ গোলে হারলো বাংলাদেশ শেষ মুহূর্তে ভারতের কাছে হার ফিফা র‍্যাংকিং আরো পেছাল বাংলাদেশ তরফদারের প্রতিদ্বন্দ্বী কি তাহলে তাবিথ আউয়াল? ভারত আর পাকিস্তান দল কিন্তু এক নয় : সৌরভ গাঙ্গুলি মেসির চেয়েও সেরা হবেন ইয়ামাল! বাফুফে সভাপতি প্রার্থী তরফদার রুহুল আমিন ভারতে টেস্ট সিরিজ জয়ে আত্মবিশ্বাসী শান্ত

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add