for Add
স্পোর্টস ডেস্ক : ২৮ এপ্রিল ২০২৩, শুক্রবার, ৬:৫১:৫৭
সিলেটে তিন দিনের অনুশীলন সেশনের প্রথম দিন ম্যাচে বৃহস্পতিবার ঘাম ঝড়িয়েছে বাংলাদেশ দল। এমনটা জানিয়েছেন প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া বাঁ-হাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। -বাসস
প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে প্রথম ১০ এবং শেষ ১০ ওভারে ম্যাচের আবহে ব্যাটিং অনুশীলন করেছে বাংলাদেশ দল। কিভাবে প্রথম এবং শেষ পাওয়ার প্লে ভালোভাবে কাজে লাগানো যায় সেটি নিয়েই দক্ষতা বাড়ানোর চেষ্টা করেছে।
দীর্ঘদিন ধরেই পাওয়ার প্লেতে বাংলাদেশের দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে। আধুনিক ক্রিকেটে পাওয়ার প্লের ২০ ওভার ম্যাচের চিত্র পাল্টে দেয়। মৃত্যুঞ্জয় বলেন, ‘অনুশীলন সেশনে কোচ আমাদের প্রথম ১০ ওভার এবং শেষ ১০ ওভারে কীভাবে ব্যাট করতে হবে সেই দিক নির্দেশনা দিয়েছেন।’ তিনি আরও বলেন, আমাদের জন্য কোচ ম্যাচের আবহ তৈরি করায় ব্যাটাররা ব্যাট করতে এসে পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করেছে।
সংক্ষিপ্ত অনুশীলন ক্যাম্পটি আইসিসি সুপার লিগের অর্ন্তভুক্ত আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতির অংশ। মে মাসে আয়ারল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা থাকায় ইংল্যান্ডের চেমসফোর্ডে অনুষ্ঠিত হবে সিরিজটি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে ৯, ১২ এবং ১৪ মে।
মৃত্যুঞ্জয় বলেন, ‘সিলেট ও ইংল্যান্ডের উইকেট প্রায় একই রকম। আমরা যে উইকেটে অনুশীলন করেছি সেখানে বাউন্স ছিল। এখানে পুরোপুরি একই উইকেট পাবেন না তবে কিছুটা মিল আছে যা আমরা ব্যবহার করার চেষ্টা করছি।’
For add
For add
For add
For add
for Add