for Add
নিজস্ব প্রতিবেদক : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ২২:৪৬:২২
শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের দাবা ডিসিপ্লিনের র্যাপিড ইভেন্টে বালক গ্রুপে ঢাকা বিভাগের হয়ে নারায়ণগঞ্জ জেলার ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় ও বালিকা গ্রুপে চট্টগ্রাম বিভাগের হয়ে চট্টগ্রাম জেলার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা স্বর্ণপদক জয় করেছেন।
বালক গ্রুপে ৭ ম্যাচে ৬.৫ পয়েন্ট পেয়ে ঢাকা বিভাগের হয়ে নারায়ণগঞ্জ জেলার ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জয় করেন। এদিকে ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে ঢাকা বিভাগের স্বর্ণাভো চৌধুরী রৌপ্য ও রাজশাহী বিভাগের ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ব্রোঞ্জপদক লাভ করেন।
বালিকা গ্রুপে ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম বিভাগের হয়ে চট্টগ্রাম জেলার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জয় করেন। তবে ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে চট্টগ্রাম বিভাগের নুসরাত জাহান আলো রৌপ্য ও ঢাকা বিভাগের ওয়াদিফা আহমেদ ব্রোঞ্জপদক পেয়েছেন।
উল্লেখ্য বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আয়োজিত শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্ব শুরু হওয়ার একদিন আগে আজ শনিবার দাবা ডিসিপ্লিনের র্যাপিড ইভেন্ট অনুষ্ঠিত হয়। আগামীকাল রোববার দাবার ব্লিটজ ইভেন্ট অনুষ্ঠিত হবে।
For add
For add
For add
For add
for Add