for Add

ট্রাইব্রেকারে স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

কাতার বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে এবারের বিশ্বকাপের আফ্রিকার প্রথম দল হিসেবে মরক্কো কোয়ার্টার ফাইনালে উঠেছে। রূপকথার গল্পের মতো ম্যাচ জুড়ে শৈল্পিক ফুটবল ছন্দে একচেটিয়া প্রাধান্য বিস্তার করে স্পেনকে টাইব্রেকারে ৩-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে। তবে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটে খেলাটি গোলশূন্য ড্র ছিল।

দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে স্পেনের সঙ্গে আধিপত্যে বিস্তার করে খেলছিল মরক্কো। ১১ মিনিটে আক্রমণ থেকে ফ্রি কিক পায় মরক্কো। কিন্তু হাকিম জিয়েচের নেয়া ফ্রি কিকের শটের বলটি ক্রসবারের বাঁ প্রান্ত দিয়ে বাইরে চলে যায়। এরপর ২১ মিনিটে আবারো ফ্রি কিক পায় আফ্রিকান দেশটি। এবারো শট নেন জিয়েচ। তবে বলটি স্পেনের প্রতিরক্ষা দেয়ালে আটকে যায়। ২৬ মিনিটে অবশ্য ভাল একটি সুযোগ সৃস্টি করে স্পেন। এই সময় পরপর দুটি সুযোগ পায় তারা। প্রথম দফায় বাঁ প্রান্ত দিয়ে গাভি বল নিয়ে ডি বক্সে গিয়ে শট নিলে ডান দিকে ঝাপিয়ে পড়ে সেটি ফিরিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। ফিরতি বলটি পেয়ে যান ফেরান তোরেস। তিনি ফের শট নিলে এবারো সেটিকে রুখে দেন বোনো।

৩৩ মিনিটে স্প্যানিশ গোলরক্ষকের পরীক্ষা নেন মরক্কান ডিফেন্ডার নুসাইর মাজরাউয়ি। ডি বক্সের বাইরে থেকে আচমকা এক শট নেন তিনি। তবে স্পেনের গোলরক্ষক উনাই সাইমন ছিলেন সদাপ্রস্তুত। বলটি জালে প্রবেশের মুহূর্তে সেটিকে ফিস্ট করেন তিনি।

৪৩ মিনিটে প্রথমার্ধের শেষ সুযোগটি সৃস্টি করে মরক্কো। এ সময় বুফালের ক্রস থেকে দারুণ একটি বল পেয়ে যান নায়েফ আগুয়ার্ড। হেডের সাহায্যে বলটি জালে জড়ানোর চেস্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন আগুয়ার্ড। ফলে গোলশূন্য ড্র মেনেই বিরতিতে যায় স্পেন ও মরক্কো। এই সময় ৭১ শতাংশ বল পজিশন নিয়ে এগিয়ে থাকলেও মরক্কোর জমাট রক্ষণে এতটুকু চির ধরাতে পারেনি লা রোজারা। বলের পজিশনে কম থাকলেও বেশ কয়েকটি জোড়ালো সুযোগ সৃস্টি করেছিল ১৯৮৬ আসরের পর প্রথম শেষ ষোল নিশ্চিত করা এটলাস লায়ন্সরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে অবশ্য আক্রমণের ধার বাড়িয়ে দেয় স্পেন। এ সময় একের পর এক আক্রমণ করলেও গোলের ভাল কোন সুযোগ সৃস্টি করতে পারেনি তারা। তারপরও এ সময় নিজেদের সীমানার মধ্যে স্প্যানিশ আক্রমণ সামাল দিতে ব্যস্ত থাকতে হয়েছে এটলাস লায়ন্সদের। খুব কম সময়ের জন্য স্প্যানিশ সীমানায় বল নিতে সক্ষম হয়েছে মরক্কো। ৭৪ মিনিটে এসে আফ্রিকান দলটি একটি ভাল আক্রমণ করতে সক্ষম হলেও সেখানে গোলের সুযোগ সৃস্টি হয়নি।

যদিও ম্যাচের ৮১ মিনিটে গোলের সহজ সুযোগ নস্ট করেন স্প্যানিশ তারকা আলভারো মোরাতা। অপরদিকে ৮৬ মিনিটে গোলের সেরা সুযোগ হাতছাড়া করে মরক্কো। বক্সের ভেতর থেকে ওয়ালিদ চেডিরার দারুণ শটের বলটি অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন স্প্যানিশ গোল রক্ষক সাইমন। ইনজুরি টাইমে মরন কামড় বসিয়েও গোল আদায় করতে ব্যর্থ হয় স্প্যানিশরা।

ইনজুরি টাইমের শেষ মিনিটে (৯০+৫) ফ্রি কিক থেকে ওলমো গোল প্রায় করেই ফেলেছিলেন। আনুমানিক ৩০ মিটার দূর থেকে তার নেয়া বুলেট গতির শটের বলটি ডান দিকে ঝাপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন মরক্কান গোলরক্ষক বোনো। ফলে কোন গোল ছাড়াই শেষ হয় ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলা।

এই সময় ৭৪.৪ শতাংশই মাঠের নিয়ন্ত্রণ ছিল লা রোজাদের। আর ২৫.৬ শতাংশ এটলাস লায়ন্সদের। স্পেনের ৫ কর্নারের বিপরীতে একটিও নেই উত্তর আফ্রিকান দলটির। অতিরিক্ত সময়ে উত্তেজনার পারদ বেড়ে গেলেও গোল পায়নি কোন দল। ফলে টাইব্রেকারে নিস্পত্তি হয় ম্যাচের ফলাফল। এটি ছিল টুর্নামেন্টের দ্বিতীয় টাইব্রেকার।

পেনাল্টি নিয়ে অবশ্য কিছুটা ভীতি ছিল স্প্যানিশ কোচ এনরিখের। কারণ ২০২০ ইউরোতে এই পেনাল্টিতে ইতালীর কাছে পরাজিত হয়েছিল তার শিষ্যরা। এবারো সেই ভয়কে আর জয় করতে পারেনি স্পেন। হেরে গেল ৩-০ গোলে।

টাইব্রেকারে টস জিতে প্রথমে শট নেয়ার সিদ্ধান্ত নেয় মরক্কো। পেনাল্টিতে স্পেনের খেলোয়াড়রা কোন গোল করতে পারেনি। তাদের তিনটি শটের মধ্যে একটি বারে লাগলেও বাকী একটি শট ঠেকিয়ে দিয়েছেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো।

অপরদিকে চার শটের মধ্যে তিনটিতে গোল করেছে আফ্রিকান খেলোয়াড়রা। ফলে ৩-০ গোলে স্পেনকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল উত্তর আফ্রিকার দেশ মরক্কো।

টাইব্রেকারে মরক্কোর হয়ে গোল করেছেন আব্দেলহামিদ সাবিরি, হাকিম জিয়েচ ও আচরাফ হাকিমি। বাডার বেনুনের গোলটি ঠেকিয়ে দিয়েছেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সাইমন। অপরদিকে স্পেনের হয়ে তিনটি শট নিয়ে যথাক্রমে পাবলো সারাবিয়া, কার্লোস সোলার ও সার্জিও বাসকুয়েটস ব্যর্থ হয়েছেন।

উল্লেখ্য ক্রোয়েশিয়া ও বেলজিয়ামকে পিছনে ফেলে এফ-গ্রুপের শীর্ষ দল হিসেবে নক আউট পর্বে খেলতে এসেছিল মরক্কো। অন্যদিকে ই-গ্রুপে জাপানের পর দ্বিতীয় স্থাননিশ্চিত করে শেষ ষোলতে খেলার যোগ্যতা অর্জন করে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

সব সংবাদ

১৮ বছর পর এবার পঞ্চপাণ্ডব ছাড়া টিম বাংলাদেশ বিসিবি ঘোষিত পুরস্কারের অর্থ বুঝে পেলেন সাবিনারা জাকারিয়া পিন্টুকে শেষ বিদায় জানালো ক্রীড়াঙ্গন চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস জয় বিদায়ের আগ মুহূর্তে আবেগঘন পোস্ট কায়েসের গোল মিসের মহড়ায় মালদ্বীপের কাছে হার জানুয়ারিতে ঢাকায় আসছেন ফিফা প্রেসিডেন্ট বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু সাবিনাদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের ৮ গোল করে নতুন রেকর্ড চেলসির ট্রাম্পকে অভিনন্দন জানালেন ফিফা সভাপতি তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু ম্যাচের মাঝেই বজ্রপাত > এক ফুটবলারের মৃত্যু তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট আজ শুরু দাবিগুলো পূরণ করার চেষ্টা করব : প্রধান উপদেষ্টা আফগানিস্তান সিরিজে শান্তই অধিনায়ক শনিবার যমুনায় সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা একনজরে বিপিএলের দলগুলো সাকিবের দেশে আসা-যাওয়ায় কোন বাধা নেই : ক্রীড়া উপদেষ্টা জেনে নিন বাফুফে নির্বাচনে কে কোন পদে… ফুটবলপ্রিয় বন্ধুকে নিয়ে স্মরণ সভা ‘দিন যত যাচ্ছে ততই নির্বাচনের জন্য চাপ বাড়ছে’ নতুন লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ আদালতের নতুন রায়ে ‘দুঃস্বপ্ন ভাঙলো’ পগবার স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ রেকর্ড গড়ে বাংলাদেশকে হারালো ভারত নয় বছর পর বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা সাকিবকে নিরাপত্তা দেওয়া নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা এক পদে দুই মেয়াদের বেশি না থাকার নির্দেশনা ক্রীড়া উপদেষ্টার ক্রিকেটের দুই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা সাকিবের হামলার হুমকির পর কানপুর টেস্ট শুনছে মেঘের গর্জন বাংলাদেশের জার্সিতে খেললে ইংল্যান্ডের কোনো আপত্তি নেই জ্যোতিদের লক্ষ্য বিশ্বকাপ সেমিফাইনাল বাফুফে নির্বাচনে সভাপতি পদে লড়বেন তাবিথ আউয়াল ভারতের কাছে হারলো বাংলাদেশ সিরিয়ার কাছে ৪ গোলে হারলো বাংলাদেশ শেষ মুহূর্তে ভারতের কাছে হার ফিফা র‍্যাংকিং আরো পেছাল বাংলাদেশ তরফদারের প্রতিদ্বন্দ্বী কি তাহলে তাবিথ আউয়াল? ভারত আর পাকিস্তান দল কিন্তু এক নয় : সৌরভ গাঙ্গুলি মেসির চেয়েও সেরা হবেন ইয়ামাল! বাফুফে সভাপতি প্রার্থী তরফদার রুহুল আমিন ভারতে টেস্ট সিরিজ জয়ে আত্মবিশ্বাসী শান্ত ফিরেই জোড়া গোল করে ম্যাচসেরা মেসি পরিস্থিতি বিবেচনায় নির্বাচন করবেন না সালাউদ্দিন বর্তমান কমিটির বিলুপ্তি চান উশুর প্রতিষ্ঠাতারা লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড পেলেন দুলাল মাহমুদ বিশ্বের প্রথম দল হিসেবে শততম হারের লজ্জা পেলো বাংলাদেশ সালাম মুর্শেদীকে ১৩ লাখ টাকা জরিমানা ফিফার

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add