for Add
বাসস : ১১ অক্টোবর ২০২২, মঙ্গলবার, ১:৫৩:৪৪
লিসের বিপক্ষে রোববার ঘরের মাঠে সিরি-এ লিগে ২-১ গোলে জয়ের ম্যাচটিতে পেশীর গুরুতর ইনজুরিতে আক্রান্ত হয়েছেন এএস রোমার আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। কোচ হোসে মরিনহো বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এ বছর হয়তো আর দিবালার মাঠে ফেরা নাও হতে পারে।
স্তাদিও অলিম্পিকোতে ৪৮ মিনিটে স্পট কিক থেকে দিবালা রোমার হয়ে জয়সূচক গোল করেন। কিন্তু তারপরপরই পেশীর ইনজুরিতে মাঠ ছাড়তে বাধ্য হন। রোমার মেডিকেল স্টাফরা প্রয়োজনীয় চিকিৎসা শেষে দিবালা বাম থাইয়ে বরফ দিয়ে রাখার নির্দেশ দেন।
ম্যাচ শেষে এ সম্পর্কে মরিনহো বলেছেন, ‘দিবালার অবস্থা স্বাভাবিকের তুলনায় কিছুটা হলেও গুরুতর বলেই ধারণা করা হচ্ছে।’ একইসাথে পর্তুগীজ এই কোচ জানিয়েছেন ২০২৩ সালের আগে দিবালার মাঠে ফেরা সত্যিই কঠিন।
মরিনহো বলেন, ‘আমি চিকিৎসক নই। এ সম্পর্কে আমি নিশ্চিত করে কিছু বলতে চাইনা। কিন্তু অভিজ্ঞতা থেকে যা মনে হচ্ছে বিষয়টি গুরুতর। পাওলোর সাথেও এ ব্যাপারে আমার কথা হয়েছে।
আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। গ্রুপ-সি’তে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে ২২ নভেম্বর আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। এই সময়ের মধ্যে দিবালার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা প্রায় ক্ষীণ বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
For add
For add
For add
For add
for Add