for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ সেপ্টেম্বর ২০২২, সোমবার, ২১:৫০:৪৯
দক্ষিণ এশীয় নারী ফুটবলের শ্রেষ্ঠত্ব লড়াই মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) মাঠে গড়াচ্ছে। উদ্বোধনীদিনেই চারবারের রানার্সআপ স্বাগতিক নেপাল ও ভুটান একে অপরের মুখোমুখি হচ্ছে। ম্যাচটি স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় কাঠমান্ডুর দশরথ ফুটবল স্টেডিয়ামে শুরু হবে।
এ বছর ষষ্ঠ সাফ নারী চ্যাম্পিয়নশিপে ৭টি দেশ অংশ নিচ্ছে। বাংলাদেশ ‘এ’ গ্রুপে পড়েছে। সঙ্গী হিসেবে পাচ্ছে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। অন্যদিকে ‘বি’ গ্রুপে স্বাগতিক নেপালের সঙ্গে রয়েছে শ্রীলংকা ও ভুটান।
এর আগে ৫টি আসরেই শিরোপা জিতেছে শক্তিশালী ভারত। টুর্নামেন্টে নেপাল চারবার রানার্সআপ হয়েছে। বাংলাদেশ নারী দল অবশ্য একবার রানারআপ হয়েছে।
বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আগামী ৭ সেপ্টেম্বর মালদ্বীপের মোকাবেলা করবে। এরপর ৯ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে। দীর্ঘ আট বছর পর অবশ্য টুর্নামেন্টে ফের অংশগ্রহণ করতে যাচ্ছে পাকিস্তান। তবে ১৩ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাবিনারা লড়বে শক্তিশালী ভারতের বিপক্ষে।
উল্লেখ্য দুই গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। আগামী ১৯ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
For add
For add
For add
For add
for Add